৪২ লাখ টাকার স্বর্ণ পকেটে লুকিয়ে রাখে এভসেক সদস্যc

নিজস্ব বার্তা পরিবেশকহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালানে সহযোগিতা করতে গিয়ে গত শনিবার রাতে হাতেনাতে ধরা পড়েছেন এভিয়েশন সিকিউরিটির (এভসেক) একজন সদস্য। তার নাম মো. নাহিদ মিয়া। ৪২ লাখ টাকা মূল্যমানের ৬টি স্বর্ণের বার পকেটে লুকিয়ে রেখেছিলেন তিনি। একই ঘটনায় জড়িত এক যাত্রীকেও আটক করা হয়েছে। গত শনিবার ভোরে এ ঘটনা ঘটলেও দিনভর নানা গোপনীয়তার মধ্যে রাতে বিমানবন্দর থানায় মামলা হয়েছে। মামলার বিষয়টি জানান বিমানবন্দর থানার ওসি আজিজুল হক মিয়া।

জানা গেছে, নাহিদ আনসার থেকে এভসেকে যুক্ত হন। প্রসঙ্গত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিজস্ব জনবলের ঘাটতি থাকায় বিমান বাহিনীর কর্মকর্তার নেতৃত্বে এভিয়েশন সিকিউরিটিতে বেবিচকের নিজস্ব জনবলের পাশাপাশি বিমান বাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা কাজ করেন। আটক হওয়ার সময় এভসেক সদস্য নাহিদের দেহ তল্লাশি করা হলে, তার প্যান্টের পকেট থেকে ৬ পিস স্বর্ণের বার পাওয়া যায়। প্রতিটি স্বর্ণের বারের ওজন ১১৬ গ্রাম। ৬টি বারের মোট ওজন ৬৯৬ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ টাকা।

সূত্র জানায়, সৌদি প্রবাসী মজিবর রহমান দীর্ঘদিন ধরেই শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ চোরাচালানের কারবারে যুক্ত। গত ২৫ জুলাই শাহজালাল বিমানবন্দরে কৌশলে ৪টি স্বর্ণের বার ও ২টি চুড়িসহ আটক হয় সৌদি প্রবাসী মজিবর রহমান। এয়ারপোর্ট আর্মড পুলিশ (এএপি) তার কাছ থেকে ৫১৭ গ্রাম স্বর্ণ জব্দ করে। মোজার ভেতর ৪ পিস স্বর্ণের বার লুকিয়ে রাখে মজিবর। বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করে এএপি। কিন্তু মজিবর রহমান গ্রেপ্তার হলেও তার চক্রের চোরাকারবার বন্ধ নেই।

তার স্ত্রী এখন এই কারবারে নেতৃত্বে দিচ্ছে। প্রতি নিয়ত শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ চোরাচালান করছে তারা। বেশিরভাগ ক্ষেত্রেই এভসেক সদস্যদের সহায়তা নিচ্ছে এই চক্র। ১৬ সেপ্টেম্বর ভোরে গালফ এয়ারের একটি ফ্লাইটে (জিএফ ২৫০) ঢাকায় অবতরণ করে। সেই ফ্লাইটে মজিবর চক্রের সদস্যরা সৌদি প্রবাসী কাদের, তোফাজ্জল ও জাকির হোসেনের কাছে ২ পিস করে স্বর্ণের বার দিয়ে দেয়। ফ্লাইট থেকে নামার পর বাকিদের কাছ থেকে ৪টি স্বর্ণের বার নিয়ে নেয় সেই ফ্লাইটের আরেক যাত্রী সৌদি প্রবাসী মো. জাকির হোসেন।

