পটুয়াখালীর মির্জাগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় মনোয়ারা বেগম (৬২) নামের এক বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে। গত শুক্রবার দুপুর ১২ টার দিকে উপজেলা সদর সুবিদখালী তিন রাস্তার মোড় এলাকায় বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধা উপজেলার উত্তর সুবিদখালী গ্রামের মৃত মোনছের আলী হাওলাদারের স্ত্রী। একটি ইজিবাইক বেপরোয়া গতিতে এসে তাকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে সে সড়কের উপর ছিটকে পরে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে তার মৃত্যু হয়।
রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ , ৩ আশ্বিন ১৪৩০, ০১ রবিউল আউয়াল ১৪৪৫
প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
পটুয়াখালীর মির্জাগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় মনোয়ারা বেগম (৬২) নামের এক বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে। গত শুক্রবার দুপুর ১২ টার দিকে উপজেলা সদর সুবিদখালী তিন রাস্তার মোড় এলাকায় বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধা উপজেলার উত্তর সুবিদখালী গ্রামের মৃত মোনছের আলী হাওলাদারের স্ত্রী। একটি ইজিবাইক বেপরোয়া গতিতে এসে তাকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে সে সড়কের উপর ছিটকে পরে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে তার মৃত্যু হয়।