অভিযানকালে টহল ‘সেনা সদস্যদের ওপর গুলি’

পার্বত্য জেলা বান্দরবানের রুমা বাজার এলাকায় কুকি চিন ন্যাশন্যাল ফ্রন্ট কেএনএফ সদস্যের চাঁদা আদায়ের খবরে অভিযানে গেলে টহলরত সেনা বাহিনীর ওপর গুলি চালানো হয়। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় সেনাবাহিনী। পরে কেএনফের অধিকাংশ সদস্য পালিয়ে গেলেও বয় রাম বম( ২৫) নামে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে সেনাবাহিনীর সদস্যরা। গতকাল সোমবার বেলা ১১টার দিকে রুমা উপজেলার বেথেলপাড়ায় এ ঘটনা ঘটে।

আটক বয় রাম বম কেএনএফের সক্রিয় সদস্য এবং চাঁদা আদায়ের জন্য রুমা বাজারে আসার কথা স্বীকার করেছে। এদিকে এ ঘটনার পর কেএনফ সদস্যরা তাদের ফেইসবুক পেইজে চাঁদাবাজীর সময় আটক বয় রাম বমকে নিরীহ বাসিন্দা উল্লেখ করে সেনাবাহিনীর গুলিতে নিহত হওয়ার খবর ছড়িয়েছে। কেএনএফের এমন দাবীকে ভিত্তিহীন বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানিয়েছে, অবৈধভাবে চাঁদা (টোল) আদায়কালে সেনাবাহিনীর হাতে ‘কুকি চিন’ ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সন্ত্রাসী আটক হয়েছে। আটক কুকি সন্ত্রাসীর নাম- বয় রাম বম। তিনি রুমা সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বেথেলপাড়ার জারেম লাল বমের ছেলে। এ অভিযানকালে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ায় বয় রামকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি গাদা বন্দুক উদ্ধার করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে সেনাবাহিনীর একটি দল রুমা সদর উপজেলার বেথেলপাড়ায় সন্ত্রাসীরা চাঁদা আদায় করছে বলে গোপন তথ্যে জানতে পারে। সেই তথ্যের ভিত্তিতে সেনা টহল দল বেথেলপাড়ায় পৌঁছলে কয়েক জনের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ টহল দলকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় সেনা টহল দল পাল্টা গুলি চালালে অধিকাংশ সন্ত্রাসী পালিয়ে যায়। তবে সেখানে গুলিবিদ্ধ হয়ে আটক হন বয় রাম বম নামে ওই কেএনএফ সন্ত্রাসী। আটক হওয়ার পর বয় রাম নিজেই চাঁদাবাজি করতে আসার বিষয়টি এবং সেনাটহলের উপরে প্রথমে গুলি চালানোর বিষয়টি স্বীকার করে বক্তব্য দিয়েছেন।

একটি ভিডিওতে আহত বয় রাম বোমকে বলতে দেখা গেছে, ‘আমরা চার-পাঁচ জন বেথেলপাড়ায় চাঁদার টাকা উঠাচ্ছিলাম। ওই সময়ে সেনাবাহিনীর একটি দল এখানে আসলে আমরা তাদের উপরে গুলি চালাই। এরপর সেনাবাহিনীও আমাদের উপরে গুলি চালায়। পরে আমি আহত হয়েছি, বাকিরা পালিয়ে গেছে।’

কেএনএফ এবং তাদের সশস্ত্র শাখা কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) ওই আহত অবস্থায় আটক হওয়ার পর তাকে একজন নিরীহ সাধারণ আখ্যা দিয়ে বিভিন্ন ফেসবুক পেইজে নিহত হওয়াার খবরচ্ছে বলে আইন-শৃঙ্খলা বাহিনী। আটক ওই কম্ব্যাট (সামরিক বাহিনীর আদলে) পোশাক পরিহিত একাধিক ছবি এবং ভিডিও পেয়েছে নিরাপত্তা বাহিনী। যেখানে তাকে কেএনএ’র হয়ে থাকে কাজ করতে দেখা গেছে।

মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ , ৫ আশ্বিন ১৪৩০, ০৩ রবিউল আউয়াল ১৪৪৫

