টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ফলোঅন এড়ালেও বড় ব্যবধানে পিছিয়ে ভারতসংবাদ স্পোর্টস ডেস্ক আইসিসি টেস্ট চ?্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার ৪৬৯ রানে জবাবে ভারত অল-আউট হয় ২৯৬ রানে। প্রথম ইনিংসে ১৭৩ রানের এগিয়ে থেকে প্যাট কামিন্সের দল দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামে। ভারতের হয়ে রাহানে ৮৯, শার্দুল ঠাকুর ৫১ ও জাদেজা ৪৮ রান করেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স ৩টি, স্টার্ক, বোল্যান্ড ও গ্রিন ২টি করে উইকেট নেন। টেস্ট বিশ্বকাপ ফাইনালের দ্বিতীয় দিনের শেষে ভারতের ইনিংস পরাজয়ের আশঙ্কা তৈরি হয়েছিল। রোহিত শর্মার দলকে তৃতীয় দিন লড়াইয়ে ফেরালেন অজিঙ্ক রাহানে এবং শার্দুল ঠাকুর। ষষ্ঠ উইকেটে তাদের জুটিতে উঠলো ১১০ রান। তাদের এই লড়াইয়ে অবদান থাকল অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের। অজি অধিনায়কের বলে এলবিডব্লিউ আউট হয়েছিলেন শার্দুল। ভারতীয় অলরাউন্ডার ডিআরএস চান। তাতেও দেখা যায় তিনি আউট। তবু তিনি আউট হননি। কারণ কামিন্সের বলটি নো বল ছিল। ঠিক একই কারণে একবার জীবন পেয়েছেন ১৮ মাস পর ভারতীয় দলে ফেরা রাহানেও। তিনি যখন ব্যক্তিগত ১৭ রানে খেলছিলেন, সে সময় কামিন্সের বলে এলবিডব্লিউ হন। এ ক্ষেত্রেও কামিন্স নো-বল করেন। গতকাল অস্ট্রেলিয়ার ফিল্ডিংও প্রত্যাশিত মানের ছিলনা। একাধিক ক্যাচ ফেললেন অজি ফিল্ডাররা। সিøপেও সহজ ক্যাচ ছাড়লেন তারা। অর্থাৎ, কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাই ভারতীয় দলকে লড়াইয়ে ফেরার সুযোগ করে দিলেন টেস্ট বিশ্বকাপ ফাইনালে। গত বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতের রান ৫ উইকেটে ১৫১। আজিঙ্কা রাহানে ২৯ ও ভারত ৫ রানে ব?্যাট করছেন। সংক্ষিপ্ত স্কোর : অস্ট্রেলিয়া ১ম ইনিংস ১২১.৩ ওভারে ৪৬৯ (স্মিথ ১২১, হেড ১৬৩, কেয়ারি ৪৮; সামি ২/১২২, সিরাজ ৪/১০৮, শার্দুল ২/৮৩) ভারত ১ম ইনিংস (আগের দিন ১৫১/৫) ৬৯.৪ ওভারে ২৯৬ ওভারে (রাহানে ৮৯, শার্দুল ঠাকুর ৫১, জাদেজা ৪৮; স্টার্ক ২/৭১, কামিন্স ৩/৮৩, বোল?্যান্ড ২/৫৯, গ্রিন ২/৪৪, লায়ন ১/১৯)

ফলোঅন এড়ালেও বড় ব্যবধানে পিছিয়ে ভারত

আইসিসি টেস্ট চ?্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার ৪৬৯ রানে জবাবে ভারত অল-আউট হয় ২৯৬ রানে। প্রথম ইনিংসে ১৭৩ রানের এগিয়ে থেকে প্যাট কামিন্সের দল দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামে।

ভারতের হয়ে রাহানে ৮৯, শার্দুল ঠাকুর ৫১ ও জাদেজা ৪৮ রান করেন।

অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স ৩টি, স্টার্ক, বোল্যান্ড ও গ্রিন ২টি করে উইকেট নেন।

টেস্ট বিশ্বকাপ ফাইনালের দ্বিতীয় দিনের শেষে ভারতের ইনিংস পরাজয়ের আশঙ্কা তৈরি হয়েছিল। রোহিত শর্মার দলকে তৃতীয় দিন লড়াইয়ে ফেরালেন অজিঙ্ক রাহানে এবং শার্দুল ঠাকুর। ষষ্ঠ উইকেটে তাদের জুটিতে উঠলো ১১০ রান। তাদের এই লড়াইয়ে অবদান থাকল অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের।

