সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে শেয়ারবাজারে

আগের কার্যদিবসের মতো সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকালও উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। আর গতকাল যে পরিমাণ কোম্পানির শেয়ার দর বেড়েছে তার চেয়ে বেশি সংখ্যক কোম্পানির দর কমেছে।

গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮.৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৫৮.১৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.১৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩.৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে একহাজার ৩৬০.১৪ পয়েন্টে এবং দুই হাজার ১২০.৭৪ পয়েন্টে।

ডিএসইতে ২৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৬টির বা ২২.২২ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ৭৯টির বা ২৬.৬০ শতাংশের এবং ১৫২টির বা ৫১.১৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে গতকাল ৬৪৫ কোটি টাকার লেনদেন হয়েছে যা আগের কার্যদিবস থেকে ৩০৪ কোটি ৫২ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩৪০ কোটি ৪৮ লাখ টাকা।

এদিন অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৩৬.৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৫১.৫৫ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ২১.৩৩ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৩১.৯৫ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ২.০৬ পয়েন্ট এবং সিএসআই ২.৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৯৫.৬৭ পয়েন্টে, ১৩ হাজার ৩৬৮.৪১ পয়েন্টে, একহাজার ৩০৬.৮৯ পয়েন্টে এবং একহাজার ১৭৩.১৮ পয়েন্টে।

গতকাল সিএসইতে ১৩৫টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ৩৩টির আর অপরিবর্তিত রয়েছে ৫৪টি প্রতিষ্ঠানের। গতকাল সিএসইতে ১৮ কোটি ৫০ লাখ টাকার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৬টির বা ২২.২২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে খান ব্রাদার্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস খান ব্রাদার্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬০.১০ টাকা। গতকাল লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৬৯.০০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৮.৯০ টাকা বা ১৪.৮০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে খান ব্রাদার্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- তশরিফার ৯.৯৫ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৯.৮৪ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৯.৪৬ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৯.৪৩ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৭.৬৯ শতাংশ, বিডি থাইয়ের ৭.০৬ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৬.১৪ শতাংশ, এসকে ট্রিমসের ৫.৪১ শতাংশ এবং ইনটেকের শেয়ার দর ৪.৯৩ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৯টির বা ২৬.৬০ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে জেমিনি সী ফুডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস জেমিনি সী ফুডের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬০০.৩০ টাকা। গতকাল লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫৫৫.৩০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৪৫.০০ টাকা বা ৭.৪৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে জেমিনি সী ফুড ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এমবি ফার্মার ৫.৭৬ শতাংশ, জিকিউ বলপেনের ৪.৪৬ শতাংশ, লিবরা ইনফিউশনের ৩.৯৪ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৩.৭৮ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৩.৬০ শতাংশ, মেঘনা সিমেন্টের ৩.৪২ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ২.৯৭ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ২.৯০ শতাংশ এবং আফতাব অটোমোবাইলসের শেয়ার দর ২.৭২ শতাংশ কমেছে।

বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ , ৩০ কার্তিক ১৪৩০, ৩০ রবিউস সানি ১৪৪৫

সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে শেয়ারবাজারে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

আগের কার্যদিবসের মতো সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকালও উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। আর গতকাল যে পরিমাণ কোম্পানির শেয়ার দর বেড়েছে তার চেয়ে বেশি সংখ্যক কোম্পানির দর কমেছে।

গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮.৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৫৮.১৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.১৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩.৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে একহাজার ৩৬০.১৪ পয়েন্টে এবং দুই হাজার ১২০.৭৪ পয়েন্টে।

ডিএসইতে ২৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৬টির বা ২২.২২ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ৭৯টির বা ২৬.৬০ শতাংশের এবং ১৫২টির বা ৫১.১৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে গতকাল ৬৪৫ কোটি টাকার লেনদেন হয়েছে যা আগের কার্যদিবস থেকে ৩০৪ কোটি ৫২ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩৪০ কোটি ৪৮ লাখ টাকা।

এদিন অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৩৬.৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৫১.৫৫ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ২১.৩৩ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৩১.৯৫ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ২.০৬ পয়েন্ট এবং সিএসআই ২.৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৯৫.৬৭ পয়েন্টে, ১৩ হাজার ৩৬৮.৪১ পয়েন্টে, একহাজার ৩০৬.৮৯ পয়েন্টে এবং একহাজার ১৭৩.১৮ পয়েন্টে।

গতকাল সিএসইতে ১৩৫টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ৩৩টির আর অপরিবর্তিত রয়েছে ৫৪টি প্রতিষ্ঠানের। গতকাল সিএসইতে ১৮ কোটি ৫০ লাখ টাকার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৬টির বা ২২.২২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে খান ব্রাদার্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস খান ব্রাদার্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬০.১০ টাকা। গতকাল লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৬৯.০০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৮.৯০ টাকা বা ১৪.৮০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে খান ব্রাদার্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- তশরিফার ৯.৯৫ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৯.৮৪ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৯.৪৬ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৯.৪৩ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৭.৬৯ শতাংশ, বিডি থাইয়ের ৭.০৬ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৬.১৪ শতাংশ, এসকে ট্রিমসের ৫.৪১ শতাংশ এবং ইনটেকের শেয়ার দর ৪.৯৩ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৯টির বা ২৬.৬০ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে জেমিনি সী ফুডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস জেমিনি সী ফুডের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬০০.৩০ টাকা। গতকাল লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫৫৫.৩০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৪৫.০০ টাকা বা ৭.৪৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে জেমিনি সী ফুড ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এমবি ফার্মার ৫.৭৬ শতাংশ, জিকিউ বলপেনের ৪.৪৬ শতাংশ, লিবরা ইনফিউশনের ৩.৯৪ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৩.৭৮ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৩.৬০ শতাংশ, মেঘনা সিমেন্টের ৩.৪২ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ২.৯৭ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ২.৯০ শতাংশ এবং আফতাব অটোমোবাইলসের শেয়ার দর ২.৭২ শতাংশ কমেছে।