মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহিন আলমসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাস। জানা গেছে, গত শনিবার মাদক প্রতিরোধে মোহনপুরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ অভিযানে কেশরহাট পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বাকশৈল মহল্লার আলিম হোসেনের ছেলে সাহিন আলমকে গাঁজাসহ বাড়ির পাশ থেকে আটক করে।
অভিযানে আরো দু’জনকে মাদকসহ আটক করা হয়। পরে আটককৃতদের উপজেলা ভূমি সহকারি কমিশনার মিথিলা দাস পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
আদালত সাহিনকে ২০ দিনের এবং অপর দুই মাদকসেবিকে এক মাস করে বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করেন।
সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ , ৪ আশ্বিন ১৪৩০, ০২ রবিউল আউয়াল ১৪৪৫
জেলা বার্তা পরিবেশক, রাজশাহী
মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহিন আলমসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাস। জানা গেছে, গত শনিবার মাদক প্রতিরোধে মোহনপুরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ অভিযানে কেশরহাট পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বাকশৈল মহল্লার আলিম হোসেনের ছেলে সাহিন আলমকে গাঁজাসহ বাড়ির পাশ থেকে আটক করে।
অভিযানে আরো দু’জনকে মাদকসহ আটক করা হয়। পরে আটককৃতদের উপজেলা ভূমি সহকারি কমিশনার মিথিলা দাস পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
আদালত সাহিনকে ২০ দিনের এবং অপর দুই মাদকসেবিকে এক মাস করে বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করেন।