মতলবে ভাগিনার হাতে মামা নিহত

চাঁদপুরের মতলব উত্তরে ভাগিনার হাতে মামা নিহত হয়েছেন বলে জানা গেছে। গত শনিবার দুপুরে উপজেলার চরমাছুয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভাগিনা আরিফের (২২) ছুরির আঘাতে মামা মানিক (২৪) গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মামা ভাগিনা দুজনে একই গ্রামের পাশাপাশি বাড়ির। প্রত্যক্ষদর্শী আলমগীর, আছমাসহ আরো কয়েকজন জানান, মানিকের স্ত্রীকে (মামানি) আরিফ অনৈতিক কাজের প্রস্তাব করলে তার মামানি তাকে জুতাপেটা করে। সেই রাগে এবং ক্ষোভে ভাগিনা আরিফের সঙ্গে মামা মনিক ও তার স্ত্রীর তর্ক-বিতর্ক হাতাহাতিতে রূপ নেয়। এক পর্যায়ে আরিফ তার মামা মানিককের বুকে ছুরি দিয়ে আঘাত করে। সাথে সাথে মানিকের রক্তপাত শুরু হলে তাকে হাসপাতালে পাঠানো হয়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন, নারী পুরুষ ঘটনাস্থলে আসেন। খবর পেয়ে মতলব উত্তর থানার কয়েকটি টিম ঘটনাস্থলে যায়। ঘটনার পর পরই আরিফকে আটক করে জনতা। বর্তমান আরিফ ও তার মা পুলিশ হেফাজতে রয়েছেন।

সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ , ৪ আশ্বিন ১৪৩০, ০২ রবিউল আউয়াল ১৪৪৫

মতলবে ভাগিনার হাতে মামা নিহত

সংবাদদাতা, মতলব (চাঁদপুর)

চাঁদপুরের মতলব উত্তরে ভাগিনার হাতে মামা নিহত হয়েছেন বলে জানা গেছে। গত শনিবার দুপুরে উপজেলার চরমাছুয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভাগিনা আরিফের (২২) ছুরির আঘাতে মামা মানিক (২৪) গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মামা ভাগিনা দুজনে একই গ্রামের পাশাপাশি বাড়ির। প্রত্যক্ষদর্শী আলমগীর, আছমাসহ আরো কয়েকজন জানান, মানিকের স্ত্রীকে (মামানি) আরিফ অনৈতিক কাজের প্রস্তাব করলে তার মামানি তাকে জুতাপেটা করে। সেই রাগে এবং ক্ষোভে ভাগিনা আরিফের সঙ্গে মামা মনিক ও তার স্ত্রীর তর্ক-বিতর্ক হাতাহাতিতে রূপ নেয়। এক পর্যায়ে আরিফ তার মামা মানিককের বুকে ছুরি দিয়ে আঘাত করে। সাথে সাথে মানিকের রক্তপাত শুরু হলে তাকে হাসপাতালে পাঠানো হয়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন, নারী পুরুষ ঘটনাস্থলে আসেন। খবর পেয়ে মতলব উত্তর থানার কয়েকটি টিম ঘটনাস্থলে যায়। ঘটনার পর পরই আরিফকে আটক করে জনতা। বর্তমান আরিফ ও তার মা পুলিশ হেফাজতে রয়েছেন।