খেলোয়াড়দের সঙ্গে ‘ওয়ান টু ওয়ান’ কথা বললেন হাথুরুসিংহে

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে তিনদিনের বিশ্রাম পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। গতকাল ছিল বিশ্রামের তৃতীয় ও শেষ দিন। সুপার ফোরে শ্রীলঙ্কার কাছে হারের পর ৫ দিন বিরতি পেয়েছে। শেষ ম্যাচ শুক্রবার ভারতের বিপক্ষে। গতকাল ছুটি শেষ হওয়ার পর আজ থেকে দুই দিন অনুশীলনের সুযোগ পাবেন সাকিবরা।

গতকাল সকালে ক্রিকেটারদের নিয়ে বসেছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সেখানে হাথুরুসিংহে ওয়ান টু ওয়ান মিটিং করেছেন প্রত্যেকের সঙ্গে। কোথায় সমস্যা হচ্ছে, কোথায় ঘাটতি সেটা জেনে সমাধানের পথ বলে দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দলের সঙ্গে কলম্বোয় থাকা ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘ক্রিকেটাররা লাইনচ্যুত হয়ে গেছে কী না আমি দেখি না। তারা নিজেরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে। আজকে কোচের সঙ্গে ওয়ান টু ওয়ান আলোচনা ছিল। প্রত্যেক প্লেয়ারের সঙ্গে মিটিং ছিল। তারা আলাপ করেছে। সমস্যা নিয়ে কোচের সঙ্গে তারা আলাপ করেছে। কোচের কাছে শেয়ার করেছে তারা। কী সমস্যা আছে তাও ধরিয়ে দেয়া হয়েছে। এটার প্রতিফলন আগামী ম্যাচে পাওয়া যাবে।’

ক্রিকেটারদের হতাশাজনক পারফরম্যান্সের কারণ হিসেবে জালাল ইউনুস বলেছেন, ‘আমি আগেই বলেছি, চোট একটা কারণ। আর সেট টিম থেকে আমরা সরে এসেছি। যাদের দিয়ে ওপেনিং করানোর কথা ছিল, তাদের আমরা পাইনি। মাঝখানে শান্তর চোটের কারণে দলের ওপর প্রভাব পড়েছে। ফলে টিম ব্যালেন্স করতে সমস্যা হয়েছে। আমরা মিরাজকে মেকশিফট ওপেনার হিসেবে খেলিয়েছি। আফগানিস্তান ম্যাচের পর আবার বলেছিল, মিরাজ কেন ওপেনিংয়ে, ওকে নিচের দিকে নিয়ে এসো। যেহেতু আফগানিস্তানের বিপক্ষে ভালো খেলেছে, এজন্যই পরে ওপেনিং করানো হয়েছে। কোচ যেটা মনে করেছে যে, নাঈমও কয়েকটা ম্যাচ খেলছে, সে ম্যাচের মধ্যে আছে, সেই জায়গাটা কোচ পরিবর্তন করতে চায়নি। সেখানেই তাকে আরেকটা সুযোগ দেয়া হয়েছে।’

টিম মিটিংয়ে অধিনায়ক না থাকায় কোন সমস্যা দেখছেন না জালাল, ‘অধিনায়ক আসছে। দুই তিন দিনের জন্য গেছে। এখানে অধিনায়কের অনুপস্থিতি খুব একটা সমস্যা হচ্ছে না। এসেই হয়তো আমাদের সঙ্গে আলাপ-আলোচনা করবে। আশা করছি, তাকে আমরা আজ পেয়ে যাবো।’

সুপার ফোরের প্রথম দুই ম্যাচে হেরে যাওয়াতে কার্যত টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশ। ১৫ সেপ্টেম্বর প্রেমাদাসা স্টেডিয়ামে শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মুখোমুখি হবে সাকিব বাহিনী।

বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ , ২৯ ভাদ্র ১৪৩০, ২৭ সফর ১৪৪৫

