ময়মনসিংহে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের অনশন

সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধ ও সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নসহ সরকারি দলের ২০১৮ সালের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে গণঅনশন ও গণঅবস্থান করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ময়মনসিংহে জেলা ও মহানগর শাখা। গত শুক্রবার নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে সকাল-সন্ধ্যা এই গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালন করে তারা। সংগঠনের জেলা সভাপতি অ্যাডভোকেট বিকাশ রায়ের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শংকর সাহা, মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট প্রশান্ত দাস চন্দন, জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. সুজিত বর্মণ, মহানগর শাখার সাধারণ সম্পাদক পবিত্র রঞ্জন রায়, সদর উপজেলা সাধারণ সম্পাদক অধ্যাপক জুয়েল রায় চৌধুরী, কৃষিবিদ অসিত কুমার মজুমদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মসূচিতে বর্তমান সরকারের ২০১৮ সালের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি পত?্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবি জানান বক্তারা।

রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ , ৩ আশ্বিন ১৪৩০, ০১ রবিউল আউয়াল ১৪৪৫

ময়মনসিংহে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের অনশন

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ

সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধ ও সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নসহ সরকারি দলের ২০১৮ সালের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে গণঅনশন ও গণঅবস্থান করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ময়মনসিংহে জেলা ও মহানগর শাখা। গত শুক্রবার নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে সকাল-সন্ধ্যা এই গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালন করে তারা। সংগঠনের জেলা সভাপতি অ্যাডভোকেট বিকাশ রায়ের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শংকর সাহা, মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট প্রশান্ত দাস চন্দন, জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. সুজিত বর্মণ, মহানগর শাখার সাধারণ সম্পাদক পবিত্র রঞ্জন রায়, সদর উপজেলা সাধারণ সম্পাদক অধ্যাপক জুয়েল রায় চৌধুরী, কৃষিবিদ অসিত কুমার মজুমদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মসূচিতে বর্তমান সরকারের ২০১৮ সালের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি পত?্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবি জানান বক্তারা।