সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচক কমলেও টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। আর গতকাল যে পরিমাণ কোম্পানির শেয়ার দর বেড়েছে তার চেয়ে বেশি সংখ্যক কোম্পানির দর কমেছে।
গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২২৬.৫৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.৭১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪.৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫১.০৪ পয়েন্টে এবং দুই হাজার ১০৫.৮১ পয়েন্টে।
ডিএসইতে ২৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৯টির বা ৬.৪৬ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১২৪টির বা ৪২.১৮ শতাংশের এবং ১৫১টির বা ৫১.৩৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে গতকাল ৪৪২ কোটি ৮৫ লাখ টাকার লেনদেন হয়েছে যা আগের কার্যদিবস থেকে ৯ কোটি ৯৯ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪৩৩ কোটি ৮৬ লাখ টাকা।
এদিন অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২৬.৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৭৯.৩১ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১৫.১৮ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ২.২৮ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ০.১২ পয়েন্ট এবং সিএসআই ১.৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৫২.৫৬ পয়েন্টে, ১৩ হাজার ২৮৫.৮৬ পয়েন্টে, এক হাজার ৩০৩.০২ পয়েন্টে এবং এক হাজার ১৬৭.৩৩ পয়েন্টে।
গতকাল সিএসইতে ১৩২টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯টির, কমেছে ৬৬টির আর অপরিবর্তিত রয়েছে ৪৭টি প্রতিষ্ঠানের। গতকাল সিএসইতে ৬ কোটি ২৭ লাখ টাকার লেনদেন হয়েছে।
গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯টির বা ৬.৪৬ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ওয়াইম্যাক্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।
আগের কার্যদিবস ওয়াইম্যাক্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২১.২০ টাকা। গতকাল লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৩.১০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১.৯০ টাকা বা ৮.৯৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ওয়াইম্যাক্সের ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ফাইন ফুডসের ৬.৩৮ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৪.০৯ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৩.৩২ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ২.৬৬ শতাংশ, ইন্ট্রাকোর ২.০৮ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ২.০১ শতাংশ, আজিজ পাইপসের ১.৭৫ শতাংশ, ঢাকা ডাইংয়ের ১.৩৫ শতাংশ এবং পূবালী ব্যাংকের শেয়ার দর ১.১৩ শতাংশ বেড়েছে।
গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৪টির বা ৪২.১৮ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে এমারেল্ড অয়েলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।
আগের কার্যদিবস এমারেল্ড অয়েলের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০৮.৪০ টাকা। গতকাল লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৯৮.৪০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা বা ৯.২২ শতাংশ কমেছে। এর মাধ্যমে এমারেল্ড অয়েলের ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যেÑ খুলনা প্রিন্টিংয়ের ৯.০৪ শতাংশ, এমবি ফার্মার ৭.১৩ শতাংশ, জেমিনি সি ফুডের ৬.৮৫ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৬.৩৩ শতাংশ, সিমটেক্সের ৬.০৪ শতাংশ, লিবরা ইনফিউশনের ৫.৯২ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৫.৭০ শতাংশ, মেঘনা সিমেন্টের ৫.৬৪ শতাংশ এবং হা-ওয়েল টেক্সটাইলের শেয়ার দর ৫.২৬ শতাংশ কমেছে।
মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ , ৬ অগ্রায়ন ১৪৩০, ৬ জমাদিউল আউয়াল ১৪৪৫
অর্থনৈতিক বার্তা পরিবেশক
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচক কমলেও টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। আর গতকাল যে পরিমাণ কোম্পানির শেয়ার দর বেড়েছে তার চেয়ে বেশি সংখ্যক কোম্পানির দর কমেছে।
গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২২৬.৫৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.৭১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪.৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৫১.০৪ পয়েন্টে এবং দুই হাজার ১০৫.৮১ পয়েন্টে।
ডিএসইতে ২৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৯টির বা ৬.৪৬ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১২৪টির বা ৪২.১৮ শতাংশের এবং ১৫১টির বা ৫১.৩৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে গতকাল ৪৪২ কোটি ৮৫ লাখ টাকার লেনদেন হয়েছে যা আগের কার্যদিবস থেকে ৯ কোটি ৯৯ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪৩৩ কোটি ৮৬ লাখ টাকা।
এদিন অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২৬.৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৭৯.৩১ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১৫.১৮ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ২.২৮ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ০.১২ পয়েন্ট এবং সিএসআই ১.৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৫২.৫৬ পয়েন্টে, ১৩ হাজার ২৮৫.৮৬ পয়েন্টে, এক হাজার ৩০৩.০২ পয়েন্টে এবং এক হাজার ১৬৭.৩৩ পয়েন্টে।
গতকাল সিএসইতে ১৩২টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯টির, কমেছে ৬৬টির আর অপরিবর্তিত রয়েছে ৪৭টি প্রতিষ্ঠানের। গতকাল সিএসইতে ৬ কোটি ২৭ লাখ টাকার লেনদেন হয়েছে।
গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯টির বা ৬.৪৬ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ওয়াইম্যাক্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।
আগের কার্যদিবস ওয়াইম্যাক্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২১.২০ টাকা। গতকাল লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৩.১০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১.৯০ টাকা বা ৮.৯৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ওয়াইম্যাক্সের ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ফাইন ফুডসের ৬.৩৮ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৪.০৯ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৩.৩২ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ২.৬৬ শতাংশ, ইন্ট্রাকোর ২.০৮ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ২.০১ শতাংশ, আজিজ পাইপসের ১.৭৫ শতাংশ, ঢাকা ডাইংয়ের ১.৩৫ শতাংশ এবং পূবালী ব্যাংকের শেয়ার দর ১.১৩ শতাংশ বেড়েছে।
গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৪টির বা ৪২.১৮ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে এমারেল্ড অয়েলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।
আগের কার্যদিবস এমারেল্ড অয়েলের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০৮.৪০ টাকা। গতকাল লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৯৮.৪০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা বা ৯.২২ শতাংশ কমেছে। এর মাধ্যমে এমারেল্ড অয়েলের ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যেÑ খুলনা প্রিন্টিংয়ের ৯.০৪ শতাংশ, এমবি ফার্মার ৭.১৩ শতাংশ, জেমিনি সি ফুডের ৬.৮৫ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৬.৩৩ শতাংশ, সিমটেক্সের ৬.০৪ শতাংশ, লিবরা ইনফিউশনের ৫.৯২ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৫.৭০ শতাংশ, মেঘনা সিমেন্টের ৫.৬৪ শতাংশ এবং হা-ওয়েল টেক্সটাইলের শেয়ার দর ৫.২৬ শতাংশ কমেছে।