অজি অধিনায়কের বলে এলবিডব্লিউ আউট হয়েছিলেন শার্দুল। ভারতীয় অলরাউন্ডার ডিআরএস চান। তাতেও দেখা যায় তিনি আউট। তবু তিনি আউট হননি। কারণ কামিন্সের বলটি নো বল ছিল।

ঠিক একই কারণে একবার জীবন পেয়েছেন ১৮ মাস পর ভারতীয় দলে ফেরা রাহানেও। তিনি যখন ব্যক্তিগত ১৭ রানে খেলছিলেন, সে সময় কামিন্সের বলে এলবিডব্লিউ হন। এ ক্ষেত্রেও কামিন্স নো-বল করেন।

গতকাল অস্ট্রেলিয়ার ফিল্ডিংও প্রত্যাশিত মানের ছিলনা। একাধিক ক্যাচ ফেললেন অজি ফিল্ডাররা। সিøপেও সহজ ক্যাচ ছাড়লেন তারা। অর্থাৎ, কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাই ভারতীয় দলকে লড়াইয়ে ফেরার সুযোগ করে দিলেন টেস্ট বিশ্বকাপ ফাইনালে।

গত বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতের রান ৫ উইকেটে ১৫১। আজিঙ্কা রাহানে ২৯ ও ভারত ৫ রানে ব?্যাট করছেন।

সংক্ষিপ্ত স্কোর : অস্ট্রেলিয়া ১ম ইনিংস ১২১.৩ ওভারে ৪৬৯ (স্মিথ ১২১, হেড ১৬৩, কেয়ারি ৪৮; সামি ২/১২২, সিরাজ ৪/১০৮, শার্দুল ২/৮৩)

ভারত ১ম ইনিংস (আগের দিন ১৫১/৫) ৬৯.৪ ওভারে ২৯৬ ওভারে (রাহানে ৮৯, শার্দুল ঠাকুর ৫১, জাদেজা ৪৮; স্টার্ক ২/৭১, কামিন্স ৩/৮৩, বোল?্যান্ড ২/৫৯, গ্রিন ২/৪৪, লায়ন ১/১৯)

শনিবার, ১০ জুন ২০২৩ , ২৭ জৈষ্ঠ্য ১৪৩০, ২০ জিলক্বদ ১৪৪৪

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ফলোঅন এড়ালেও বড় ব্যবধানে পিছিয়ে ভারতসংবাদ স্পোর্টস ডেস্ক আইসিসি টেস্ট চ?্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার ৪৬৯ রানে জবাবে ভারত অল-আউট হয় ২৯৬ রানে। প্রথম ইনিংসে ১৭৩ রানের এগিয়ে থেকে প্যাট কামিন্সের দল দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামে। ভারতের হয়ে রাহানে ৮৯, শার্দুল ঠাকুর ৫১ ও জাদেজা ৪৮ রান করেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স ৩টি, স্টার্ক, বোল্যান্ড ও গ্রিন ২টি করে উইকেট নেন। টেস্ট বিশ্বকাপ ফাইনালের দ্বিতীয় দিনের শেষে ভারতের ইনিংস পরাজয়ের আশঙ্কা তৈরি হয়েছিল। রোহিত শর্মার দলকে তৃতীয় দিন লড়াইয়ে ফেরালেন অজিঙ্ক রাহানে এবং শার্দুল ঠাকুর। ষষ্ঠ উইকেটে তাদের জুটিতে উঠলো ১১০ রান। তাদের এই লড়াইয়ে অবদান থাকল অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের। অজি অধিনায়কের বলে এলবিডব্লিউ আউট হয়েছিলেন শার্দুল। ভারতীয় অলরাউন্ডার ডিআরএস চান। তাতেও দেখা যায় তিনি আউট। তবু তিনি আউট হননি। কারণ কামিন্সের বলটি নো বল ছিল। ঠিক একই কারণে একবার জীবন পেয়েছেন ১৮ মাস পর ভারতীয় দলে ফেরা রাহানেও। তিনি যখন ব্যক্তিগত ১৭ রানে খেলছিলেন, সে সময় কামিন্সের বলে এলবিডব্লিউ হন। এ ক্ষেত্রেও কামিন্স নো-বল করেন। গতকাল অস্ট্রেলিয়ার ফিল্ডিংও প্রত্যাশিত মানের ছিলনা। একাধিক ক্যাচ ফেললেন অজি ফিল্ডাররা। সিøপেও সহজ ক্যাচ ছাড়লেন তারা। অর্থাৎ, কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাই ভারতীয় দলকে লড়াইয়ে ফেরার সুযোগ করে দিলেন টেস্ট বিশ্বকাপ ফাইনালে। গত বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতের রান ৫ উইকেটে ১৫১। আজিঙ্কা রাহানে ২৯ ও ভারত ৫ রানে ব?্যাট করছেন। সংক্ষিপ্ত স্কোর : অস্ট্রেলিয়া ১ম ইনিংস ১২১.৩ ওভারে ৪৬৯ (স্মিথ ১২১, হেড ১৬৩, কেয়ারি ৪৮; সামি ২/১২২, সিরাজ ৪/১০৮, শার্দুল ২/৮৩) ভারত ১ম ইনিংস (আগের দিন ১৫১/৫) ৬৯.৪ ওভারে ২৯৬ ওভারে (রাহানে ৮৯, শার্দুল ঠাকুর ৫১, জাদেজা ৪৮; স্টার্ক ২/৭১, কামিন্স ৩/৮৩, বোল?্যান্ড ২/৫৯, গ্রিন ২/৪৪, লায়ন ১/১৯)

