বীমা খাতের সক্রিয়তায় বড় পতন থেকে রক্ষা পেলো শেয়ারবাজার

আগের কার্যদিবস উত্থান হলেও গতকাল সামান্য পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচকই কমেছে। আর লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে পরিমাণ দর বেড়েছে তার চেয়ে বেশি সংখ্যক শেয়ার দর কমেছে। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। তবে বীমা খাতের কোম্পানিগুলোর সক্রিয়তায় বড় পতন থেকে রক্ষা পেয়েছে শেয়ারবাজার।

গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ০.৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৩১০.৯৭ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস ১.৪৩ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ২.২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৬১.৩৭ পয়েন্টে ও দুই হাজার ১৩৮.৫৭ পয়েন্টে।

ডিএসইতে ৩১৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৮টির বা ২১.৩৮ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ৮৪টির বা ২৬.৪২ শতাংশের এবং ১৬৬টির বা ৫২.২০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে গতকাল ৭৩৪ কোটি ৬১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৩৩ কোটি ৮ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৬৭ কোটি ৬৯ লাখ টাকা।

এদিন শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৩.৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৪৬.৯৯ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ২.১১ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৭.৪০ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ০.৩৮ পয়েন্ট ও সিএসআই ১.৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১৪৯.১০ পয়েন্টে, ১৩ হাজার ৩৬৪.৬৫ পয়েন্টে, এক হাজার ৩০৫.১৪ পয়েন্টে এবং এক হাজার ১৬৮.৮৯ পয়েন্টে।

গতকাল সিএসইতে ১৬৬টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ৪৮টির আর অপরিবর্তিত রয়েছে ৬৪টি প্রতিষ্ঠানের। এদিন সিএসইতে ৮ কোটি ১১ লাখ টাকার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৪টির বা ২৬.৪২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবসে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০৫.২০ টাকা। গতকাল লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১১৫.৭০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১০.৫০ টাকা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ক্রিস্টাল ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যেÑ রিপাবলিক ইন্স্যুরেন্সের ৯.৯৫ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৯.৯৩ শতাংশ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ৯.৮৭ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৯.৪০ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৯.০৬ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৮.৭৪ শতাংশ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৮.২১ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৭.০৮ শতাংশ এবং নিটল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪.৭৮ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৪টির বা ২৬.৪২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে মেট্রো স্পিনিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবসে মেট্রো স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৩.৭০ টাকা। গতকাল লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩০.৪০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৩.৩০ টাকা বা ৯.৭৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে মেট্রো স্পিনিং ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যেÑ খান ব্রাদার্সের ৭.৮৭ শতাংশ, সিমটেক্সের ৬.২০ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৫.৮১ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৫.৩০ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৫.০৪ শতাংশ, বিচ হ্যাচারির ৪.৮৪ শতাংশ, জিকিউ বলপেনের ৪.৩৬ শতাংশ, ইউনিক হোটেলের ৩.৯১ শতাংশ এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ৩.৮৫ শতাংশ কমেছে।

মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ , ৫ আশ্বিন ১৪৩০, ০৩ রবিউল আউয়াল ১৪৪৫

বীমা খাতের সক্রিয়তায় বড় পতন থেকে রক্ষা পেলো শেয়ারবাজার

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

আগের কার্যদিবস উত্থান হলেও গতকাল সামান্য পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচকই কমেছে। আর লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে পরিমাণ দর বেড়েছে তার চেয়ে বেশি সংখ্যক শেয়ার দর কমেছে। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। তবে বীমা খাতের কোম্পানিগুলোর সক্রিয়তায় বড় পতন থেকে রক্ষা পেয়েছে শেয়ারবাজার।

গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ০.৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৩১০.৯৭ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস ১.৪৩ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ২.২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৬১.৩৭ পয়েন্টে ও দুই হাজার ১৩৮.৫৭ পয়েন্টে।

ডিএসইতে ৩১৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৮টির বা ২১.৩৮ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ৮৪টির বা ২৬.৪২ শতাংশের এবং ১৬৬টির বা ৫২.২০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে গতকাল ৭৩৪ কোটি ৬১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৩৩ কোটি ৮ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৬৭ কোটি ৬৯ লাখ টাকা।

এদিন শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৩.৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৪৬.৯৯ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ২.১১ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৭.৪০ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ০.৩৮ পয়েন্ট ও সিএসআই ১.৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১৪৯.১০ পয়েন্টে, ১৩ হাজার ৩৬৪.৬৫ পয়েন্টে, এক হাজার ৩০৫.১৪ পয়েন্টে এবং এক হাজার ১৬৮.৮৯ পয়েন্টে।

গতকাল সিএসইতে ১৬৬টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ৪৮টির আর অপরিবর্তিত রয়েছে ৬৪টি প্রতিষ্ঠানের। এদিন সিএসইতে ৮ কোটি ১১ লাখ টাকার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৪টির বা ২৬.৪২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবসে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০৫.২০ টাকা। গতকাল লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১১৫.৭০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১০.৫০ টাকা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ক্রিস্টাল ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যেÑ রিপাবলিক ইন্স্যুরেন্সের ৯.৯৫ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৯.৯৩ শতাংশ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ৯.৮৭ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৯.৪০ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৯.০৬ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৮.৭৪ শতাংশ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৮.২১ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৭.০৮ শতাংশ এবং নিটল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪.৭৮ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৪টির বা ২৬.৪২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে মেট্রো স্পিনিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবসে মেট্রো স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৩.৭০ টাকা। গতকাল লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩০.৪০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৩.৩০ টাকা বা ৯.৭৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে মেট্রো স্পিনিং ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যেÑ খান ব্রাদার্সের ৭.৮৭ শতাংশ, সিমটেক্সের ৬.২০ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৫.৮১ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৫.৩০ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৫.০৪ শতাংশ, বিচ হ্যাচারির ৪.৮৪ শতাংশ, জিকিউ বলপেনের ৪.৩৬ শতাংশ, ইউনিক হোটেলের ৩.৯১ শতাংশ এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ৩.৮৫ শতাংশ কমেছে।