দুই দিনের ‘তারুণ্যের রোডমার্চ’ ঘোষণা বিএনপির তিন সংগঠনের

সরকার পতনে ‘একদফা’ দাবিতে দুই দিনের তারুণ্যের রোডমার্চ কর্মসূচির ঘোষণা করেছে বিএনপির তিন অঙ্গ-সহযোগী সংগঠন। আগামী ১৬ সেপ্টেম্বর রংপুর থেকে সৈয়দপুর দশমাইল হয়ে দিনাজপুর, ১৭ সেপ্টেম্বর বগুড়া থেকে সান্তাহার-নওগাঁ হয়ে রাজশাহী পর্যন্ত রোডমার্চ করবে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

গতকাল নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, এ তারুণ্যের রোডমার্চে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

টুকু বলেন, ‘বিগত ১৫ বছর এদেশের প্রায় ৪ কোটি তরুণ ভোটার ভোট দিতে পারেনি, ২০১৪ ও ২০১৮ সালে এই সরকার ভোট ডাকাতির মাধ্যমে তরুণদের ভোটাধিকার হরণ করা হয়েছে। ৫০ লাখ বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এ সরকার।’তিনি বলেন, ‘দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রীকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করতে দিচ্ছে না, অথচ সরকারের শীর্ষ সন্ত্রাসী পুরান ঢাকার হাজি সেলিম মামলা থাকা অবস্থায়ও বিদেশে চিকিৎসা করছে। বিচারহীনতার সংস্কৃতি চলছে। তাই আজ আমরা তিন সংগঠন রাজপথে কর্মসূচি নিয়ে মাঠে নামছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান। এছাড়া যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

আরও খবর
আন্তর্জাতিক সংকটেও দেশে খাদ্য নিরাপত্তা সুরক্ষিত
সংসদে সুশীল সমাজের সমালোচনায় ফরাজী, সুর মেলালেন আইনমন্ত্রী
গণতান্ত্রিক শাসনের পক্ষে দেশের ৯১ শতাংশ মানুষ
সরকারের কূটনৈতিক সফলতা নিয়ে বিএনপি অপপ্রচারে লিপ্ত : কাদের
দেশের সব বিভাগে দুর্নীতি ক্যানসারের মতো ছেয়ে গেছে : নবনিযুক্ত প্রধান বিচারপতি
ডিবি অফিস থেকে বেরিয়ে হিরো আলম বললেন, আ’লীগ থেকে নির্বাচন করতে চাই
আংশিক উদ্বোধন পরিবহন ব্যবস্থার বৈষম্যমূলক চিত্র স্পষ্ট করেছে : আইপিডি
আটজন রিমান্ডে, ৯৪ ভরি স্বর্ণ উদ্ধার
দুই ছাত্রলীগ নেতাকে মারধর, আরও সময় চায় তদন্ত কমিটি
টাঙ্গাইলের বাসাইলে বন্যার পানি বিদ্যালয়ে, পাঠদান বন্ধ

বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ , ৩০ ভাদ্র ১৪৩০, ২৮ সফর ১৪৪৫

দুই দিনের ‘তারুণ্যের রোডমার্চ’ ঘোষণা বিএনপির তিন সংগঠনের

নিজস্ব বার্তা পরিবেশক

সরকার পতনে ‘একদফা’ দাবিতে দুই দিনের তারুণ্যের রোডমার্চ কর্মসূচির ঘোষণা করেছে বিএনপির তিন অঙ্গ-সহযোগী সংগঠন। আগামী ১৬ সেপ্টেম্বর রংপুর থেকে সৈয়দপুর দশমাইল হয়ে দিনাজপুর, ১৭ সেপ্টেম্বর বগুড়া থেকে সান্তাহার-নওগাঁ হয়ে রাজশাহী পর্যন্ত রোডমার্চ করবে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

গতকাল নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, এ তারুণ্যের রোডমার্চে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

টুকু বলেন, ‘বিগত ১৫ বছর এদেশের প্রায় ৪ কোটি তরুণ ভোটার ভোট দিতে পারেনি, ২০১৪ ও ২০১৮ সালে এই সরকার ভোট ডাকাতির মাধ্যমে তরুণদের ভোটাধিকার হরণ করা হয়েছে। ৫০ লাখ বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এ সরকার।’তিনি বলেন, ‘দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রীকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করতে দিচ্ছে না, অথচ সরকারের শীর্ষ সন্ত্রাসী পুরান ঢাকার হাজি সেলিম মামলা থাকা অবস্থায়ও বিদেশে চিকিৎসা করছে। বিচারহীনতার সংস্কৃতি চলছে। তাই আজ আমরা তিন সংগঠন রাজপথে কর্মসূচি নিয়ে মাঠে নামছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান। এছাড়া যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।