মাদারীপুরের কালকিনিতে পথে ঘাটে ও বাসা বাড়িতে ঢুকে একটি পাগলা কুকুরের কামড়ে শিশু ও নারীসহ অর্ধশত ব্যক্তি আহত হয়েছে। আহতদের জলাতঙ্ক প্রতিশেধক ইনজেকশন পুশ করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদারীপুর সদর হাসপাতাল ও আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফাঁসিয়াতলা বাজার ও তার আশেপাশের কালীগঞ্জ ও হোগলপাতিয়া গ্রামে একটি পাগলা কুকুর ঘুরে ঘুরে সামনে যাকেই পেয়েছে তাকেই কামড়ে মাংস ছিঁড়ে ফেলে আহত করছে। গ্রামবাসী এখনো কুকুরটিকে আটক করতে পারেনি। গতকাল রোববার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সদর হাসপাতালে কুকুরের কামড়ের ৪৫ জন আহত রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে ২০ জন শিশু রয়েছে। মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক রিয়াদ মাহমুদ জানিয়েছেন, সকাল থেকে কুকুরের কামড়ের যে সবাই রোগীরা হাসপাতালে এসেছে তাদেরকে জলাতঙ্ক রোগের প্রতিশোধক টিকা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অধিকাংশ রোগীর পায়ে কুকুর কামড়ে দিয়ে মাংস ছিড়ে ফেলেছে।
সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ , ৪ আশ্বিন ১৪৩০, ০২ রবিউল আউয়াল ১৪৪৫
নিজস্ব বার্তা পরিবেশক, মাদারীপুর
মাদারীপুরের কালকিনিতে পথে ঘাটে ও বাসা বাড়িতে ঢুকে একটি পাগলা কুকুরের কামড়ে শিশু ও নারীসহ অর্ধশত ব্যক্তি আহত হয়েছে। আহতদের জলাতঙ্ক প্রতিশেধক ইনজেকশন পুশ করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদারীপুর সদর হাসপাতাল ও আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফাঁসিয়াতলা বাজার ও তার আশেপাশের কালীগঞ্জ ও হোগলপাতিয়া গ্রামে একটি পাগলা কুকুর ঘুরে ঘুরে সামনে যাকেই পেয়েছে তাকেই কামড়ে মাংস ছিঁড়ে ফেলে আহত করছে। গ্রামবাসী এখনো কুকুরটিকে আটক করতে পারেনি। গতকাল রোববার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সদর হাসপাতালে কুকুরের কামড়ের ৪৫ জন আহত রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে ২০ জন শিশু রয়েছে। মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক রিয়াদ মাহমুদ জানিয়েছেন, সকাল থেকে কুকুরের কামড়ের যে সবাই রোগীরা হাসপাতালে এসেছে তাদেরকে জলাতঙ্ক রোগের প্রতিশোধক টিকা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অধিকাংশ রোগীর পায়ে কুকুর কামড়ে দিয়ে মাংস ছিড়ে ফেলেছে।