জ্বালানিমুক্ত জলবায়ু ন্যায্যতার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

জীবাশ্ম জ্বালানিমুক্ত জলবায়ু ন্যায্যতার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গত শুক্রবার ১১টায় পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়–ঢাকা মহাসড়কের ধারে ওয়াটার কিপার্স ও ব্রতি’র সহায়তায় ওই কর্মসূচি পালন করে পঞ্চগড় থিয়েটার। কর্মসূচিতে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা, পরিবেশ কর্মী, নাট্যকর্মী, আইনজীবী, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় তরুণরা অংশ নেন।

এ সময় বীর মুক্তিযোদ্ধা ফিরোজা খন্দকার চামেলি, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ হাসনুর রশিদ খান বাবু, পঞ্চগড় থিয়েটারের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক অ্যাডভোকেট জিল্লুর রহমান সিদ্দিকী, পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, গণমাধ্যমকর্মী কামরুজ্জামান টুটুল, শ্রমিক নেতা শাহিন হোসেনসহ সংগঠনের সদস্যরা বক্তব্য রাখেন।বক্তাদের দাবি সম্প্রতি ইটভাটা, কলকারখানা এবং যানবাহনে জীবাশ্ম জ্বালানির ব্যাপক ব্যবহারের ফলে বাংলাদেশের পরিবেশ হুমকির মুখে পড়েছে। যা জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ। অতি দ্রুত জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে জলবায়ু ন্যায্যতার ভিত্তিতে ব্যবহার করার দাবি জানান বক্তারা।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে জীবাশ্ম জ্বালানির বিষয়ে আলোচনার দাবিও জানান তার

রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ , ৩ আশ্বিন ১৪৩০, ০১ রবিউল আউয়াল ১৪৪৫

জ্বালানিমুক্ত জলবায়ু ন্যায্যতার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

প্রতিনিধি, পঞ্চগড়

জীবাশ্ম জ্বালানিমুক্ত জলবায়ু ন্যায্যতার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গত শুক্রবার ১১টায় পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়–ঢাকা মহাসড়কের ধারে ওয়াটার কিপার্স ও ব্রতি’র সহায়তায় ওই কর্মসূচি পালন করে পঞ্চগড় থিয়েটার। কর্মসূচিতে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা, পরিবেশ কর্মী, নাট্যকর্মী, আইনজীবী, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় তরুণরা অংশ নেন।

এ সময় বীর মুক্তিযোদ্ধা ফিরোজা খন্দকার চামেলি, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ হাসনুর রশিদ খান বাবু, পঞ্চগড় থিয়েটারের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক অ্যাডভোকেট জিল্লুর রহমান সিদ্দিকী, পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, গণমাধ্যমকর্মী কামরুজ্জামান টুটুল, শ্রমিক নেতা শাহিন হোসেনসহ সংগঠনের সদস্যরা বক্তব্য রাখেন।বক্তাদের দাবি সম্প্রতি ইটভাটা, কলকারখানা এবং যানবাহনে জীবাশ্ম জ্বালানির ব্যাপক ব্যবহারের ফলে বাংলাদেশের পরিবেশ হুমকির মুখে পড়েছে। যা জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ। অতি দ্রুত জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে জলবায়ু ন্যায্যতার ভিত্তিতে ব্যবহার করার দাবি জানান বক্তারা।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে জীবাশ্ম জ্বালানির বিষয়ে আলোচনার দাবিও জানান তার