শতাধিক নাটকের সফল জুটি নিলয়-হিমি

বাংলাদেশের টিভি নাটকে এই সময়ের দর্শকপ্রিয় জুটিতে পরিণত হয়েছেন এই নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। নিলয় হিমি প্রথম দর্শকের ভালোবাসায় মুগ্ধ হন এবং আলোচনায় আসেন আরিহা চৌধুরী রচিত ও আদও সোহাগ পরিচালিত ‘বিয়ের পরীক্ষা’ নাটকে অভিনয় করে। এরপর তারা দুজন একের পর এক অভিনয় করেছেন একশরও বেশি নাটকে। সর্বশেষ গতকাল তারা দুজন শেষ করেছেন আদিবাসী মিজানের রচনা ও পরিচালনায় ‘সেম টু সেম’ নাটকের কাজ। নিলয় আলমগীর বলেন, ‘আমার এবং হিমির প্রথম দর্শকপ্রিয়তা পাওয়া নাটক ছিল বিয়ের পরীক্ষা। এরপর আসলে দর্শকেরই আগ্রহে প্রযোজক পরিচালক আমাদের জুটি হিসেবে নিয়ে একের পর এক নাটক নির্মাণ করতে থাকেন। এভাবে যে কাজ করতে আমরা দুজন জুটি হিসেবে ১০০র বেশি নাটকে অভিনয় করে ফেলব তা আসলে ভাবা হয়নি। কদিন আগেই যখন বিষয়টি সামনে এলো তখন আমরা দুজনই অবাক হয়েছি। বিস্মিত হয়েছি দর্শকের ভালোবাসায়। হিমিকে ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করে যাওয়ার জন্য।’ হিমি বলেন, ‘আমি আর নিলয় ভাই দেখতে দেখতে এতগুলো নাটকে অভিনয় করে ফেলেছি। দর্শকের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তাদের কারণেই শতাধিক নাটকে আমাদের জুটি হয়ে কাজ করা। আগামীতেও আমরা আরো ভালো ভালো গল্পের নাটকে কাজ করতে চাই। একটা সত্যি কথা, জুটি প্রথায় আমি বিশ^াসী নই। কিন্তু তারপরও নিলয় ভাইয়ের সঙ্গে আমার নামটি জুটি হিসেবে উচ্চারিত হয়, এটা সত্যিই ভালো লাগার। কারণ রাজ্জাক-কবরী, সালমান-শাবনূর, জুটি হিসেবে তাদের নাম শুনেছি। এখন নিজেদের নাম শুনছি।’

সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ , ৪ আশ্বিন ১৪৩০, ০২ রবিউল আউয়াল ১৪৪৫

শতাধিক নাটকের সফল জুটি নিলয়-হিমি

বিনোদন প্রতিবেদক

image

বাংলাদেশের টিভি নাটকে এই সময়ের দর্শকপ্রিয় জুটিতে পরিণত হয়েছেন এই নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। নিলয় হিমি প্রথম দর্শকের ভালোবাসায় মুগ্ধ হন এবং আলোচনায় আসেন আরিহা চৌধুরী রচিত ও আদও সোহাগ পরিচালিত ‘বিয়ের পরীক্ষা’ নাটকে অভিনয় করে। এরপর তারা দুজন একের পর এক অভিনয় করেছেন একশরও বেশি নাটকে। সর্বশেষ গতকাল তারা দুজন শেষ করেছেন আদিবাসী মিজানের রচনা ও পরিচালনায় ‘সেম টু সেম’ নাটকের কাজ। নিলয় আলমগীর বলেন, ‘আমার এবং হিমির প্রথম দর্শকপ্রিয়তা পাওয়া নাটক ছিল বিয়ের পরীক্ষা। এরপর আসলে দর্শকেরই আগ্রহে প্রযোজক পরিচালক আমাদের জুটি হিসেবে নিয়ে একের পর এক নাটক নির্মাণ করতে থাকেন। এভাবে যে কাজ করতে আমরা দুজন জুটি হিসেবে ১০০র বেশি নাটকে অভিনয় করে ফেলব তা আসলে ভাবা হয়নি। কদিন আগেই যখন বিষয়টি সামনে এলো তখন আমরা দুজনই অবাক হয়েছি। বিস্মিত হয়েছি দর্শকের ভালোবাসায়। হিমিকে ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করে যাওয়ার জন্য।’ হিমি বলেন, ‘আমি আর নিলয় ভাই দেখতে দেখতে এতগুলো নাটকে অভিনয় করে ফেলেছি। দর্শকের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তাদের কারণেই শতাধিক নাটকে আমাদের জুটি হয়ে কাজ করা। আগামীতেও আমরা আরো ভালো ভালো গল্পের নাটকে কাজ করতে চাই। একটা সত্যি কথা, জুটি প্রথায় আমি বিশ^াসী নই। কিন্তু তারপরও নিলয় ভাইয়ের সঙ্গে আমার নামটি জুটি হিসেবে উচ্চারিত হয়, এটা সত্যিই ভালো লাগার। কারণ রাজ্জাক-কবরী, সালমান-শাবনূর, জুটি হিসেবে তাদের নাম শুনেছি। এখন নিজেদের নাম শুনছি।’