৬ পিস স্বর্ণের বার নিয়ে যাত্রী জাকির এভসেক সদস্য নাহিদের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে এভসেক সদস্য নাহিদ যাত্রীকে বোর্ডিং ব্রিজ এলাকা স্মোকিং রুমে যেতে বলে। সেখানেই যাত্রীর কাছ থেকে নিজের কাছে স্বর্ণের বার নেয় এভসেক সদস্য নাহিদ। তবে পুরো ঘটনায় নজর রাখছিল এএপি। ৬টি স্বর্ণের বার বিমানবন্দরের বাইরে নেয়ার সময় হাতেনাতে এভসেক সদস্য নাহিদকে আটক করে তারা। একই সঙ্গে যাত্রী জাকিরকেও আটক করে এএপি।

মামলার এজাহারে বলা হয়েছে, সৌদি প্রবাসী মো. জাকির হোসেন ৬টি স্বর্ণের বার স্মোকিং রুমে এভসেক সদস্য মো. নাহিদ মিয়াকে দিয়ে দেয়। সকাল ১০টা ২০ মিনিটের দিকে সেই ৬টি বার নিয়ে নাহিদ ১ নম্বর বহির্গমন টার্মিনালের ৬ নম্বর গেট দিয়ে বের হওয়ার জন্য আসে। তবে সেখান থেকে তাকে আটক করে এএপির সদস্যরা। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য এএপির অফিসে নিয়ে আসা হয়। স্বর্ণের বারের বিষয়ে কোন সঠিক উত্তর দিতে পারেনি নাহিদ। অন্যদিকে যাত্রী জাকিরকে সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের আগমনী ক্যানোপি-১ এর বাহির গেট থেকে আটক করা হয়।

আরও খবর
চার বেসরকারি এয়ারলাইন্সের কাছে বেবিচকের পাওনা এক হাজার ২২৩ কোটি টাকা
নিউইয়র্কের উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ
ঢাকাসহ ১১ জেলায় বইছে তাপপ্রবাহ, আজ বৃষ্টির সম্ভাবনা
১৮ বছরে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র
গৃহবধূকে নির্যাতন শেষে বস্তায় ভরে ফেলে দেয়ার চেষ্টা
চট্টগ্রামে ৭ বছরের শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণের পর গলাটিপে হত্যা
সিজারিয়ান : অধিকাংশই অপ্রয়োজনীয়, তা বন্ধ করতে হবে
ম্যানেজিং কমিটির সভাপতি না করায় সাঁথিয়া পৌর মেয়রের কক্ষে মাদ্রাসা সুপারকে নির্যাতন
জমি কিনতে ডেকে এনে প্রতারণার ফাঁদ
সৌন্দর্য হারাচ্ছে বরিশালের বিনোদন কেন্দ্র বঙ্গবন্ধু উদ্যান

সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ , ৪ আশ্বিন ১৪৩০, ০২ রবিউল আউয়াল ১৪৪৫

৪২ লাখ টাকার স্বর্ণ পকেটে লুকিয়ে রাখে এভসেক সদস্যc

নিজস্ব বার্তা পরিবেশক

নিজস্ব বার্তা পরিবেশকহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালানে সহযোগিতা করতে গিয়ে গত শনিবার রাতে হাতেনাতে ধরা পড়েছেন এভিয়েশন সিকিউরিটির (এভসেক) একজন সদস্য। তার নাম মো. নাহিদ মিয়া। ৪২ লাখ টাকা মূল্যমানের ৬টি স্বর্ণের বার পকেটে লুকিয়ে রেখেছিলেন তিনি। একই ঘটনায় জড়িত এক যাত্রীকেও আটক করা হয়েছে। গত শনিবার ভোরে এ ঘটনা ঘটলেও দিনভর নানা গোপনীয়তার মধ্যে রাতে বিমানবন্দর থানায় মামলা হয়েছে। মামলার বিষয়টি জানান বিমানবন্দর থানার ওসি আজিজুল হক মিয়া।