রুমা বাজারে ‘কেএনএফ সদস্যদের চাঁদা আদায়’

অভিযানকালে টহল ‘সেনা সদস্যদের ওপর গুলি’

প্রতিনিধি, বান্দরবান

পার্বত্য জেলা বান্দরবানের রুমা বাজার এলাকায় কুকি চিন ন্যাশন্যাল ফ্রন্ট কেএনএফ সদস্যের চাঁদা আদায়ের খবরে অভিযানে গেলে টহলরত সেনা বাহিনীর ওপর গুলি চালানো হয়। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় সেনাবাহিনী। পরে কেএনফের অধিকাংশ সদস্য পালিয়ে গেলেও বয় রাম বম( ২৫) নামে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে সেনাবাহিনীর সদস্যরা। গতকাল সোমবার বেলা ১১টার দিকে রুমা উপজেলার বেথেলপাড়ায় এ ঘটনা ঘটে।

আটক বয় রাম বম কেএনএফের সক্রিয় সদস্য এবং চাঁদা আদায়ের জন্য রুমা বাজারে আসার কথা স্বীকার করেছে। এদিকে এ ঘটনার পর কেএনফ সদস্যরা তাদের ফেইসবুক পেইজে চাঁদাবাজীর সময় আটক বয় রাম বমকে নিরীহ বাসিন্দা উল্লেখ করে সেনাবাহিনীর গুলিতে নিহত হওয়ার খবর ছড়িয়েছে। কেএনএফের এমন দাবীকে ভিত্তিহীন বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানিয়েছে, অবৈধভাবে চাঁদা (টোল) আদায়কালে সেনাবাহিনীর হাতে ‘কুকি চিন’ ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সন্ত্রাসী আটক হয়েছে। আটক কুকি সন্ত্রাসীর নাম- বয় রাম বম। তিনি রুমা সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বেথেলপাড়ার জারেম লাল বমের ছেলে। এ অভিযানকালে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ায় বয় রামকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি গাদা বন্দুক উদ্ধার করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে সেনাবাহিনীর একটি দল রুমা সদর উপজেলার বেথেলপাড়ায় সন্ত্রাসীরা চাঁদা আদায় করছে বলে গোপন তথ্যে জানতে পারে। সেই তথ্যের ভিত্তিতে সেনা টহল দল বেথেলপাড়ায় পৌঁছলে কয়েক জনের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ টহল দলকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় সেনা টহল দল পাল্টা গুলি চালালে অধিকাংশ সন্ত্রাসী পালিয়ে যায়। তবে সেখানে গুলিবিদ্ধ হয়ে আটক হন বয় রাম বম নামে ওই কেএনএফ সন্ত্রাসী। আটক হওয়ার পর বয় রাম নিজেই চাঁদাবাজি করতে আসার বিষয়টি এবং সেনাটহলের উপরে প্রথমে গুলি চালানোর বিষয়টি স্বীকার করে বক্তব্য দিয়েছেন।

একটি ভিডিওতে আহত বয় রাম বোমকে বলতে দেখা গেছে, ‘আমরা চার-পাঁচ জন বেথেলপাড়ায় চাঁদার টাকা উঠাচ্ছিলাম। ওই সময়ে সেনাবাহিনীর একটি দল এখানে আসলে আমরা তাদের উপরে গুলি চালাই। এরপর সেনাবাহিনীও আমাদের উপরে গুলি চালায়। পরে আমি আহত হয়েছি, বাকিরা পালিয়ে গেছে।’

কেএনএফ এবং তাদের সশস্ত্র শাখা কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) ওই আহত অবস্থায় আটক হওয়ার পর তাকে একজন নিরীহ সাধারণ আখ্যা দিয়ে বিভিন্ন ফেসবুক পেইজে নিহত হওয়াার খবরচ্ছে বলে আইন-শৃঙ্খলা বাহিনী। আটক ওই কম্ব্যাট (সামরিক বাহিনীর আদলে) পোশাক পরিহিত একাধিক ছবি এবং ভিডিও পেয়েছে নিরাপত্তা বাহিনী। যেখানে তাকে কেএনএ’র হয়ে থাকে কাজ করতে দেখা গেছে।