উত্তর আমেরিকার চলচ্চিত্র উৎসবে ‘সাঁতাও’ ও ‘পেটকাটা ষ’

আগামী ১২ থেকে ২২ অক্টোবর উত্তর আমেরিকার সিয়াটল শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাসভির সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভালের ১৮তম আসর। খন্দকার সুমনের ‘সাঁতাও’ এবং নুহাশ হুমায়ূনের ‘পেটকাটা ষ’ চলচ্চিত্র দুইটি এবারের আসরে মনোনীত হয়েছে।

উৎসব পরিচালক রীতা মেহের বলেন, এই বছর তাসভির সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভাল অস্কার কোয়ালিফাইড স্ট্যাটাস অর্জন করেছে। সে জন্য বিশাল সংখ্যক চলচ্চিত্র জমা পড়ায় আমাদের নির্বাচন প্রক্রিয়া অন্যান্য আসরের থেকে ব্যতিক্রমী এবং অত্যন্ত প্রতিযোগিতামূলক ছিল। বাংলাদেশের চলচ্চিত্র দুইটি এর মাঝে থেকে মনোনীত হতে পারায় আমি অভিনন্দন জানাই।

‘সাঁতাও’ চলচ্চিত্রের পরিচালক খন্দকার সুমন বলেন, ২০১৬ সালে আমার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পৌনঃপুনিক’ তাসভির সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভালের ১১তম আসরে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে মনোনীত হয়েছিল। সাত বছর পর উৎসবটির ১৮তম আসরে আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাঁতাও’ মনোনীত হয়েছে। বিষয়টি আমার জন্য বিশেষ আনন্দের। একই সাথে আরেকটি আনন্দের সংবাদ জানাই, আগামী ১৩ অক্টোবর বায়স্কোপে ‘সাঁতাও’-এর ওটিটি প্রিমিয়ার হতে যাচ্ছে।’

কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্ঠীর সুখ-দুঃখ, হাসি-কান্নায় গল্প চলচ্চিত্রের পর্দায় হাজির করেছে চলচ্চিত্র ‘সাঁতাও’। গণ-অর্থায়নে নির্মিত চলচ্চিত্র ‘সাঁতাও’-এর মূল চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল, ফজলুল হক। ‘সাঁতাও’ চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন খন্দকার সুমন।

বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ , ২৯ ভাদ্র ১৪৩০, ২৭ সফর ১৪৪৫

উত্তর আমেরিকার চলচ্চিত্র উৎসবে ‘সাঁতাও’ ও ‘পেটকাটা ষ’

বিনোদন প্রতিবেদক

image

আগামী ১২ থেকে ২২ অক্টোবর উত্তর আমেরিকার সিয়াটল শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাসভির সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভালের ১৮তম আসর। খন্দকার সুমনের ‘সাঁতাও’ এবং নুহাশ হুমায়ূনের ‘পেটকাটা ষ’ চলচ্চিত্র দুইটি এবারের আসরে মনোনীত হয়েছে।

উৎসব পরিচালক রীতা মেহের বলেন, এই বছর তাসভির সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভাল অস্কার কোয়ালিফাইড স্ট্যাটাস অর্জন করেছে। সে জন্য বিশাল সংখ্যক চলচ্চিত্র জমা পড়ায় আমাদের নির্বাচন প্রক্রিয়া অন্যান্য আসরের থেকে ব্যতিক্রমী এবং অত্যন্ত প্রতিযোগিতামূলক ছিল। বাংলাদেশের চলচ্চিত্র দুইটি এর মাঝে থেকে মনোনীত হতে পারায় আমি অভিনন্দন জানাই।

‘সাঁতাও’ চলচ্চিত্রের পরিচালক খন্দকার সুমন বলেন, ২০১৬ সালে আমার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পৌনঃপুনিক’ তাসভির সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভালের ১১তম আসরে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে মনোনীত হয়েছিল। সাত বছর পর উৎসবটির ১৮তম আসরে আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাঁতাও’ মনোনীত হয়েছে। বিষয়টি আমার জন্য বিশেষ আনন্দের। একই সাথে আরেকটি আনন্দের সংবাদ জানাই, আগামী ১৩ অক্টোবর বায়স্কোপে ‘সাঁতাও’-এর ওটিটি প্রিমিয়ার হতে যাচ্ছে।’

কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্ঠীর সুখ-দুঃখ, হাসি-কান্নায় গল্প চলচ্চিত্রের পর্দায় হাজির করেছে চলচ্চিত্র ‘সাঁতাও’। গণ-অর্থায়নে নির্মিত চলচ্চিত্র ‘সাঁতাও’-এর মূল চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল, ফজলুল হক। ‘সাঁতাও’ চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন খন্দকার সুমন।