ডিজিটাল স্বাস্থ্যসেবায় সরকারের উদ্যোগ

{স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও সরকারের ভিশন-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে ডিজিটাল স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর নানা ধরনের উদ্যোগ গ্রহণ করে চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলও (বিসিসি) কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রযুক্তিগত উন্নয়নে সহায়তা করছে প্রযুক্তি প্রতিষ্ঠান ইজেনারেশন লিমিটেড।

এর আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ‘ডিজিটাল সিলেট সিটি’ প্রকল্পের অধীন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জন্য গৃহীত ‘হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম’ সফটওয়্যারটির ফেইজ-১ এর ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং (ইউএটি) এবং মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ সম্প্রতি হাসপাতালের প্রশিক্ষণ কক্ষে উদ্বোধন করা হয়েছে।

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ মহিদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার সৌমিত্র চক্রবর্তী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাসপাতালের সহাকারী পরিচালক (প্রশাসন) আবুল কালাম আজাদ এবং ইজেনারেশন লিমিটেডের চেয়ারম্যান এস এম আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের পরামর্শক এবং শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ মাসুম এবং ইজেনারেশন লিমিটেডের পরিচালক (স্ট্র্যাটেজিক সেলস) এমরান আব্দুল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মধুসূদন চন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশকে স্মার্ট জাতি হিসেবে রূপান্তর করার অন্যতম প্রধান শর্ত হচ্ছে দেশের জনগণের কাছে ডিজিটাল স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া। সিলেটে হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারটির ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং এবং মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণের মাধ্যমে সবার জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবার দ্বার উন্মোচিত হলো। সংবাদ বিজ্ঞপ্তি।

শনিবার, ১০ জুন ২০২৩ , ২৭ জৈষ্ঠ্য ১৪৩০, ২০ জিলক্বদ ১৪৪৪

ডিজিটাল স্বাস্থ্যসেবায় সরকারের উদ্যোগ

image

{স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও সরকারের ভিশন-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে ডিজিটাল স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর নানা ধরনের উদ্যোগ গ্রহণ করে চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলও (বিসিসি) কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রযুক্তিগত উন্নয়নে সহায়তা করছে প্রযুক্তি প্রতিষ্ঠান ইজেনারেশন লিমিটেড।

এর আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ‘ডিজিটাল সিলেট সিটি’ প্রকল্পের অধীন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জন্য গৃহীত ‘হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম’ সফটওয়্যারটির ফেইজ-১ এর ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং (ইউএটি) এবং মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ সম্প্রতি হাসপাতালের প্রশিক্ষণ কক্ষে উদ্বোধন করা হয়েছে।

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ মহিদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার সৌমিত্র চক্রবর্তী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাসপাতালের সহাকারী পরিচালক (প্রশাসন) আবুল কালাম আজাদ এবং ইজেনারেশন লিমিটেডের চেয়ারম্যান এস এম আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের পরামর্শক এবং শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ মাসুম এবং ইজেনারেশন লিমিটেডের পরিচালক (স্ট্র্যাটেজিক সেলস) এমরান আব্দুল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মধুসূদন চন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশকে স্মার্ট জাতি হিসেবে রূপান্তর করার অন্যতম প্রধান শর্ত হচ্ছে দেশের জনগণের কাছে ডিজিটাল স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া। সিলেটে হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারটির ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং এবং মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণের মাধ্যমে সবার জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবার দ্বার উন্মোচিত হলো। সংবাদ বিজ্ঞপ্তি।