নাটোর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৩’

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর উদ্যোগে ও বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল এর সহযোগিতায় মে-জুলাই মাসব্যাপী দেশজুড়ে পালিত হচ্ছে বিপিও সামিট বাংলাদেশ ২০২৩। এটি বিপিও সামিট বাংলাদেশ এর পঞ্চম আয়োজন। এবারের আয়োজনে প্রথমবারের মত থাকছে “বিভাগীয় বিপিও সামিট”, যা পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। এ প্রেক্ষিতে গত ২৩ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট, রাজশাহী কলেজ এবং গোল-ই-আফরোজ সরকারী কলেজে ক্যারিয়ার ক্যাম্পেইন আয়োজন করা হয় এবং ২৪ মে নাটোরের সিংড়ায় অনুষ্ঠিত হয় প্রথম বিভাগীয় বিপিও সামিট ২০২৩।

নাটোরের সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বিভাগীয় বিপিও সামিটের শুরুতে ‘বিপিও শিল্পের বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাক্কো সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন।

নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মো. সাইফুর রহমান, বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ফাউন্ডার ইকবাল বাহার জাহিদ, বিআইজেএফ সভাপতি নাজনীন নাহার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাক্কো অর্থ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক; পরিচালক একেএম আহমেদুল ইসলাম বাবু, মুসনাদ ই আহমেদ, ডা. তানজিবা রহমান এবং বাক্কো লোকাল মার্কেট ডেভেলপমেন্ট উপকমিটির চেয়ারম্যান মির্ধা মো. মাহফুজ-উল-হক চয়ন। অনুষ্ঠানের প্রধান অতিথি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার বক্তব্যে বলেন, বিপিও তথা আউটসোর্সিং শিল্পে যেকেউ সহজেই তার ক্যারিয়ার গড়তে পারে এবং সফল হতে পারে। সরকার বর্তমানে দেশে শিক্ষিত জনশক্তির দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ প্রকল্প ও অবকাঠামো উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছে। দেশে-বিদেশে বাংলাদেশের বিপিও শিল্পের সম্প্রসারণে সরকার সবসময় বাক্কোকে সর্বাত্মক সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে। সংবাদ বিজ্ঞপ্তি।

শুক্রবার, ২৬ মে ২০২৩ , ১২ জ্যৈষ্ঠ ১৪৩০, ০৬ জিলক্বদ শাওয়াল ১৪৪৪

নাটোর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৩’

image

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর উদ্যোগে ও বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল এর সহযোগিতায় মে-জুলাই মাসব্যাপী দেশজুড়ে পালিত হচ্ছে বিপিও সামিট বাংলাদেশ ২০২৩। এটি বিপিও সামিট বাংলাদেশ এর পঞ্চম আয়োজন। এবারের আয়োজনে প্রথমবারের মত থাকছে “বিভাগীয় বিপিও সামিট”, যা পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। এ প্রেক্ষিতে গত ২৩ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট, রাজশাহী কলেজ এবং গোল-ই-আফরোজ সরকারী কলেজে ক্যারিয়ার ক্যাম্পেইন আয়োজন করা হয় এবং ২৪ মে নাটোরের সিংড়ায় অনুষ্ঠিত হয় প্রথম বিভাগীয় বিপিও সামিট ২০২৩।

নাটোরের সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বিভাগীয় বিপিও সামিটের শুরুতে ‘বিপিও শিল্পের বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাক্কো সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন।

নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মো. সাইফুর রহমান, বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ফাউন্ডার ইকবাল বাহার জাহিদ, বিআইজেএফ সভাপতি নাজনীন নাহার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাক্কো অর্থ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক; পরিচালক একেএম আহমেদুল ইসলাম বাবু, মুসনাদ ই আহমেদ, ডা. তানজিবা রহমান এবং বাক্কো লোকাল মার্কেট ডেভেলপমেন্ট উপকমিটির চেয়ারম্যান মির্ধা মো. মাহফুজ-উল-হক চয়ন। অনুষ্ঠানের প্রধান অতিথি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার বক্তব্যে বলেন, বিপিও তথা আউটসোর্সিং শিল্পে যেকেউ সহজেই তার ক্যারিয়ার গড়তে পারে এবং সফল হতে পারে। সরকার বর্তমানে দেশে শিক্ষিত জনশক্তির দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ প্রকল্প ও অবকাঠামো উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছে। দেশে-বিদেশে বাংলাদেশের বিপিও শিল্পের সম্প্রসারণে সরকার সবসময় বাক্কোকে সর্বাত্মক সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে। সংবাদ বিজ্ঞপ্তি।