খেলোয়াড়দের সঙ্গে ‘ওয়ান টু ওয়ান’ কথা বললেন হাথুরুসিংহে

ক্রীড়া বার্তা পরিবেশক

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে তিনদিনের বিশ্রাম পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। গতকাল ছিল বিশ্রামের তৃতীয় ও শেষ দিন। সুপার ফোরে শ্রীলঙ্কার কাছে হারের পর ৫ দিন বিরতি পেয়েছে। শেষ ম্যাচ শুক্রবার ভারতের বিপক্ষে। গতকাল ছুটি শেষ হওয়ার পর আজ থেকে দুই দিন অনুশীলনের সুযোগ পাবেন সাকিবরা।

গতকাল সকালে ক্রিকেটারদের নিয়ে বসেছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সেখানে হাথুরুসিংহে ওয়ান টু ওয়ান মিটিং করেছেন প্রত্যেকের সঙ্গে। কোথায় সমস্যা হচ্ছে, কোথায় ঘাটতি সেটা জেনে সমাধানের পথ বলে দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দলের সঙ্গে কলম্বোয় থাকা ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘ক্রিকেটাররা লাইনচ্যুত হয়ে গেছে কী না আমি দেখি না। তারা নিজেরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে। আজকে কোচের সঙ্গে ওয়ান টু ওয়ান আলোচনা ছিল। প্রত্যেক প্লেয়ারের সঙ্গে মিটিং ছিল। তারা আলাপ করেছে। সমস্যা নিয়ে কোচের সঙ্গে তারা আলাপ করেছে। কোচের কাছে শেয়ার করেছে তারা। কী সমস্যা আছে তাও ধরিয়ে দেয়া হয়েছে। এটার প্রতিফলন আগামী ম্যাচে পাওয়া যাবে।’

ক্রিকেটারদের হতাশাজনক পারফরম্যান্সের কারণ হিসেবে জালাল ইউনুস বলেছেন, ‘আমি আগেই বলেছি, চোট একটা কারণ। আর সেট টিম থেকে আমরা সরে এসেছি। যাদের দিয়ে ওপেনিং করানোর কথা ছিল, তাদের আমরা পাইনি। মাঝখানে শান্তর চোটের কারণে দলের ওপর প্রভাব পড়েছে। ফলে টিম ব্যালেন্স করতে সমস্যা হয়েছে। আমরা মিরাজকে মেকশিফট ওপেনার হিসেবে খেলিয়েছি। আফগানিস্তান ম্যাচের পর আবার বলেছিল, মিরাজ কেন ওপেনিংয়ে, ওকে নিচের দিকে নিয়ে এসো। যেহেতু আফগানিস্তানের বিপক্ষে ভালো খেলেছে, এজন্যই পরে ওপেনিং করানো হয়েছে। কোচ যেটা মনে করেছে যে, নাঈমও কয়েকটা ম্যাচ খেলছে, সে ম্যাচের মধ্যে আছে, সেই জায়গাটা কোচ পরিবর্তন করতে চায়নি। সেখানেই তাকে আরেকটা সুযোগ দেয়া হয়েছে।’

টিম মিটিংয়ে অধিনায়ক না থাকায় কোন সমস্যা দেখছেন না জালাল, ‘অধিনায়ক আসছে। দুই তিন দিনের জন্য গেছে। এখানে অধিনায়কের অনুপস্থিতি খুব একটা সমস্যা হচ্ছে না। এসেই হয়তো আমাদের সঙ্গে আলাপ-আলোচনা করবে। আশা করছি, তাকে আমরা আজ পেয়ে যাবো।’

সুপার ফোরের প্রথম দুই ম্যাচে হেরে যাওয়াতে কার্যত টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশ। ১৫ সেপ্টেম্বর প্রেমাদাসা স্টেডিয়ামে শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মুখোমুখি হবে সাকিব বাহিনী।