সিলেট : তীব্র গরমেও থেমে নেই গণসংযোগ

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে প্রচার ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা প্রতীকের) আনোয়ারুজ্জামান চৌধুরী। তীব্র গরমেও থেমে নেই তার গণসংযোগ ও প্রচারণা। এরইধাবাহিকতায় গতকাল সকালে সিলেট নগরের জিন্দাবাজারস্ত বিভিন্ন মার্কেটে গণসংযোগ করেন।

নগরের জালালাবাদ মার্কেটসহ আশপাশের কয়েকটি মার্কেটে গণসংযোগ করেন এবং ব্যবসায়ীদের বিভিন্ন প্রতিশ্রুতি দেন।

এ সময় আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার ব্যবসায়ী বান্ধব সরকার। সরকার ব্যবসায়ীদের সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দিয়ে নির্বিঘ্নে ব্যবসার পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী। আমিও ব্যক্তিগতভাবে ব্যবসায়ীদের সম্মান করি। ব্যবসায়ীদের যে কোন প্রয়োজনে আমাকে সব সময় পাশে পাবেন। আমি মেয়র নির্বাচিত হলে সিলেটের ব্যবসায়ীদের কল্যাণে সব সময় কাজ করে যাব।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহ-সভাপতি বিজিত চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুজাত আলী রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, আবদুল মতিন, মহানগর আওয়ামী লীগের সদস্য তাহমিন আহমদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজসহ নেতারা।

আরও খবর
জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাংলাদেশকে রক্ষায় গাছ লাগান : প্রধানমন্ত্রী
ফারুকের আসনে প্রার্থী হিরু আলম
বরিশাল : নির্বাচনে কোন প্রার্থীকে আলাদা চোখে দেখা হচ্ছে না : ইসি
কোন সরকারই একটি ভালো মানের হাসপাতাল করতে পারেনি : হাইকোর্ট
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বিকাশ কর্মকর্তা সেজে লাখ লাখ টাকা আত্মসাৎ, অবশেষে ধরা
দেশে ফিরেছে মধ্যপ্রাচ্যে নির্যাতনের শিকার ১২ নারী
‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পে দুর্নীতি সাবেক সচিব প্রশান্ত কুমারের বিরুদ্ধে দুদকের মামলা
তিন কারণে আ’লীগ নেতা টিপু হত্যা
নীহার রঞ্জন গুপ্তের বাড়ি সংস্কারসহ ৫ দফা দাবি

মঙ্গলবার, ০৬ জুন ২০২৩ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০, ১৭ জিলক্বদ শাওয়াল ১৪৪৪

নগর নির্বাচন

সিলেট : তীব্র গরমেও থেমে নেই গণসংযোগ

প্রতিনিধি, সিলেট

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে প্রচার ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা প্রতীকের) আনোয়ারুজ্জামান চৌধুরী। তীব্র গরমেও থেমে নেই তার গণসংযোগ ও প্রচারণা। এরইধাবাহিকতায় গতকাল সকালে সিলেট নগরের জিন্দাবাজারস্ত বিভিন্ন মার্কেটে গণসংযোগ করেন।

নগরের জালালাবাদ মার্কেটসহ আশপাশের কয়েকটি মার্কেটে গণসংযোগ করেন এবং ব্যবসায়ীদের বিভিন্ন প্রতিশ্রুতি দেন।

এ সময় আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার ব্যবসায়ী বান্ধব সরকার। সরকার ব্যবসায়ীদের সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দিয়ে নির্বিঘ্নে ব্যবসার পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী। আমিও ব্যক্তিগতভাবে ব্যবসায়ীদের সম্মান করি। ব্যবসায়ীদের যে কোন প্রয়োজনে আমাকে সব সময় পাশে পাবেন। আমি মেয়র নির্বাচিত হলে সিলেটের ব্যবসায়ীদের কল্যাণে সব সময় কাজ করে যাব।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সহ-সভাপতি বিজিত চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুজাত আলী রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, আবদুল মতিন, মহানগর আওয়ামী লীগের সদস্য তাহমিন আহমদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজসহ নেতারা।