পেট্রোবাংলার সঙ্গে এর আওতাধীন কোম্পানির মধ্যে সম্পাদিত ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) বার্ষিক পরিবীক্ষণ ও মূল্যায়নে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) ১০০% মার্ক পেয়ে যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছে। গত মঙ্গলবার বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) কর্তৃক ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি দক্ষতার সঙ্গে বাস্তবায়নের জন্য ‘সম্মাননা স্বারক ও সম্মাননা প্রদান’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার এবং সভাপতি ছিলেন পেট্রোবাংলার প্রসশাসন বিভাগের পরিচালক আলতাফ হোসেন। এপিএ-তে প্রথম স্থান অর্জন করায় বিজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক শঙ্কর মজুমদারের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার।
বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ , ৩০ ভাদ্র ১৪৩০, ২৮ সফর ১৪৪৫
পেট্রোবাংলার সঙ্গে এর আওতাধীন কোম্পানির মধ্যে সম্পাদিত ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) বার্ষিক পরিবীক্ষণ ও মূল্যায়নে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) ১০০% মার্ক পেয়ে যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছে। গত মঙ্গলবার বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) কর্তৃক ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি দক্ষতার সঙ্গে বাস্তবায়নের জন্য ‘সম্মাননা স্বারক ও সম্মাননা প্রদান’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার এবং সভাপতি ছিলেন পেট্রোবাংলার প্রসশাসন বিভাগের পরিচালক আলতাফ হোসেন। এপিএ-তে প্রথম স্থান অর্জন করায় বিজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক শঙ্কর মজুমদারের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার।