বরিশাল : নির্বাচনে কোন প্রার্থীকে আলাদা চোখে দেখা হচ্ছে না : ইসি

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে কোন প্রার্থীকে আলাদা চোখে দেখা হচ্ছে না। সব প্রার্থীকেই সমান সুযোগ দেয়া হচ্ছে। তিনি বলেন স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমরা সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার জন্য কাজ করছি। নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে বদ্ধপরিকর।

গতকাল দুপুরে সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষক মিলনায়তনে নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের সঙ্গে তিনি মতবিনিময় করেন।

পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন গাজীপুরের মতো বরিশালেও মেয়র প্রার্থীদেরসহ ওয়ার্ডভিত্তিক ফল ঘোষণা করা হবে। একাধিক ওয়ার্ডের ফলাফল একই সময়ে ঘোষণা করা হলে অনেকে বিভিন্ন অভিযোগ করার সুযোগ পান। তিনি বলেন ইভিএম আছে বিধায় কোন দুঃশ্চিন্তা নেই। ইভিএম হলো স্বচ্ছতার প্রতীক। নির্বাচনকালীন ইভিএমে কারিগরি ত্রুটি দেখা দিলে বিকল্প ব্যবস্থা নেয়া হবে। নির্বাচনে সেনাবাহিনী নিয়োগের দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই।

মঙ্গলবার, ০৬ জুন ২০২৩ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০, ১৭ জিলক্বদ শাওয়াল ১৪৪৪

নগর নির্বাচন

বরিশাল : নির্বাচনে কোন প্রার্থীকে আলাদা চোখে দেখা হচ্ছে না : ইসি

নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে কোন প্রার্থীকে আলাদা চোখে দেখা হচ্ছে না। সব প্রার্থীকেই সমান সুযোগ দেয়া হচ্ছে। তিনি বলেন স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমরা সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার জন্য কাজ করছি। নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে বদ্ধপরিকর।

গতকাল দুপুরে সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষক মিলনায়তনে নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের সঙ্গে তিনি মতবিনিময় করেন।

পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন গাজীপুরের মতো বরিশালেও মেয়র প্রার্থীদেরসহ ওয়ার্ডভিত্তিক ফল ঘোষণা করা হবে। একাধিক ওয়ার্ডের ফলাফল একই সময়ে ঘোষণা করা হলে অনেকে বিভিন্ন অভিযোগ করার সুযোগ পান। তিনি বলেন ইভিএম আছে বিধায় কোন দুঃশ্চিন্তা নেই। ইভিএম হলো স্বচ্ছতার প্রতীক। নির্বাচনকালীন ইভিএমে কারিগরি ত্রুটি দেখা দিলে বিকল্প ব্যবস্থা নেয়া হবে। নির্বাচনে সেনাবাহিনী নিয়োগের দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই।