শর্তসাপেক্ষে দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে ‘মুক্তির’ মেয়াদ আরও ৬ মাস বাড়িয়েছে সরকার। এ নিয়ে অষ্টমবারের মতো তার ‘সাময়িক মুক্তির’ মেয়াদ বাড়ল।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, আগের মতো খালেদা জিয়া ঢাকার ‘নিজ বাসায়’ থেকে চিকিৎসা গ্রহণ করবেন এবং এই সময়ে তিনি ‘দেশের বাইরে’ যেতে পারবেন নাÑ এ দুটি শর্তে দ- স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে। গত ১০ সেপ্টেম্বর খালেদা জিয়ার দ- স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর বিষয়ে মত দিয়ে এ সংক্রান্ত ফাইল আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। ওইদিন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছিলেন। এর আগে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে তার পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করা হয়। খালেদা জিয়া এখন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ , ৫ আশ্বিন ১৪৩০, ০৩ রবিউল আউয়াল ১৪৪৫
নিজস্ব বার্তা পরিবেশক
শর্তসাপেক্ষে দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে ‘মুক্তির’ মেয়াদ আরও ৬ মাস বাড়িয়েছে সরকার। এ নিয়ে অষ্টমবারের মতো তার ‘সাময়িক মুক্তির’ মেয়াদ বাড়ল।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, আগের মতো খালেদা জিয়া ঢাকার ‘নিজ বাসায়’ থেকে চিকিৎসা গ্রহণ করবেন এবং এই সময়ে তিনি ‘দেশের বাইরে’ যেতে পারবেন নাÑ এ দুটি শর্তে দ- স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে। গত ১০ সেপ্টেম্বর খালেদা জিয়ার দ- স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর বিষয়ে মত দিয়ে এ সংক্রান্ত ফাইল আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। ওইদিন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছিলেন। এর আগে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে তার পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করা হয়। খালেদা জিয়া এখন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।