নারায়ণগঞ্জে দগ্ধ র‌্যাব সদস্য মারা গেছেন

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে ফ্ল্যাট বাসায় আগুনে দগ্ধ র‌্যাব-১১ এর সদস্য অভিজিৎ সিং (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালটির আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। মারা যাওয়া র‌্যাব সদস্যের শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানান এই চিকিৎসক। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে আনুমানিক তিনটার দিকে শহরের নিতাইগঞ্জের ভবানীগঞ্জ এলাকার একটি জীর্ন তিনতলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে আগুনে দগ্ধ হন দুইজন। এই ঘটনায় দগ্ধ টুম্পা রানী দাস (৪০) শরীরের ৭০ শতাংশ দগ্ধ নিয়ে আশঙ্কাজনক অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এই অগ্নিকান্ডের কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। জানতে চাইলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, দগ্ধ একজন মারা গেছেন এবং অপরজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। তবে কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। অগ্নিকান্ডের সূত্রপাত নিরূপনে কাজ করছেন বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহাম্মদও।

শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ , ২ আশ্বিন ১৪৩০, ৩০ সফর ১৪৪৫

নারায়ণগঞ্জে দগ্ধ র‌্যাব সদস্য মারা গেছেন

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে ফ্ল্যাট বাসায় আগুনে দগ্ধ র‌্যাব-১১ এর সদস্য অভিজিৎ সিং (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালটির আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। মারা যাওয়া র‌্যাব সদস্যের শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানান এই চিকিৎসক। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে আনুমানিক তিনটার দিকে শহরের নিতাইগঞ্জের ভবানীগঞ্জ এলাকার একটি জীর্ন তিনতলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে আগুনে দগ্ধ হন দুইজন। এই ঘটনায় দগ্ধ টুম্পা রানী দাস (৪০) শরীরের ৭০ শতাংশ দগ্ধ নিয়ে আশঙ্কাজনক অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এই অগ্নিকান্ডের কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। জানতে চাইলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, দগ্ধ একজন মারা গেছেন এবং অপরজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। তবে কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। অগ্নিকান্ডের সূত্রপাত নিরূপনে কাজ করছেন বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহাম্মদও।