ঝালকাঠিতে শিশু রানা হত্যায় দম্পতির ১০ বছরের কারাদণ্ড

ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত দীর্ঘ ১ যুগ পরে রাজাপুরের শিশু রানা হত্যা মামলার রায় প্রদান করেছে। হত্যায় সহযোগীতা করার দায়ে হত্যাকারীর পিতা মন্টু খাঁ (৫৮) ও মাতা নাজমা বেগম (৪৪) প্রতেককে ১০ বছর করে সশ্রম কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। গত বৃহস্পতিবার বৈকালিক পর্বে এই আদালতের বিচারক মো. মাসুদুর রহমান আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। অন্যদিকে শিশু হওয়ায় হত্যকারী মিরাজের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা হয়, নাবালক হওয়ায় আদালত মিরাজকে খালাস প্রদান করে। সাজাপ্রাপ্ত আসামিদের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার হাইলাকাঠি গ্রামে। ২০১০ সালের ২১ মার্চ হাইলাকাঠি গ্রামের সিদ্দিক হাওলাদারের শিশুপুত্র রানা (৮) ও আসামিদের শিশু পুত্র মিরাজ (৮) সহ সমবয়সী কয়েকজন একই গ্রামের ফেলু পাটিকরের বাড়িতে টিভি দেখতেছিল। এই সময় মিরাজ ও রানাসহ অন্য শিশুরা দুষ্টামি করায় বাড়ির মালিক বিরক্ত হয়ে টিভি বন্ধ করে শিশুদেরকে বের করে দেয়।

শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ , ২ আশ্বিন ১৪৩০, ৩০ সফর ১৪৪৫

ঝালকাঠিতে শিশু রানা হত্যায় দম্পতির ১০ বছরের কারাদণ্ড

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত দীর্ঘ ১ যুগ পরে রাজাপুরের শিশু রানা হত্যা মামলার রায় প্রদান করেছে। হত্যায় সহযোগীতা করার দায়ে হত্যাকারীর পিতা মন্টু খাঁ (৫৮) ও মাতা নাজমা বেগম (৪৪) প্রতেককে ১০ বছর করে সশ্রম কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। গত বৃহস্পতিবার বৈকালিক পর্বে এই আদালতের বিচারক মো. মাসুদুর রহমান আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। অন্যদিকে শিশু হওয়ায় হত্যকারী মিরাজের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা হয়, নাবালক হওয়ায় আদালত মিরাজকে খালাস প্রদান করে। সাজাপ্রাপ্ত আসামিদের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার হাইলাকাঠি গ্রামে। ২০১০ সালের ২১ মার্চ হাইলাকাঠি গ্রামের সিদ্দিক হাওলাদারের শিশুপুত্র রানা (৮) ও আসামিদের শিশু পুত্র মিরাজ (৮) সহ সমবয়সী কয়েকজন একই গ্রামের ফেলু পাটিকরের বাড়িতে টিভি দেখতেছিল। এই সময় মিরাজ ও রানাসহ অন্য শিশুরা দুষ্টামি করায় বাড়ির মালিক বিরক্ত হয়ে টিভি বন্ধ করে শিশুদেরকে বের করে দেয়।