দুলাল কৃষ্ণ সাহা ৩১ আগস্ট সাধারণ বীমা করপোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। তার যোগদানের তারিখ অর্থাৎ ৩১ আগস্ট ২০২৩ তারিখ থেকে তাকে ৩ (তিন) বছরের জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিয়োগ প্রদান করা হয়েছে।
তিনি প্রায় দুই বছর প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে নির্বাহী চেয়ারম্যান (সচিব) হিসেবে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষে (ঘঝউঅ) দায়িত্ব পালন করেন। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দুই বছরের বেশি সময় দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচালক, রাজউকের আইন কর্মকর্তা ও সচিব এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি একজন অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, চার্জ অফিসার, ম্যাজিস্ট্রেট পিডিবি, ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী কমিশনার এবং বিভিন্ন জেলা ও উপজেলায় সহকারী কমিশনার ছিলেন। তিনি ৯ম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা (১৯৮৮-৮৯) এবং ১৯৯১ সালের জানুয়ারিতে রংপুর কালেক্টরেটের সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন।
চাকরিতে থাকাকালীন তিনি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেক স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি জাপান, ইতালি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বিদেশি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস ডিগ্রি অর্জন করেন। Ñসংবাদ বিজ্ঞপ্তি।
বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ , ২৯ ভাদ্র ১৪৩০, ২৭ সফর ১৪৪৫
দুলাল কৃষ্ণ সাহা ৩১ আগস্ট সাধারণ বীমা করপোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। তার যোগদানের তারিখ অর্থাৎ ৩১ আগস্ট ২০২৩ তারিখ থেকে তাকে ৩ (তিন) বছরের জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিয়োগ প্রদান করা হয়েছে।
তিনি প্রায় দুই বছর প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে নির্বাহী চেয়ারম্যান (সচিব) হিসেবে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষে (ঘঝউঅ) দায়িত্ব পালন করেন। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দুই বছরের বেশি সময় দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচালক, রাজউকের আইন কর্মকর্তা ও সচিব এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি একজন অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, চার্জ অফিসার, ম্যাজিস্ট্রেট পিডিবি, ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী কমিশনার এবং বিভিন্ন জেলা ও উপজেলায় সহকারী কমিশনার ছিলেন। তিনি ৯ম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা (১৯৮৮-৮৯) এবং ১৯৯১ সালের জানুয়ারিতে রংপুর কালেক্টরেটের সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন।
চাকরিতে থাকাকালীন তিনি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেক স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি জাপান, ইতালি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বিদেশি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস ডিগ্রি অর্জন করেন। Ñসংবাদ বিজ্ঞপ্তি।