দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গতকাল প্রধান সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবস তুলনায় গতকাল লেনদেন পরিমাণ বেড়েছে। লেনদেন বেড়ে ছয়শ’ কোটি টাকার ঘরে এসেছে। এদিন ক্রেতার চাপ বেড়েছে। এতে কোম্পানিগুলোর শেয়ার দর পতনের চেয়ে উত্থান বেশি হয়েছে।
গতকালের উত্থান লেনদেনে চমক দেখিয়েছে বীমা খাতের কোম্পানির শেয়ার। খাতটির কোম্পানিগুলোর শেয়ার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ সবচেয়ে ছিল। এতে বীমার ওপরে ভর করে সূচকের উত্থান। বেড়েছে লেনদেন। এদিন বীমার খাতের ৬৫ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। অর্থাৎ এদিন ৫৭টি কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৭টির। দর কমেছে ১২টির। অপরিবর্তিত ৮টির।
গতকাল ডিএসইতে ৬৬২ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৬১০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৪ দশমিক ৮৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৭ দশমিক ৫৯ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক দশমিক ৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৩ দশমিক ৪৪ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৪টি এবং কমেছে ৭৩টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৬২টির। এদিন ডিএসইতে ফু-ওয়াং ফুডের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন কোম্পানিটি ৫০ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ২৩ দশমিক ৯৫ শতাংশ, জেমিনি সি ফুডের ২২ কোটি ৫০ লাখ টাকা, সিভিও পেট্রোলিয়ামের ২২ কোটি ২২ লাখ টাকা, ইউনিক হোটেলের ১৯ কোটি ২০ লাখ টাকা, ইস্টার্ন হাউজিংয়ের ১৮ কোটি ৭৭ লাখ টাকা, মিরাকল ইন্ডাস্ট্রিজের ১৭ কোটি ৭ লাখ টাকা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১৫ কোটি ৫৫ লাখ টাকা, মেঘনা লাইফ ইন্ডাস্ট্রিজের ১৪ কোটি ৭০ লাখ টাকা এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
অন্যদিকে, সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ১২ কোটি ৩৪ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস মঙ্গলবার ১৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৬টি, কমেছে ৪৭টি এবং পরিবর্তন হয়নি ৮৪টির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৪ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৩১ দশমিক ৮৩ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ৮২ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১০ দশমিক ১২ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৮ দশমিক ৮৮ পয়েন্ট এবং সিএসআই সূচক দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩০৬ দশমিক ৩৯ পয়েন্টে, ১৩ হাজার ৩৮৩ দশমিক ৭৮ পয়েন্টে, ১১ হাজার ১৩৯ দশমিক ৪৫ পয়েন্টে এবং ১ হাজার ১৭০ দশমিক ৭৮ পয়েন্টে।
এদিন সিএসইতে সি পার্ল বিচের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন সি পার্ল বিচের ১ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে ড্যাফোডিল কম্পিউটার্সের ১ কোটি ৫৫ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ১ কোটি ৩৭ লাখ টাকা, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ১ কোটি ২৪ লাখ টাকা, ফু-ওয়াং ফুডের ৯২ লাখ টাকা, এমারেল্ড অয়েলের ৮৩ লাখ টাকা, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৮০ লাখ টাকা, লার্ফাজ-হোলসিমের ৮০ লাখ টাকা, সিভিও পেট্রোলিয়ামের ২০ লাখ টাকা এবং ব্যাংক এশিয়ার ২০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৩টির বা ২২.৮৮ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ফু-ওয়াং ফুডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবসে ফু-ওয়াং ফুডের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৮.৫০ টাকা। গতকাল লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৫.৬০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২.৯০ টাকা বা ৭.৫৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে ফু-ওয়াং ফুড ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যেÑ লিগ্যাসি ফুটওয়্যারের ৭.৪০ শতাংশ, খান ব্রাদার্সের ৫.৩০ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৩.২৮ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৩.২২ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৩.০৭ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ২.৯৪ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ২.৯৩ শতাংশ, নাভানা ফার্মার ২.৮৯ শতাংশ এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ২.৮৯ শতাংশ কমেছে।
বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ , ৩০ ভাদ্র ১৪৩০, ২৮ সফর ১৪৪৫
