ব্র্যাক ব্যাংক এবং এসএমই ফাউন্ডেশন মিলে যৌথভাবে পার্বত্য চট্টগ্রামের উদীয়মান নারী উদ্যোক্তাদের জন্য এই অঞ্চলের ঐতিহ্যবাহী তাঁত শিল্পের ওপর একটি পণ্য-উদ্ভাবন বিষয়ক কর্মশালার আয়োজন করেছে। পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী টেক্সটাইল পণ্যকে মূলধারার বাজারে নিয়ে আসার লক্ষ্যে এসএমই খাতে বিশেষভাবে নিবেদিত এই দুটি প্রতিষ্ঠান এমন উদ্যোগ গ্রহণ করেছে। রাঙ্গামাটিতে জন্ম নেয়া আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন ডিজাইনার তেনজিং চাকমার তত্ত্বাবধানে পরিচালিত ২৯ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত রাঙ্গামাটিতে আয়োজিত পাঁচ দিনব্যাপী এই কর্মশালায় রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলার মোট ৩১ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ , ৩০ ভাদ্র ১৪৩০, ২৮ সফর ১৪৪৫
ব্র্যাক ব্যাংক এবং এসএমই ফাউন্ডেশন মিলে যৌথভাবে পার্বত্য চট্টগ্রামের উদীয়মান নারী উদ্যোক্তাদের জন্য এই অঞ্চলের ঐতিহ্যবাহী তাঁত শিল্পের ওপর একটি পণ্য-উদ্ভাবন বিষয়ক কর্মশালার আয়োজন করেছে। পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী টেক্সটাইল পণ্যকে মূলধারার বাজারে নিয়ে আসার লক্ষ্যে এসএমই খাতে বিশেষভাবে নিবেদিত এই দুটি প্রতিষ্ঠান এমন উদ্যোগ গ্রহণ করেছে। রাঙ্গামাটিতে জন্ম নেয়া আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন ডিজাইনার তেনজিং চাকমার তত্ত্বাবধানে পরিচালিত ২৯ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত রাঙ্গামাটিতে আয়োজিত পাঁচ দিনব্যাপী এই কর্মশালায় রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলার মোট ৩১ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।