২০০৭ সালের ‘ওম শান্তি ওম’ থেকে সাম্প্রতিক ‘জাওয়ান’, প্রতিটি ছবিতেই শাহরুখ-দীপিকার রসায়ন দর্শকের মন জয় করেছে। শুধু পর্দায় না, বাস্তব জীবনেও তাদের মধ্যে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। যেটা বহুবার তারা প্রকাশ্যে জানিয়েছেন। আর সেই ভালোবাসা থেকেই বিনা পয়সায় ‘জাওয়ান’-এ কাজ করেছেন দীপিকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই সে কথা জানিয়েছেন। তার মতে, শাহরুখ খানের যে কোন সিনেমার অতিথি চরিত্রের জন্য তিনি নির্দ্বিধায়, বিনা পারিশ্রমিকেই কাজ করতে রাজি। ‘জাওয়ান’ মুক্তি পেয়েছে গত ৭ সেপ্টেম্বর। তবে মুক্তির আগে কোন সংবাদ সম্মেলন করেননি শাহরুখ। বক্স অফিসে তুলকালাম ঘটিয়ে অতঃপর শুক্রবার (১৫ সেপ্টেম্বর) মুম্বাইতে ছবিটির প্রেস কনফারেন্সের আয়োজন করেন কিং খান। সেখানেই হাজির হন দীপিকাসহ ছবির অন্যরা।
অনুষ্ঠানে সাংবাদিকদের দীপিকা বলেন, ‘এতো ভালোবাসার জন্য ধন্যবাদ জানানো ছাড়া আসলে আমার কিছু বলার নেই। আমি সত্যিই কাজটি করেছি কেবল শাহরুখের প্রতি ভালোবাসা থেকে। আমাদের সম্পর্ক কেমন, সেটা সবাই জানেন। এতটা বিশেষ হয়ে উঠব আমি, প্রত্যাশাও করিনি। তবে আমি খুব আনন্দিত এবং গর্বিত এই ছবিতে যুক্ত হতে পেরে, পুরো টিমকে সহযোগিতা করতে পেরে।’
উল্লেখ্য, মুক্তির ৯ দিন পেরিয়ে ‘জাওয়ান’ সিনেমাটি শুধু ভারতেই ৪১০ কোটি রুপির বেশি কালেকশন করেছে। আর বিশ্বব্যাপী এর বক্স অফিস কালেকশন ছাড়িয়ে গেছে ৭০০ কোটি রুপি। বিশেষজ্ঞরা বলছেন, এটিই হতে যাচ্ছে চলতি বছরের সর্বোচ্চ আয়কারী সিনেমা, সেই সঙ্গে বলিউডের ইতিহাসে নতুন রেকর্ড-হোল্ডার।
সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ , ৪ আশ্বিন ১৪৩০, ০২ রবিউল আউয়াল ১৪৪৫
বিনোদন ডেস্ক
২০০৭ সালের ‘ওম শান্তি ওম’ থেকে সাম্প্রতিক ‘জাওয়ান’, প্রতিটি ছবিতেই শাহরুখ-দীপিকার রসায়ন দর্শকের মন জয় করেছে। শুধু পর্দায় না, বাস্তব জীবনেও তাদের মধ্যে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। যেটা বহুবার তারা প্রকাশ্যে জানিয়েছেন। আর সেই ভালোবাসা থেকেই বিনা পয়সায় ‘জাওয়ান’-এ কাজ করেছেন দীপিকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই সে কথা জানিয়েছেন। তার মতে, শাহরুখ খানের যে কোন সিনেমার অতিথি চরিত্রের জন্য তিনি নির্দ্বিধায়, বিনা পারিশ্রমিকেই কাজ করতে রাজি। ‘জাওয়ান’ মুক্তি পেয়েছে গত ৭ সেপ্টেম্বর। তবে মুক্তির আগে কোন সংবাদ সম্মেলন করেননি শাহরুখ। বক্স অফিসে তুলকালাম ঘটিয়ে অতঃপর শুক্রবার (১৫ সেপ্টেম্বর) মুম্বাইতে ছবিটির প্রেস কনফারেন্সের আয়োজন করেন কিং খান। সেখানেই হাজির হন দীপিকাসহ ছবির অন্যরা।
অনুষ্ঠানে সাংবাদিকদের দীপিকা বলেন, ‘এতো ভালোবাসার জন্য ধন্যবাদ জানানো ছাড়া আসলে আমার কিছু বলার নেই। আমি সত্যিই কাজটি করেছি কেবল শাহরুখের প্রতি ভালোবাসা থেকে। আমাদের সম্পর্ক কেমন, সেটা সবাই জানেন। এতটা বিশেষ হয়ে উঠব আমি, প্রত্যাশাও করিনি। তবে আমি খুব আনন্দিত এবং গর্বিত এই ছবিতে যুক্ত হতে পেরে, পুরো টিমকে সহযোগিতা করতে পেরে।’
উল্লেখ্য, মুক্তির ৯ দিন পেরিয়ে ‘জাওয়ান’ সিনেমাটি শুধু ভারতেই ৪১০ কোটি রুপির বেশি কালেকশন করেছে। আর বিশ্বব্যাপী এর বক্স অফিস কালেকশন ছাড়িয়ে গেছে ৭০০ কোটি রুপি। বিশেষজ্ঞরা বলছেন, এটিই হতে যাচ্ছে চলতি বছরের সর্বোচ্চ আয়কারী সিনেমা, সেই সঙ্গে বলিউডের ইতিহাসে নতুন রেকর্ড-হোল্ডার।