আগের দুই কার্যদিবস পতন হলেও গতকাল উত্থানে ফিরেছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। বেড়েছে শতাধিক কোম্পানির শেয়ার ও ইউনিট দর।
গতকাল শেয়ারবাজার উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বীমা খাত। এই খাতের ৫৭টি কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৭টির। এছাড়া খাদ্য খাতের ১০টি, তথ্যপ্রযুক্তি খাতের ৮টি, বিবিধ খাতের ৯টি এবং পেপার খাতের ৫টি কোম্পানি শেয়ারবাজার উত্থানে ভূমিকা রেখেছে।
গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৩০০.৫৬ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস ২.৪১ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৫.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৬৪.২৬ পয়েন্টে ও দুই হাজার ১৩৩.৯৬ পয়েন্টে।
ডিএসইতে ২৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১৮টির বা ৩৯.৬০ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ২৯টির বা ৯.৭৩ শতাংশের এবং ১৫১টির বা ৫০.৬৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে গতকাল ৫২২ কোটি ৭৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৭৬ কোটি ৭৪ লাখ টাকা বেশি । আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪৪৬ কোটি ০২ লাখ টাকার।
এদিন শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২৬.২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬১৭.১৭ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১৫.৮৫ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৪.৫১ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ১.১৭ পয়েন্ট ও সিএসআই ০.৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১৩০.৫৭ পয়েন্টে, ১৩ হাজার ৩৭৩.৬৬ পয়েন্টে, এক হাজার ৩০৫.৫৭ পয়েন্টে এবং এক হাজার ১৭১.১৭ পয়েন্টে।
গতকাল সিএসইতে ১৯০টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ২৬টির আর অপরিবর্তিত রয়েছে ৯৯টি প্রতিষ্ঠানের। এদিন সিএসইতে ১৫ কোটি ৩৭ লাখ টাকার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইর ব্লক মার্কেটে মোট ৪৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭৫ লাখ ৭৩ হাজার ৯৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৯ কোটি ৩৫ লাখ টাকা। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সোনালী পেপার লিমিটেডের। কোম্পানিটি ৪৯ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ব্রাক ব্যাংক ৫ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৪ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছেÑ আলহাজ্ব টেক্সটাইল ২ কোটি ৫ লাখ, বিকন ফার্মা ২ কোটি ২ লাখ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও এমারেল্ড অয়েল ২ কোটি ৯৩ লাখ, ফাইন ফুডস ১ কোটি ৩২ লাখ, এইচ.আর টেক্সটাইল ২ কোটি ৯০ লাখ, আইপিডিসি ফিন্যান্স ১ কোটি ৪ লাখ, লুবরেফবিডি ১ কোটি ৯ লাখ, সি পার্ল বিচ ৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
গতকাল ডিএসই লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৮টির বা ৩৯.৬০ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।
আগের কার্যদিবসে মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫২.২০ টাকা। গতকাল লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫৭.৪০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৫.২০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মিরাকল ইন্ডাস্ট্রিজ ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যেÑ ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯.৯০ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৯.৮৫ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৬.৮৬ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৬.৬৫ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৬.২৬ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৬.২২ শতাংশ, সোনালী পেপারের ৫.৫৮ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫.১২ শতাংশ এবং মনোস্পুল পেপারের শেয়ার দর ৪.৮৯ শতাংশ বেড়েছে।
গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৯টির বা ৯.৭৩ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।
আগের কার্যদিবসে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১৬.৫০ টাকা। গতকাল লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১১৩.৫০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ২.৫৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে লিগ্যাসি ফুটওয়্যার ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যেÑ এমবি ফার্মার ২.৫৬ শতাংশ, তশরিফার ২.৩৭ শতাংশ, আনলিমা ইয়ার্নের ১.৭৯ শতাংশ, এডিএন টেলিকমের ১.৬৭ শতাংশ, ওয়াইম্যাক্সের ১.৪৫ শতাংশ, জুট স্পিনার্সের ১.২১ শতাংশ, পূবালী ব্যাংকের ১.১০ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ০.৯৯ শতাংশ এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ০.৯৩ শতাংশ কমেছে।
বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ , ২৯ ভাদ্র ১৪৩০, ২৭ সফর ১৪৪৫
