পাবনায় যাত্রীর ছুরিকাঘাতে বাসশ্রমিক নিহত, আটক ১

যাত্রীবাহী বাসে যাত্রী উঠানো-নামানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে যাত্রীর ছুরিকাঘাতে বাসের হেলপার নিহত হয়েছেন। নিহত জুবায়ের রহমান (২৫) পাবনা উপজেলা সদরের গাছপাড়া খাপাড়া মহল্লার জাহিদুল ইসলামের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন বাসের সুপারভাইজার সুমন হোসেন।

বাসের সুপারভাইজার সুমন জানান, গত রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার গাবতলী থেকে মাছরাঙ্গা পরিবহনের যাত্রীবাহী বাসটি পাবনার উদ্দেশ্যে রওনা দেয়।

পথে চান্দুরায় যাত্রী উঠানো-নামানোকে কেন্দ্র করে মারুফ হোসেন নামের বাসের এক যাত্রীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এরই জেরধরে গতকাল ভোরে বাসটি পাবনা বাস টার্মিনালে পৌঁছালে যাত্রী মারুফ হোসেন বাসের সুপারভাইজারকে ছুরিকাঘাত করতে থাকে। এ সময় সে দৌড়ে পালালে বাসের হেলপার জুবায়েরকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা জুবায়েরকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি রওশন আলী জানান, ঘটনার পরপরই টার্মিনাল এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যরা বাসের যাত্রী মারুফ হোসেনকে আটক করে।

মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ , ৬ অগ্রায়ন ১৪৩০, ৬ জমাদিউল আউয়াল ১৪৪৫

পাবনায় যাত্রীর ছুরিকাঘাতে বাসশ্রমিক নিহত, আটক ১

নিজস্ব বার্তা পরিবেশক, পাবনা

যাত্রীবাহী বাসে যাত্রী উঠানো-নামানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে যাত্রীর ছুরিকাঘাতে বাসের হেলপার নিহত হয়েছেন। নিহত জুবায়ের রহমান (২৫) পাবনা উপজেলা সদরের গাছপাড়া খাপাড়া মহল্লার জাহিদুল ইসলামের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন বাসের সুপারভাইজার সুমন হোসেন।

বাসের সুপারভাইজার সুমন জানান, গত রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার গাবতলী থেকে মাছরাঙ্গা পরিবহনের যাত্রীবাহী বাসটি পাবনার উদ্দেশ্যে রওনা দেয়।

পথে চান্দুরায় যাত্রী উঠানো-নামানোকে কেন্দ্র করে মারুফ হোসেন নামের বাসের এক যাত্রীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এরই জেরধরে গতকাল ভোরে বাসটি পাবনা বাস টার্মিনালে পৌঁছালে যাত্রী মারুফ হোসেন বাসের সুপারভাইজারকে ছুরিকাঘাত করতে থাকে। এ সময় সে দৌড়ে পালালে বাসের হেলপার জুবায়েরকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা জুবায়েরকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি রওশন আলী জানান, ঘটনার পরপরই টার্মিনাল এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যরা বাসের যাত্রী মারুফ হোসেনকে আটক করে।