নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাড়ির আঙিনায় গাছে গরু বাধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের হামলায় এক নারী নিহত হয়েছেন। নিহত নারীর নাম, সুফিয়া আক্তার (৬০)। তিনি পাঁচহার বড়বাড়ি গ্রামের নূর উদ্দিনের স্ত্রী। স্থানীয়রা জানান, ঘটনাটি গত শনিবার বিকেলের দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার ও স্থানীয়দের বরাতে জানা গেছে, পূর্ব থেকে বাড়ির জায়গা নিয়ে প্রতিবেশী আঙ্গুর মিয়া গংদের সাথে সুফিয়া আক্তারের বিরোধ চলে আসছিল। এদিকে নতুন করে শনিবার বিকেলে বাড়ির আঙিনায় একটি গাছের সাথে গরু বাধাকে কেন্দ্র করে দুপক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন হামলা করে সুফিয়া আক্তারকে মারাত্মক আহত করে। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ থানায় নিয়ে আসে। কেন্দুয়া থানার ওসি মো. আলী হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ , ৪ আশ্বিন ১৪৩০, ০২ রবিউল আউয়াল ১৪৪৫
প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোনা)
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাড়ির আঙিনায় গাছে গরু বাধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের হামলায় এক নারী নিহত হয়েছেন। নিহত নারীর নাম, সুফিয়া আক্তার (৬০)। তিনি পাঁচহার বড়বাড়ি গ্রামের নূর উদ্দিনের স্ত্রী। স্থানীয়রা জানান, ঘটনাটি গত শনিবার বিকেলের দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার ও স্থানীয়দের বরাতে জানা গেছে, পূর্ব থেকে বাড়ির জায়গা নিয়ে প্রতিবেশী আঙ্গুর মিয়া গংদের সাথে সুফিয়া আক্তারের বিরোধ চলে আসছিল। এদিকে নতুন করে শনিবার বিকেলে বাড়ির আঙিনায় একটি গাছের সাথে গরু বাধাকে কেন্দ্র করে দুপক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন হামলা করে সুফিয়া আক্তারকে মারাত্মক আহত করে। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ থানায় নিয়ে আসে। কেন্দুয়া থানার ওসি মো. আলী হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।