জানা গেছে, নাহিদ আনসার থেকে এভসেকে যুক্ত হন। প্রসঙ্গত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিজস্ব জনবলের ঘাটতি থাকায় বিমান বাহিনীর কর্মকর্তার নেতৃত্বে এভিয়েশন সিকিউরিটিতে বেবিচকের নিজস্ব জনবলের পাশাপাশি বিমান বাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা কাজ করেন। আটক হওয়ার সময় এভসেক সদস্য নাহিদের দেহ তল্লাশি করা হলে, তার প্যান্টের পকেট থেকে ৬ পিস স্বর্ণের বার পাওয়া যায়। প্রতিটি স্বর্ণের বারের ওজন ১১৬ গ্রাম। ৬টি বারের মোট ওজন ৬৯৬ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ টাকা।

সূত্র জানায়, সৌদি প্রবাসী মজিবর রহমান দীর্ঘদিন ধরেই শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ চোরাচালানের কারবারে যুক্ত। গত ২৫ জুলাই শাহজালাল বিমানবন্দরে কৌশলে ৪টি স্বর্ণের বার ও ২টি চুড়িসহ আটক হয় সৌদি প্রবাসী মজিবর রহমান। এয়ারপোর্ট আর্মড পুলিশ (এএপি) তার কাছ থেকে ৫১৭ গ্রাম স্বর্ণ জব্দ করে। মোজার ভেতর ৪ পিস স্বর্ণের বার লুকিয়ে রাখে মজিবর। বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করে এএপি। কিন্তু মজিবর রহমান গ্রেপ্তার হলেও তার চক্রের চোরাকারবার বন্ধ নেই।

তার স্ত্রী এখন এই কারবারে নেতৃত্বে দিচ্ছে। প্রতি নিয়ত শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ চোরাচালান করছে তারা। বেশিরভাগ ক্ষেত্রেই এভসেক সদস্যদের সহায়তা নিচ্ছে এই চক্র। ১৬ সেপ্টেম্বর ভোরে গালফ এয়ারের একটি ফ্লাইটে (জিএফ ২৫০) ঢাকায় অবতরণ করে। সেই ফ্লাইটে মজিবর চক্রের সদস্যরা সৌদি প্রবাসী কাদের, তোফাজ্জল ও জাকির হোসেনের কাছে ২ পিস করে স্বর্ণের বার দিয়ে দেয়। ফ্লাইট থেকে নামার পর বাকিদের কাছ থেকে ৪টি স্বর্ণের বার নিয়ে নেয় সেই ফ্লাইটের আরেক যাত্রী সৌদি প্রবাসী মো. জাকির হোসেন।

৬ পিস স্বর্ণের বার নিয়ে যাত্রী জাকির এভসেক সদস্য নাহিদের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে এভসেক সদস্য নাহিদ যাত্রীকে বোর্ডিং ব্রিজ এলাকা স্মোকিং রুমে যেতে বলে। সেখানেই যাত্রীর কাছ থেকে নিজের কাছে স্বর্ণের বার নেয় এভসেক সদস্য নাহিদ। তবে পুরো ঘটনায় নজর রাখছিল এএপি। ৬টি স্বর্ণের বার বিমানবন্দরের বাইরে নেয়ার সময় হাতেনাতে এভসেক সদস্য নাহিদকে আটক করে তারা। একই সঙ্গে যাত্রী জাকিরকেও আটক করে এএপি।

মামলার এজাহারে বলা হয়েছে, সৌদি প্রবাসী মো. জাকির হোসেন ৬টি স্বর্ণের বার স্মোকিং রুমে এভসেক সদস্য মো. নাহিদ মিয়াকে দিয়ে দেয়। সকাল ১০টা ২০ মিনিটের দিকে সেই ৬টি বার নিয়ে নাহিদ ১ নম্বর বহির্গমন টার্মিনালের ৬ নম্বর গেট দিয়ে বের হওয়ার জন্য আসে। তবে সেখান থেকে তাকে আটক করে এএপির সদস্যরা। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য এএপির অফিসে নিয়ে আসা হয়। স্বর্ণের বারের বিষয়ে কোন সঠিক উত্তর দিতে পারেনি নাহিদ। অন্যদিকে যাত্রী জাকিরকে সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের আগমনী ক্যানোপি-১ এর বাহির গেট থেকে আটক করা হয়।