ওটিটিতে ২৫০ কোটি রুপিতে বিক্রি হলো শাহরুখের ‘জওয়ান’

বিশ্বব্যাপী ‘জওয়ান’ সিনেমা মুক্তি পেয়েছে গেল ৭ সেপ্টেম্বর। মুক্তির পর প্রথম শো থেকে হাউজফুল যাচ্ছে এটি এবার বলিউড বাদশা অভিনীত সিনেমাটির ওটিটি স্বত্ব চড়া দামে কিনে নিয়েছে নেটফ্লিক্স।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারীর পর থেকে দক্ষিণী সিনেমার কাছে কুপোকাত হতে হয় বলিউডকে। তবে সেই দৃশ্য পাল্টে দিয়েছেন শাহরুখ খান। হলগুলোতে রমরমা ব্যবসা করছে এই সিনেমা।

সেখানে আরও বলা হয়, খুব শিগগিরই এটি আসবে ওটিটিতে। ২৫০ কোটি রুপিতে ‘নেটফ্লিক্স’ কিনেছে ‘জওয়ান’ সিনেমার স্বত্ব। কবে ওটিটি মাধ্যমে মুক্তি পাবে এ সিনেমা, তা এখনও জানানো হয়নি। অ্যাটলি নির্মিত সিনেমাটিতে শাহরুখের বিপরীতে রয়েছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা।

শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ , ২ আশ্বিন ১৪৩০, ৩০ সফর ১৪৪৫

ওটিটিতে ২৫০ কোটি রুপিতে বিক্রি হলো শাহরুখের ‘জওয়ান’

বিনোদন ডেস্ক

image

বিশ্বব্যাপী ‘জওয়ান’ সিনেমা মুক্তি পেয়েছে গেল ৭ সেপ্টেম্বর। মুক্তির পর প্রথম শো থেকে হাউজফুল যাচ্ছে এটি এবার বলিউড বাদশা অভিনীত সিনেমাটির ওটিটি স্বত্ব চড়া দামে কিনে নিয়েছে নেটফ্লিক্স।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারীর পর থেকে দক্ষিণী সিনেমার কাছে কুপোকাত হতে হয় বলিউডকে। তবে সেই দৃশ্য পাল্টে দিয়েছেন শাহরুখ খান। হলগুলোতে রমরমা ব্যবসা করছে এই সিনেমা।

সেখানে আরও বলা হয়, খুব শিগগিরই এটি আসবে ওটিটিতে। ২৫০ কোটি রুপিতে ‘নেটফ্লিক্স’ কিনেছে ‘জওয়ান’ সিনেমার স্বত্ব। কবে ওটিটি মাধ্যমে মুক্তি পাবে এ সিনেমা, তা এখনও জানানো হয়নি। অ্যাটলি নির্মিত সিনেমাটিতে শাহরুখের বিপরীতে রয়েছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা।