শেষের পথে ‘আগুনের পাখি’

গুণী নির্মাতা আউয়াল চৌধুরী পরিচালিত ‘আগুনের পাখি’ সিনেমার কাজ প্রায় শেষের পথে। আউয়াল চৌধুরী জানান তার কাহিনী, সংলাপ, চিত্রনাট্যে এবং শোভন বিশ^াসের সিনেমাটোগ্রাফিতে সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আহমেদ রুবেল, শতাব্দী ওয়াদুদ, জ্যোতিকা জ্যোতি, রমিজ রাজু, মেঘলা মুক্তা, ইমতিয়াজ বর্ষণসহ আরও অনেকে। সিনেমাটির সংগীত পরিচালনায় আছেন জাহিদ নীরব, কোরিওগ্রাফি করছেন ইমদাদুল হক খোকন এবং মেকাপে আছেন মানিক। আর দু-তিন দিন শুটিং শেষে ময়মনসিংহের ফুলবাড়িয়াতেই ক্যামেরা ক্লোজ হবে ‘আগুনের পাখি’ সিনেমার। পরিচালক আউয়াল চৌধুরী বলেন, ‘আগুনের পাখি মূলত একটি নারী জাগরনের সিনেমা। নারীর ভেতরের আত্মশক্তি, আত্মমর্যাদা জাগরণের সিনেমা। সবাই যার যার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলারই চেষ্টা করেছেন। আমি নির্মাতা হিসেবে শিল্পীদের উপর ভীষণ খুশি। শোভন সিনেমাটোগ্রাফি করছেন, এক কথায় দারুণ। মানিকের মেকাপ সম্পর্কে সবাই অবগত। সেতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে। আর জাহিদ নীরব এই প্রজন্মের একজন মেধাবী পরিচালক। সবমিলিয়ে আমার মনে হচ্ছে যে আগুনের পাখি-আমার মনের মতো পূর্ণাঙ্গ একটি সিনেমা হতে যাচ্ছে যা দর্শককে বিনোদিত করবে।’ নির্মাতা আউয়াল চৌধুরী জানান ঢাকায় ফিরেই দ্রুত সম্পাদনার কাজ শেষে অন্যান্য কাজ শেষ করে সেন্সরের জন্য জমা দেয়া হবে সিনেমাটি। ইচ্ছে আছে চলতি বছরেই সিনেমাটি মুক্তি দেবার। আউয়াল চৌধুরী এর আগে বহু নাটক নির্মাণ করেছেন। তার নির্মিত প্রথম সিনেমা ‘জনম জনম’। ২০১৯ সালে তিনি ‘যা ছিল অন্ধকারে’ নির্মাণ করে বেস্ট ডকুড্রামা নির্মাতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পেয়েছিলেন।

বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ , ৩০ কার্তিক ১৪৩০, ৩০ রবিউস সানি ১৪৪৫

শেষের পথে ‘আগুনের পাখি’

বিনোদন প্রতিবেদক

image

গুণী নির্মাতা আউয়াল চৌধুরী পরিচালিত ‘আগুনের পাখি’ সিনেমার কাজ প্রায় শেষের পথে। আউয়াল চৌধুরী জানান তার কাহিনী, সংলাপ, চিত্রনাট্যে এবং শোভন বিশ^াসের সিনেমাটোগ্রাফিতে সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আহমেদ রুবেল, শতাব্দী ওয়াদুদ, জ্যোতিকা জ্যোতি, রমিজ রাজু, মেঘলা মুক্তা, ইমতিয়াজ বর্ষণসহ আরও অনেকে। সিনেমাটির সংগীত পরিচালনায় আছেন জাহিদ নীরব, কোরিওগ্রাফি করছেন ইমদাদুল হক খোকন এবং মেকাপে আছেন মানিক। আর দু-তিন দিন শুটিং শেষে ময়মনসিংহের ফুলবাড়িয়াতেই ক্যামেরা ক্লোজ হবে ‘আগুনের পাখি’ সিনেমার। পরিচালক আউয়াল চৌধুরী বলেন, ‘আগুনের পাখি মূলত একটি নারী জাগরনের সিনেমা। নারীর ভেতরের আত্মশক্তি, আত্মমর্যাদা জাগরণের সিনেমা। সবাই যার যার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলারই চেষ্টা করেছেন। আমি নির্মাতা হিসেবে শিল্পীদের উপর ভীষণ খুশি। শোভন সিনেমাটোগ্রাফি করছেন, এক কথায় দারুণ। মানিকের মেকাপ সম্পর্কে সবাই অবগত। সেতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে। আর জাহিদ নীরব এই প্রজন্মের একজন মেধাবী পরিচালক। সবমিলিয়ে আমার মনে হচ্ছে যে আগুনের পাখি-আমার মনের মতো পূর্ণাঙ্গ একটি সিনেমা হতে যাচ্ছে যা দর্শককে বিনোদিত করবে।’ নির্মাতা আউয়াল চৌধুরী জানান ঢাকায় ফিরেই দ্রুত সম্পাদনার কাজ শেষে অন্যান্য কাজ শেষ করে সেন্সরের জন্য জমা দেয়া হবে সিনেমাটি। ইচ্ছে আছে চলতি বছরেই সিনেমাটি মুক্তি দেবার। আউয়াল চৌধুরী এর আগে বহু নাটক নির্মাণ করেছেন। তার নির্মিত প্রথম সিনেমা ‘জনম জনম’। ২০১৯ সালে তিনি ‘যা ছিল অন্ধকারে’ নির্মাণ করে বেস্ট ডকুড্রামা নির্মাতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পেয়েছিলেন।