অর্থনৈতিক বার্তা পরিবেশক
আগের দুই কার্যদিবস পতন হলেও গতকাল উত্থানে ফিরেছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। বেড়েছে শতাধিক কোম্পানির শেয়ার ও ইউনিট দর।
গতকাল শেয়ারবাজার উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বীমা খাত। এই খাতের ৫৭টি কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৭টির। এছাড়া খাদ্য খাতের ১০টি, তথ্যপ্রযুক্তি খাতের ৮টি, বিবিধ খাতের ৯টি এবং পেপার খাতের ৫টি কোম্পানি শেয়ারবাজার উত্থানে ভূমিকা রেখেছে।
গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৩০০.৫৬ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস ২.৪১ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৫.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৬৪.২৬ পয়েন্টে ও দুই হাজার ১৩৩.৯৬ পয়েন্টে।
ডিএসইতে ২৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১৮টির বা ৩৯.৬০ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ২৯টির বা ৯.৭৩ শতাংশের এবং ১৫১টির বা ৫০.৬৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে গতকাল ৫২২ কোটি ৭৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৭৬ কোটি ৭৪ লাখ টাকা বেশি । আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪৪৬ কোটি ০২ লাখ টাকার।
এদিন শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২৬.২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬১৭.১৭ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১৫.৮৫ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৪.৫১ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ১.১৭ পয়েন্ট ও সিএসআই ০.৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১৩০.৫৭ পয়েন্টে, ১৩ হাজার ৩৭৩.৬৬ পয়েন্টে, এক হাজার ৩০৫.৫৭ পয়েন্টে এবং এক হাজার ১৭১.১৭ পয়েন্টে।
গতকাল সিএসইতে ১৯০টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ২৬টির আর অপরিবর্তিত রয়েছে ৯৯টি প্রতিষ্ঠানের। এদিন সিএসইতে ১৫ কোটি ৩৭ লাখ টাকার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইর ব্লক মার্কেটে মোট ৪৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭৫ লাখ ৭৩ হাজার ৯৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৯ কোটি ৩৫ লাখ টাকা। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সোনালী পেপার লিমিটেডের। কোম্পানিটি ৪৯ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ব্রাক ব্যাংক ৫ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৪ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছেÑ আলহাজ্ব টেক্সটাইল ২ কোটি ৫ লাখ, বিকন ফার্মা ২ কোটি ২ লাখ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও এমারেল্ড অয়েল ২ কোটি ৯৩ লাখ, ফাইন ফুডস ১ কোটি ৩২ লাখ, এইচ.আর টেক্সটাইল ২ কোটি ৯০ লাখ, আইপিডিসি ফিন্যান্স ১ কোটি ৪ লাখ, লুবরেফবিডি ১ কোটি ৯ লাখ, সি পার্ল বিচ ৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
গতকাল ডিএসই লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৮টির বা ৩৯.৬০ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।
আগের কার্যদিবসে মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫২.২০ টাকা। গতকাল লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫৭.৪০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৫.২০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মিরাকল ইন্ডাস্ট্রিজ ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যেÑ ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯.৯০ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৯.৮৫ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৬.৮৬ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৬.৬৫ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৬.২৬ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৬.২২ শতাংশ, সোনালী পেপারের ৫.৫৮ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫.১২ শতাংশ এবং মনোস্পুল পেপারের শেয়ার দর ৪.৮৯ শতাংশ বেড়েছে।
গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৯টির বা ৯.৭৩ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।
আগের কার্যদিবসে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১৬.৫০ টাকা। গতকাল লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১১৩.৫০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ২.৫৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে লিগ্যাসি ফুটওয়্যার ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যেÑ এমবি ফার্মার ২.৫৬ শতাংশ, তশরিফার ২.৩৭ শতাংশ, আনলিমা ইয়ার্নের ১.৭৯ শতাংশ, এডিএন টেলিকমের ১.৬৭ শতাংশ, ওয়াইম্যাক্সের ১.৪৫ শতাংশ, জুট স্পিনার্সের ১.২১ শতাংশ, পূবালী ব্যাংকের ১.১০ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ০.৯৯ শতাংশ এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ০.৯৩ শতাংশ কমেছে।