বিক্রির চাপে লেনদেন আটশ’ কোটির ঘরে

কিছুটা উত্থান হয়েছে শেয়ারবাজারে। গতকাল লেনদেন শুরু থেকেই বিক্রির চাপ ছিল শেয়ারবাজারে। বিক্রির চাপের কারণে লেনদেনও বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন সাড়ে আটশ’ কোটি টাকা ছাড়িয়েছে।

অন্যান্য কার্যদিবসের মতো গতকালও শেয়ারবাজারে বীমা খাতের আধিপত্য দেখা গেছে। শেয়ারবাজারে যে সংখ্যক কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে এর মধ্যে ৪৫ শতাংশই ছিল বীমা খাতের। বীমা খাতের আধিপত্যের কারণেই কিছুটা উত্থান দেখেছে শেয়ারবাজার।

গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯.২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৩১১.২৯ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস ২.২২ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৬.২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৬২.৮০ পয়েন্টে ও দুই হাজার ১৪০.৮৩ পয়েন্টে।

ডিএসইতে ৩২৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৩টির বা ১৯.৩২ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ৯৪টির বা ২৮.৮৩ শতাংশের এবং ১৬৯টির বা ৫১.৮৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে গতকাল ৮৬৭ কোটি ৬৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা এক মাস ২৭ দিন বা ৩৮ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। এর আগে চলতি বছরের ২০ জুলাই গতকালের চেয়ে বেশি অর্থাৎ ৯৪৭ কোটি টাকার লেনদেন হয়েছিল।

এদিন শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২৩.৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৫০.৪৪ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১৪.৭৮ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ২১.৬১ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ০.৭৮ পয়েন্ট ও সিএসআই ০.৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১৫১.২২ পয়েন্টে, ১৩ হাজার ৩৮২.০৫ পয়েন্টে, এক হাজার ৩০৫.৫২ পয়েন্টে এবং এক হাজার ১৭০.৬৩ পয়েন্টে।

গতকাল সিএসইতে ১৬৬টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ৫২টির আর অপরিবর্তিত রয়েছে ৬৩টি প্রতিষ্ঠানের। এদিন সিএসইতে ৬ কোটি ৯৭ লাখ টাকার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৩টির বা ১৯.৩২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবসে রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪১.১০ টাকা। গতকাল লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪৫.২০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৪.১০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে রিপাবলিক ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- প্রভাতী ইন্স্যুরেন্সের ৯.৮৪ শতাংশ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ৯.৬৮ শতাংশ, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের ৭.৫৮ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৭.৩৩ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৭.২১ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৭.১২ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৬.৩৮ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৫.৯৪ শতাংশ এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ৫.৭৬ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৪টির বা ২৮.৮৩ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবসে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৩.৮০ টাকা। গতকাল লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫০.৮০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ৫.৫৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যেÑ স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৫.০২ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৪.৮০ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৪.৬৬ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৪.৪৬ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৪.৩৭ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৪.৩৩ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৩.৮৯ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৩.৭৭ শতাংশ এবং শ্যামপুর সুগারের শেয়ার দর ৩.৬৬ শতাংশ কমেছে।

সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ , ৪ আশ্বিন ১৪৩০, ০২ রবিউল আউয়াল ১৪৪৫

বিক্রির চাপে লেনদেন আটশ’ কোটির ঘরে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

কিছুটা উত্থান হয়েছে শেয়ারবাজারে। গতকাল লেনদেন শুরু থেকেই বিক্রির চাপ ছিল শেয়ারবাজারে। বিক্রির চাপের কারণে লেনদেনও বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন সাড়ে আটশ’ কোটি টাকা ছাড়িয়েছে।

অন্যান্য কার্যদিবসের মতো গতকালও শেয়ারবাজারে বীমা খাতের আধিপত্য দেখা গেছে। শেয়ারবাজারে যে সংখ্যক কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে এর মধ্যে ৪৫ শতাংশই ছিল বীমা খাতের। বীমা খাতের আধিপত্যের কারণেই কিছুটা উত্থান দেখেছে শেয়ারবাজার।

গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯.২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৩১১.২৯ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস ২.২২ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৬.২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৬২.৮০ পয়েন্টে ও দুই হাজার ১৪০.৮৩ পয়েন্টে।

ডিএসইতে ৩২৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৩টির বা ১৯.৩২ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ৯৪টির বা ২৮.৮৩ শতাংশের এবং ১৬৯টির বা ৫১.৮৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে গতকাল ৮৬৭ কোটি ৬৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা এক মাস ২৭ দিন বা ৩৮ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। এর আগে চলতি বছরের ২০ জুলাই গতকালের চেয়ে বেশি অর্থাৎ ৯৪৭ কোটি টাকার লেনদেন হয়েছিল।

এদিন শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২৩.৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৫০.৪৪ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১৪.৭৮ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ২১.৬১ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ০.৭৮ পয়েন্ট ও সিএসআই ০.৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১৫১.২২ পয়েন্টে, ১৩ হাজার ৩৮২.০৫ পয়েন্টে, এক হাজার ৩০৫.৫২ পয়েন্টে এবং এক হাজার ১৭০.৬৩ পয়েন্টে।

গতকাল সিএসইতে ১৬৬টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ৫২টির আর অপরিবর্তিত রয়েছে ৬৩টি প্রতিষ্ঠানের। এদিন সিএসইতে ৬ কোটি ৯৭ লাখ টাকার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৩টির বা ১৯.৩২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবসে রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪১.১০ টাকা। গতকাল লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪৫.২০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৪.১০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে রিপাবলিক ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- প্রভাতী ইন্স্যুরেন্সের ৯.৮৪ শতাংশ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ৯.৬৮ শতাংশ, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের ৭.৫৮ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৭.৩৩ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৭.২১ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৭.১২ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৬.৩৮ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৫.৯৪ শতাংশ এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ৫.৭৬ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৪টির বা ২৮.৮৩ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবসে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৩.৮০ টাকা। গতকাল লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫০.৮০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ৫.৫৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যেÑ স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৫.০২ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৪.৮০ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৪.৬৬ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৪.৪৬ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৪.৩৭ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৪.৩৩ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৩.৮৯ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৩.৭৭ শতাংশ এবং শ্যামপুর সুগারের শেয়ার দর ৩.৬৬ শতাংশ কমেছে।