জকোভিচের রেকর্ড ২৪তম গ্র্যান্ডস্ল্যাম জয়

নোভাক জকোভিচ ইউএস ওপেন জেতার মাধ্যমে মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ডস্ল্যাম জেতার রেকর্ড স্পর্শ করেছেন। গত রোববার নিউইয়র্কে অনুষ্ঠিত ফাইনালে তিনি রাশিয়ার দানিল মেদভেদেভকে ৬-৩, ৭-৬, ৬-৩ গেমে পরাজিত করে চতুর্থবারের মতো ইউএস ওপেন জেতেন। এ নিয়ে তিনি চলতি বছর তিনটি গ্র্যান্ডস্ল্যাম জিতলেন। তার আগে তিনি অস্ট্রেলিয়ান ওপেন এবং ফরাসি ওপেন জিতেছিলেন। চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে সঙ্গে তিনি র‌্যাংকিংয়ের শীর্ষস্থানও পুনঃদখল করেন।

গত ৫৪ বছরে কোন পুরুষ খেলোয়াড় একই বছর চারটি গ্র্যান্ডস্ল্যাম জিততে পারেননি। জকোভিচ এ বছর সে কৃতিত্বের খুব কাছে গিয়েও ব্যর্থ হন। উইম্বল্ডনের ফাইনালে তিনি  কার্লোস আলকারাজের কাছে হেরে গিয়েছিলেন। তবে ইউএস ওপেনের ফাইনালে তিনি আর ব্যর্থ হননি। জিতে নিয়েছেন নিজের ক্যারিয়ারের ২৪তম গ্র্যান্ডস্ল্যাম।

জকোভিচ বলেন, ‘আমার কাছে এটা বিশ্ব জয়ের সমান। আমি শিশুকাল থেকেই এমন একটি স্বপ্ন দেখে আসছিলাম। টেনিসে ইতিহাস গড়া সত্যিই অসাধারণ। এ অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। আমি যখন সাত-আট বছরের তখনই বিশ্বসেরা টেনিস খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখি।’

জকোভিচের বর্তমান বয়স ৩৬ বছর। এত বয়সে এর আগে কেউই ইউএস ওপেন জিততে পারেনি। তিনি এবার জিতলেন বেশ দাপটের সঙ্গেই। তবে এখনই অবসর নেয়ার কোন চিন্তা তিনি করছেন না। অবসর সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি হেসে বলেন, ‘একটা সময়তো আমাকে অবসর নিতেই হবে। দেখা যাক আরও ২৩-২৪ বছর। আমি আশা করছি আমাকে আরও কিছুটা সময় আপনারা কোর্টে দেখতে পাবেন। আমি আরো গ্র্যান্ডস্ল্যাম জিততে চাই।’

ম্যাচ শেষে তিনি সামনে ‘মাম্বা ফরএভার’ এবং পেছনে ‘২৪’ লেখা জার্সি গায়ে দিয়ে জয়োৎসব করেন। এর মাধ্যমে তিনি নিজের ২৪তম গ্র্যান্ডস্ল্যাম বিজয় এবং লস অ্যাঞ্জেলসের বিখ্যাত খেলোয়াড় কোবে ব্রায়ান্টকে স্মরণ করেন। কোবে ব্রায়ান্ট হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তিনিও ২৪ নম্বর জার্সি গায়ে লসঅ্যালেঞ্জস লেকারের হয়ে বাস্কেটবল খেলতেন।

মেদভেদেভ এর আগে ইউএস ওপেনের ফাইনালে জকোভিচকে পরাজিত করলেও এবার মোটেও সুবিধা করতে পারেননি। দ্বিতীয় সেটে তিনি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও টাইব্রেকারে হেরে যান।

মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ , ২৮ ভাদ্র ১৪৩০, ২৬ সফর ১৪৪৫

জকোভিচের রেকর্ড ২৪তম গ্র্যান্ডস্ল্যাম জয়

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

নোভাক জকোভিচ ইউএস ওপেন জেতার মাধ্যমে মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ডস্ল্যাম জেতার রেকর্ড স্পর্শ করেছেন। গত রোববার নিউইয়র্কে অনুষ্ঠিত ফাইনালে তিনি রাশিয়ার দানিল মেদভেদেভকে ৬-৩, ৭-৬, ৬-৩ গেমে পরাজিত করে চতুর্থবারের মতো ইউএস ওপেন জেতেন। এ নিয়ে তিনি চলতি বছর তিনটি গ্র্যান্ডস্ল্যাম জিতলেন। তার আগে তিনি অস্ট্রেলিয়ান ওপেন এবং ফরাসি ওপেন জিতেছিলেন। চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে সঙ্গে তিনি র‌্যাংকিংয়ের শীর্ষস্থানও পুনঃদখল করেন।

গত ৫৪ বছরে কোন পুরুষ খেলোয়াড় একই বছর চারটি গ্র্যান্ডস্ল্যাম জিততে পারেননি। জকোভিচ এ বছর সে কৃতিত্বের খুব কাছে গিয়েও ব্যর্থ হন। উইম্বল্ডনের ফাইনালে তিনি  কার্লোস আলকারাজের কাছে হেরে গিয়েছিলেন। তবে ইউএস ওপেনের ফাইনালে তিনি আর ব্যর্থ হননি। জিতে নিয়েছেন নিজের ক্যারিয়ারের ২৪তম গ্র্যান্ডস্ল্যাম।

জকোভিচ বলেন, ‘আমার কাছে এটা বিশ্ব জয়ের সমান। আমি শিশুকাল থেকেই এমন একটি স্বপ্ন দেখে আসছিলাম। টেনিসে ইতিহাস গড়া সত্যিই অসাধারণ। এ অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। আমি যখন সাত-আট বছরের তখনই বিশ্বসেরা টেনিস খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখি।’

জকোভিচের বর্তমান বয়স ৩৬ বছর। এত বয়সে এর আগে কেউই ইউএস ওপেন জিততে পারেনি। তিনি এবার জিতলেন বেশ দাপটের সঙ্গেই। তবে এখনই অবসর নেয়ার কোন চিন্তা তিনি করছেন না। অবসর সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি হেসে বলেন, ‘একটা সময়তো আমাকে অবসর নিতেই হবে। দেখা যাক আরও ২৩-২৪ বছর। আমি আশা করছি আমাকে আরও কিছুটা সময় আপনারা কোর্টে দেখতে পাবেন। আমি আরো গ্র্যান্ডস্ল্যাম জিততে চাই।’

ম্যাচ শেষে তিনি সামনে ‘মাম্বা ফরএভার’ এবং পেছনে ‘২৪’ লেখা জার্সি গায়ে দিয়ে জয়োৎসব করেন। এর মাধ্যমে তিনি নিজের ২৪তম গ্র্যান্ডস্ল্যাম বিজয় এবং লস অ্যাঞ্জেলসের বিখ্যাত খেলোয়াড় কোবে ব্রায়ান্টকে স্মরণ করেন। কোবে ব্রায়ান্ট হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তিনিও ২৪ নম্বর জার্সি গায়ে লসঅ্যালেঞ্জস লেকারের হয়ে বাস্কেটবল খেলতেন।

মেদভেদেভ এর আগে ইউএস ওপেনের ফাইনালে জকোভিচকে পরাজিত করলেও এবার মোটেও সুবিধা করতে পারেননি। দ্বিতীয় সেটে তিনি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও টাইব্রেকারে হেরে যান।