হেলমেট বাহিনীর দৌরাত্ম্য, পোল্ট্রি ফিড কারখানায় হামলা-ভাঙচুর

নোয়াখালীর কোম্পানীগঞ্জে হেলমেট বাহিনী পোল্ট্রি ফিড কোম্পানির কারখানার কার্যালয়ের হামলা, ভাঙচুর ও বিস্ফোরণ ঘটিয়েছে। গত রোববার কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের গোয়ালের পোল এলাকার এ কে পোল্ট্র্রি ফিড কারখানায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে ৩০ থেকে ৪০টি মোটরসাইকেলে করে কোম্পানীগঞ্জের আলোচিত ‘হেলমেট’ বাহিনীর সদস্যরা উপজেলার সিরাজপুর ইউনিয়নের গোয়ালের পোল এলাকার বসুরহাট টু কবিরহাট সড়কের পাশের এ কে পোল্ট্রি ফিড কারখানার সামনে মহড়া দেন। তখন কারখানার ফটকে থাকা নিরাপত্তারক্ষী ভয়ে ভেতরের দিকে চলে যান। এরপর হেলমেট বাহিনীর সদস্যরা কারখানার কার্যালয়ের একটি কক্ষে ঢুকে হামলা ও ভাঙচুর শুরু করেন। একই সময় তারা বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটান। ভয় ও আতঙ্কে কারখানার পরিচালক ও কর্মচারীরা নিরাপদ স্থানে চলে যান। ভেতরে হামলা ও ভাঙচুর শেষে প্রায় ৪০ মিনিট তারা কারখানার সামনে ও আশপাশে মহড়া দেন। এ সময় কারখানার লোকজন জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে রাতে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হামলা ও ভাঙচুরে তাদের প্রায় ১২ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কারখানার পরিচালক শরফুদ্দিন ফারুক বলেন, ২০০০ সালে তার বাবা আবুল কালাম পোল্ট্রি ফিড কারখানাটি প্রতিষ্ঠা করেন। তাদের পরিবার কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নেই। সবার সঙ্গেই তাদের সুসম্পর্ক রয়েছে। কারো সঙ্গে কোনো বিরোধ নেই।

শরফুদ্দিন ফারুক আরও বলেন, ঘটনার সময় তিনি কারখানাতেই ছিলেন। হামলাকারীদের ভাঙচুর করতে দেখে তিনি দৌড়ে ভেতরের দিকে ঢুকে যান। এরপর তিনি থানায় ফোন দেন। প্রথমে কেউ ফোন ধরেননি। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন। হামলাকারীরা চলে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তারা জানতে চায়, কারা হামলা চালিয়েছে। কিন্তু হামলাকারীদের সবার মুখে মাস্ক ও মাথায় হেলমেট থাকায় তিনি কাউকে চিনতে পারেননি। এ ঘটনায় তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানায়, গত ১ মাস ধরে কোম্পানীগঞ্জে তৎপর উঠছে ‘হেলমেট’ বাহিনী। ক্ষমতাসীন দলের স্থানীয় এক ক্ষমতাধর নেতার আশ্রয়ে থাকা ‘হেলমেট’ বাহিনীর সদস্যরা কয়েক দিনে বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত ১৪ জন নেতাকর্মীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছেন। এ ঘটনায় প্রাণনাশের ভয়ে কেউ প্রশাসন ও পুলিশের কাছে অভিযোগ করছেন না।

কোম্পানীগঞ্জ থানার ওসি প্রণব চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থলে গিয়ে হামলা-ভাঙচুরের সত্যতা মিলে। তবে কে বা কারা হামলা করেছে তা কারখানার মালিক জানাতে পারেনি।

মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ , ৬ অগ্রায়ন ১৪৩০, ৬ জমাদিউল আউয়াল ১৪৪৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জ

হেলমেট বাহিনীর দৌরাত্ম্য, পোল্ট্রি ফিড কারখানায় হামলা-ভাঙচুর

প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর কোম্পানীগঞ্জে হেলমেট বাহিনী পোল্ট্রি ফিড কোম্পানির কারখানার কার্যালয়ের হামলা, ভাঙচুর ও বিস্ফোরণ ঘটিয়েছে। গত রোববার কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের গোয়ালের পোল এলাকার এ কে পোল্ট্র্রি ফিড কারখানায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে ৩০ থেকে ৪০টি মোটরসাইকেলে করে কোম্পানীগঞ্জের আলোচিত ‘হেলমেট’ বাহিনীর সদস্যরা উপজেলার সিরাজপুর ইউনিয়নের গোয়ালের পোল এলাকার বসুরহাট টু কবিরহাট সড়কের পাশের এ কে পোল্ট্রি ফিড কারখানার সামনে মহড়া দেন। তখন কারখানার ফটকে থাকা নিরাপত্তারক্ষী ভয়ে ভেতরের দিকে চলে যান। এরপর হেলমেট বাহিনীর সদস্যরা কারখানার কার্যালয়ের একটি কক্ষে ঢুকে হামলা ও ভাঙচুর শুরু করেন। একই সময় তারা বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটান। ভয় ও আতঙ্কে কারখানার পরিচালক ও কর্মচারীরা নিরাপদ স্থানে চলে যান। ভেতরে হামলা ও ভাঙচুর শেষে প্রায় ৪০ মিনিট তারা কারখানার সামনে ও আশপাশে মহড়া দেন। এ সময় কারখানার লোকজন জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে রাতে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হামলা ও ভাঙচুরে তাদের প্রায় ১২ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কারখানার পরিচালক শরফুদ্দিন ফারুক বলেন, ২০০০ সালে তার বাবা আবুল কালাম পোল্ট্রি ফিড কারখানাটি প্রতিষ্ঠা করেন। তাদের পরিবার কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নেই। সবার সঙ্গেই তাদের সুসম্পর্ক রয়েছে। কারো সঙ্গে কোনো বিরোধ নেই।

শরফুদ্দিন ফারুক আরও বলেন, ঘটনার সময় তিনি কারখানাতেই ছিলেন। হামলাকারীদের ভাঙচুর করতে দেখে তিনি দৌড়ে ভেতরের দিকে ঢুকে যান। এরপর তিনি থানায় ফোন দেন। প্রথমে কেউ ফোন ধরেননি। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন। হামলাকারীরা চলে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তারা জানতে চায়, কারা হামলা চালিয়েছে। কিন্তু হামলাকারীদের সবার মুখে মাস্ক ও মাথায় হেলমেট থাকায় তিনি কাউকে চিনতে পারেননি। এ ঘটনায় তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানায়, গত ১ মাস ধরে কোম্পানীগঞ্জে তৎপর উঠছে ‘হেলমেট’ বাহিনী। ক্ষমতাসীন দলের স্থানীয় এক ক্ষমতাধর নেতার আশ্রয়ে থাকা ‘হেলমেট’ বাহিনীর সদস্যরা কয়েক দিনে বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত ১৪ জন নেতাকর্মীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছেন। এ ঘটনায় প্রাণনাশের ভয়ে কেউ প্রশাসন ও পুলিশের কাছে অভিযোগ করছেন না।

কোম্পানীগঞ্জ থানার ওসি প্রণব চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থলে গিয়ে হামলা-ভাঙচুরের সত্যতা মিলে। তবে কে বা কারা হামলা করেছে তা কারখানার মালিক জানাতে পারেনি।