পোশাকশ্রমিকদের নতুন মজুরি প্রত্যাখ্যান, আজ বিক্ষোভের ডাক

সরকারের ঘোষিত ন্যূনতম ১২ হাজার ৫০০ টাকা মজুরি প্রত্যাখ্যান করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। তারা ২৫ হাজার টাকা মজুরি নির্ধারণের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যৌক্তিক পরিমাণে মজুরি বৃদ্ধি না হওয়ার প্রতিবাদে আজ সমাবেশের ডাক দিয়েছে।

গত মঙ্গলবার বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মজুরি বৃদ্ধিতে আমাদের দাবি সরকারকে পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি। এই দাবি আদায়ে ১১ সংগঠন নিয়ে গঠিত হয়েছে ‘গার্মেন্ট শ্রমিক আন্দোলন’ প্ল্যাটফর্ম। এ প্ল্যাটফর্মের উদ্যোগে আজ আমরা প্রতিবাদ সমাবেশ করব।

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শ্রমিক নেতা অ্যাডভোকেট মন্টু ঘোষ সাংবাদিকদের বলেন, গার্মেন্ট শ্রমিক আন্দোলনের ব্যানারে মজুরি প্রত্যাখ্যান ও পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে। এ নিয়ে আজ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়া হয়েছে। এর আগে গত মঙ্গলবার বিকেলে সচিবালয়ে নতুন মজুরি ১২ হাজার ৫০০ টাকা ঘোষণা করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, যা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানানো হয়।

সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত আসার আগে গার্মেন্ট মালিকদের বৈঠক হয়। সেখানে পোশাকশ্রমিকদের জন্য ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব করে মালিকপক্ষ। মজুরি বোর্ডের ওই সভায় মালিকপক্ষের পাশাপাশি শ্রমিক প্রতিনিধিরাও অংশ নেন।

এতদিন ধরে পোশাকশ্রমিকরা ৮ হাজার টাকা ন্যূনতম মজুরি পাচ্ছিলেন। সর্বশেষ ২০১৮ সালে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল। সেই হিসেবে আগের তুলনায় তাদের ন্যূনতম মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা। তবে পোশাকশ্রমিকরা ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণের দাবিতে সম্প্রতি আন্দোলন করেছিলেন। শ্রমিক সংগঠনের নেতা ও সরকারের প্রতিনিধিদের বেতন বাড়ানোর প্রতিশ্রুতি পেয়ে তারা কাজে ফিরেন।

শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩ , ২৪ কার্তিক ১৪৩০, ২৪ রবিউস সানি ১৪৪৫

পোশাকশ্রমিকদের নতুন মজুরি প্রত্যাখ্যান, আজ বিক্ষোভের ডাক

অর্থনৈতিক বার্তা পরিবেশক

সরকারের ঘোষিত ন্যূনতম ১২ হাজার ৫০০ টাকা মজুরি প্রত্যাখ্যান করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। তারা ২৫ হাজার টাকা মজুরি নির্ধারণের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যৌক্তিক পরিমাণে মজুরি বৃদ্ধি না হওয়ার প্রতিবাদে আজ সমাবেশের ডাক দিয়েছে।

গত মঙ্গলবার বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মজুরি বৃদ্ধিতে আমাদের দাবি সরকারকে পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি। এই দাবি আদায়ে ১১ সংগঠন নিয়ে গঠিত হয়েছে ‘গার্মেন্ট শ্রমিক আন্দোলন’ প্ল্যাটফর্ম। এ প্ল্যাটফর্মের উদ্যোগে আজ আমরা প্রতিবাদ সমাবেশ করব।

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শ্রমিক নেতা অ্যাডভোকেট মন্টু ঘোষ সাংবাদিকদের বলেন, গার্মেন্ট শ্রমিক আন্দোলনের ব্যানারে মজুরি প্রত্যাখ্যান ও পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে। এ নিয়ে আজ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়া হয়েছে। এর আগে গত মঙ্গলবার বিকেলে সচিবালয়ে নতুন মজুরি ১২ হাজার ৫০০ টাকা ঘোষণা করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, যা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানানো হয়।

সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত আসার আগে গার্মেন্ট মালিকদের বৈঠক হয়। সেখানে পোশাকশ্রমিকদের জন্য ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব করে মালিকপক্ষ। মজুরি বোর্ডের ওই সভায় মালিকপক্ষের পাশাপাশি শ্রমিক প্রতিনিধিরাও অংশ নেন।

এতদিন ধরে পোশাকশ্রমিকরা ৮ হাজার টাকা ন্যূনতম মজুরি পাচ্ছিলেন। সর্বশেষ ২০১৮ সালে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল। সেই হিসেবে আগের তুলনায় তাদের ন্যূনতম মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা। তবে পোশাকশ্রমিকরা ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণের দাবিতে সম্প্রতি আন্দোলন করেছিলেন। শ্রমিক সংগঠনের নেতা ও সরকারের প্রতিনিধিদের বেতন বাড়ানোর প্রতিশ্রুতি পেয়ে তারা কাজে ফিরেন।