অর্থনৈতিক বার্তা পরিবেশক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গতকাল প্রধান সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবস তুলনায় গতকাল লেনদেন পরিমাণ বেড়েছে। লেনদেন বেড়ে ছয়শ’ কোটি টাকার ঘরে এসেছে। এদিন ক্রেতার চাপ বেড়েছে। এতে কোম্পানিগুলোর শেয়ার দর পতনের চেয়ে উত্থান বেশি হয়েছে।
গতকালের উত্থান লেনদেনে চমক দেখিয়েছে বীমা খাতের কোম্পানির শেয়ার। খাতটির কোম্পানিগুলোর শেয়ার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ সবচেয়ে ছিল। এতে বীমার ওপরে ভর করে সূচকের উত্থান। বেড়েছে লেনদেন। এদিন বীমার খাতের ৬৫ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। অর্থাৎ এদিন ৫৭টি কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৭টির। দর কমেছে ১২টির। অপরিবর্তিত ৮টির।
গতকাল ডিএসইতে ৬৬২ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৬১০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৪ দশমিক ৮৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৭ দশমিক ৫৯ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক দশমিক ৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৩ দশমিক ৪৪ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৪টি এবং কমেছে ৭৩টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৬২টির। এদিন ডিএসইতে ফু-ওয়াং ফুডের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন কোম্পানিটি ৫০ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ২৩ দশমিক ৯৫ শতাংশ, জেমিনি সি ফুডের ২২ কোটি ৫০ লাখ টাকা, সিভিও পেট্রোলিয়ামের ২২ কোটি ২২ লাখ টাকা, ইউনিক হোটেলের ১৯ কোটি ২০ লাখ টাকা, ইস্টার্ন হাউজিংয়ের ১৮ কোটি ৭৭ লাখ টাকা, মিরাকল ইন্ডাস্ট্রিজের ১৭ কোটি ৭ লাখ টাকা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১৫ কোটি ৫৫ লাখ টাকা, মেঘনা লাইফ ইন্ডাস্ট্রিজের ১৪ কোটি ৭০ লাখ টাকা এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
অন্যদিকে, সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ১২ কোটি ৩৪ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস মঙ্গলবার ১৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৬টি, কমেছে ৪৭টি এবং পরিবর্তন হয়নি ৮৪টির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৪ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৩১ দশমিক ৮৩ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ৮২ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১০ দশমিক ১২ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৮ দশমিক ৮৮ পয়েন্ট এবং সিএসআই সূচক দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩০৬ দশমিক ৩৯ পয়েন্টে, ১৩ হাজার ৩৮৩ দশমিক ৭৮ পয়েন্টে, ১১ হাজার ১৩৯ দশমিক ৪৫ পয়েন্টে এবং ১ হাজার ১৭০ দশমিক ৭৮ পয়েন্টে।
এদিন সিএসইতে সি পার্ল বিচের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন সি পার্ল বিচের ১ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে ড্যাফোডিল কম্পিউটার্সের ১ কোটি ৫৫ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ১ কোটি ৩৭ লাখ টাকা, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ১ কোটি ২৪ লাখ টাকা, ফু-ওয়াং ফুডের ৯২ লাখ টাকা, এমারেল্ড অয়েলের ৮৩ লাখ টাকা, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৮০ লাখ টাকা, লার্ফাজ-হোলসিমের ৮০ লাখ টাকা, সিভিও পেট্রোলিয়ামের ২০ লাখ টাকা এবং ব্যাংক এশিয়ার ২০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৩টির বা ২২.৮৮ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ফু-ওয়াং ফুডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবসে ফু-ওয়াং ফুডের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৮.৫০ টাকা। গতকাল লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৫.৬০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২.৯০ টাকা বা ৭.৫৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে ফু-ওয়াং ফুড ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যেÑ লিগ্যাসি ফুটওয়্যারের ৭.৪০ শতাংশ, খান ব্রাদার্সের ৫.৩০ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৩.২৮ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৩.২২ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৩.০৭ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ২.৯৪ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ২.৯৩ শতাংশ, নাভানা ফার্মার ২.৮৯ শতাংশ এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ২.৮৯ শতাংশ কমেছে।