গোয়ালন্দে চায়না দুয়ারি জাল ধ্বংস, জরিমানা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি,ঘন বেড় জাল ও কারেন্ট জাল ধ্বংস করেছে। একই সঙ্গে জড়িত থাকায় ৫ জেলেকে জরিমানা করেছে গোয়ালন্দ উপজেলা ভ্রাম্যমাণ আদালত।

গত বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর কুশাহাটা, অন্তরমোড়সহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য অফিস জানায়, অভিযানকালে অবৈধভাবে পদ্মায় চায়না দুয়ারি দিয়ে মাছ শিকারের জন্য পেতে রাখা ৫০টি চায়না দুয়ারি, ১টি বড় ঘন বেড় জাল, ১ হাজার মিটার কারেন্ট জাল ও ২৫ কেজি বিভিন্ন প্রজাতির ছোট মাছ জব্দ করা হয়। পরে দুপুরে দৌলতদিয়া ১ নম্বর ফেরি ঘাটে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত মাছগুলো একটি এতিম খানায় বিতরণ করা হয়।

আরো জানা যায়, ধ্বংসকৃত জালগুলোর আনুমানিক মূল্য সাড়ে ৫ লাখ টাকা। এ সময় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭ জন জেলের মধ্যে ৫ জন জালের মালিকের প্রত্যেককে ২ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ , ১ আশ্বিন ১৪৩০, ২৯ সফর ১৪৪৫

গোয়ালন্দে চায়না দুয়ারি জাল ধ্বংস, জরিমানা

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি,ঘন বেড় জাল ও কারেন্ট জাল ধ্বংস করেছে। একই সঙ্গে জড়িত থাকায় ৫ জেলেকে জরিমানা করেছে গোয়ালন্দ উপজেলা ভ্রাম্যমাণ আদালত।

গত বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর কুশাহাটা, অন্তরমোড়সহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য অফিস জানায়, অভিযানকালে অবৈধভাবে পদ্মায় চায়না দুয়ারি দিয়ে মাছ শিকারের জন্য পেতে রাখা ৫০টি চায়না দুয়ারি, ১টি বড় ঘন বেড় জাল, ১ হাজার মিটার কারেন্ট জাল ও ২৫ কেজি বিভিন্ন প্রজাতির ছোট মাছ জব্দ করা হয়। পরে দুপুরে দৌলতদিয়া ১ নম্বর ফেরি ঘাটে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত মাছগুলো একটি এতিম খানায় বিতরণ করা হয়।

আরো জানা যায়, ধ্বংসকৃত জালগুলোর আনুমানিক মূল্য সাড়ে ৫ লাখ টাকা। এ সময় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭ জন জেলের মধ্যে ৫ জন জালের মালিকের প্রত্যেককে ২ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।