ফলোঅন এড়ালেও বড় ব্যবধানে পিছিয়ে ভারত

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

২য় ইনিংসে রানের জন্য ছুটছেন মার্কাস ও উসমান খাজা

আইসিসি টেস্ট চ?্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার ৪৬৯ রানে জবাবে ভারত অল-আউট হয় ২৯৬ রানে। প্রথম ইনিংসে ১৭৩ রানের এগিয়ে থেকে প্যাট কামিন্সের দল দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামে।

ভারতের হয়ে রাহানে ৮৯, শার্দুল ঠাকুর ৫১ ও জাদেজা ৪৮ রান করেন।

অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স ৩টি, স্টার্ক, বোল্যান্ড ও গ্রিন ২টি করে উইকেট নেন।

টেস্ট বিশ্বকাপ ফাইনালের দ্বিতীয় দিনের শেষে ভারতের ইনিংস পরাজয়ের আশঙ্কা তৈরি হয়েছিল। রোহিত শর্মার দলকে তৃতীয় দিন লড়াইয়ে ফেরালেন অজিঙ্ক রাহানে এবং শার্দুল ঠাকুর। ষষ্ঠ উইকেটে তাদের জুটিতে উঠলো ১১০ রান। তাদের এই লড়াইয়ে অবদান থাকল অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের।

অজি অধিনায়কের বলে এলবিডব্লিউ আউট হয়েছিলেন শার্দুল। ভারতীয় অলরাউন্ডার ডিআরএস চান। তাতেও দেখা যায় তিনি আউট। তবু তিনি আউট হননি। কারণ কামিন্সের বলটি নো বল ছিল।

ঠিক একই কারণে একবার জীবন পেয়েছেন ১৮ মাস পর ভারতীয় দলে ফেরা রাহানেও। তিনি যখন ব্যক্তিগত ১৭ রানে খেলছিলেন, সে সময় কামিন্সের বলে এলবিডব্লিউ হন। এ ক্ষেত্রেও কামিন্স নো-বল করেন।

গতকাল অস্ট্রেলিয়ার ফিল্ডিংও প্রত্যাশিত মানের ছিলনা। একাধিক ক্যাচ ফেললেন অজি ফিল্ডাররা। সিøপেও সহজ ক্যাচ ছাড়লেন তারা। অর্থাৎ, কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাই ভারতীয় দলকে লড়াইয়ে ফেরার সুযোগ করে দিলেন টেস্ট বিশ্বকাপ ফাইনালে।

গত বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতের রান ৫ উইকেটে ১৫১। আজিঙ্কা রাহানে ২৯ ও ভারত ৫ রানে ব?্যাট করছেন।

সংক্ষিপ্ত স্কোর : অস্ট্রেলিয়া ১ম ইনিংস ১২১.৩ ওভারে ৪৬৯ (স্মিথ ১২১, হেড ১৬৩, কেয়ারি ৪৮; সামি ২/১২২, সিরাজ ৪/১০৮, শার্দুল ২/৮৩)

ভারত ১ম ইনিংস (আগের দিন ১৫১/৫) ৬৯.৪ ওভারে ২৯৬ ওভারে (রাহানে ৮৯, শার্দুল ঠাকুর ৫১, জাদেজা ৪৮; স্টার্ক ২/৭১, কামিন্স ৩/৮৩, বোল?্যান্ড ২/৫৯, গ্রিন ২/৪৪, লায়ন ১/১৯)