২৫ বছরের জন্য দুই মাঠ পেলো বাফুফে

আগামী ২৫ বছরের জন্য কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম ও বাফুফে ভবন সংলগ্ন কৃত্রিম মাঠ দুটি মাঠের বরাদ্দ পেলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দুটি মাঠেরই পুনঃসংস্কারের প্রয়োজন ছিল। তাই ক্রীড়া পরিষদের কাছে ২৫ বছরের জন্য লিজ চায় বাফুফে। নানা পর্যালোচনা করে বাফুফের সেই আবেদন মঞ্জুর করেছে ক্রীড়া পরিষদ। গতকাল আনুষ্ঠানিক এক সম্মতিপত্রের মাধ্যমে বাফুফেকে দুই স্থাপনা পরবর্তী ২৫ বছর ব্যবহারের জন্য অনুমতি দিয়েছে সরকারি এই ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা। ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ ও বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন সম্মতিপত্রে সই করেন। জাতীয় ক্রীড়া পরিষদ নতুন এই সম্মতিপত্রে একটি শর্ত জুড়ে দিয়েছে। বাফুফে ফুটবল উন্নয়ন ও পরিচালনা কর্মকা- করতে পারলেও বাণিজ্যিক কোনো কাজ করতে পারবে না। বাফুফেকে এই শর্ত মেনেই ২৫ বছর এই স্থাপনা ব্যবহার করতে হবে। জাতীয় ক্রীড়া পরিষদের সম্মতিপত্র পেয়ে বাফুফে এখন ফিফার সঙ্গে আলোচনা করবে। টার্ফ স্থাপিত হবে ফিফার অর্থায়নে। ফিফার অন্যতম শর্ত জমির মালিকানা বা ব্যবহার স্বত্ত্ব ফেডারেশনের অধীনে থাকতে হবে। বাংলাদেশের জাতীয় সব স্থাপনাই জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে। জাতীয় ক্রীড়া পরিষদের অনুমতি পাওয়ায় এখন ফিফার প্রজেক্ট বাস্তবায়নে আর বাধা নেই বাফুফের। জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারি কিংবা মার্চের দিকে দুই মাঠে টার্ফ পুনঃস্থাপনের কাজ শুরু হবে।

বঙ্গবন্ধু ফেন্সিং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আনসার-ভিডিপি

সংবাদ স্পোর্টস ডেস্ক

বঙ্গবন্ধু ৮ম প্রেসিডেন্ট কাপ ফেন্সিং টুর্নামেন্টে সর্বাধিক পদক জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

গত ১৫-১৯ নভেম্বর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মোট ১৪টি ক্লাবের দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১০টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৭টি তাম্রসহ মোট ২৩টি পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফেন্সিং দল। অন্যদিকে, ১টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৩টি তাম্র পদক অর্জনের মাধ্যমে রানার্স-আপ হয় মিরপুর ফেন্সিং ক্লাব।

উক্ত প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিয়ার রহমান, বিশেষ অতিথি অর্থ সচিব শেখ মোহাম্মদ সেলিম উল্লাহ ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো. জিয়াউল হাসান। এছাড়া বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠক ও দর্শকরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ , ৬ অগ্রায়ন ১৪৩০, ৬ জমাদিউল আউয়াল ১৪৪৫

২৫ বছরের জন্য দুই মাঠ পেলো বাফুফে

ক্রীড়া বার্তা পরিবেশক

আগামী ২৫ বছরের জন্য কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম ও বাফুফে ভবন সংলগ্ন কৃত্রিম মাঠ দুটি মাঠের বরাদ্দ পেলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দুটি মাঠেরই পুনঃসংস্কারের প্রয়োজন ছিল। তাই ক্রীড়া পরিষদের কাছে ২৫ বছরের জন্য লিজ চায় বাফুফে। নানা পর্যালোচনা করে বাফুফের সেই আবেদন মঞ্জুর করেছে ক্রীড়া পরিষদ। গতকাল আনুষ্ঠানিক এক সম্মতিপত্রের মাধ্যমে বাফুফেকে দুই স্থাপনা পরবর্তী ২৫ বছর ব্যবহারের জন্য অনুমতি দিয়েছে সরকারি এই ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা। ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ ও বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন সম্মতিপত্রে সই করেন। জাতীয় ক্রীড়া পরিষদ নতুন এই সম্মতিপত্রে একটি শর্ত জুড়ে দিয়েছে। বাফুফে ফুটবল উন্নয়ন ও পরিচালনা কর্মকা- করতে পারলেও বাণিজ্যিক কোনো কাজ করতে পারবে না। বাফুফেকে এই শর্ত মেনেই ২৫ বছর এই স্থাপনা ব্যবহার করতে হবে। জাতীয় ক্রীড়া পরিষদের সম্মতিপত্র পেয়ে বাফুফে এখন ফিফার সঙ্গে আলোচনা করবে। টার্ফ স্থাপিত হবে ফিফার অর্থায়নে। ফিফার অন্যতম শর্ত জমির মালিকানা বা ব্যবহার স্বত্ত্ব ফেডারেশনের অধীনে থাকতে হবে। বাংলাদেশের জাতীয় সব স্থাপনাই জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে। জাতীয় ক্রীড়া পরিষদের অনুমতি পাওয়ায় এখন ফিফার প্রজেক্ট বাস্তবায়নে আর বাধা নেই বাফুফের। জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারি কিংবা মার্চের দিকে দুই মাঠে টার্ফ পুনঃস্থাপনের কাজ শুরু হবে।

বঙ্গবন্ধু ফেন্সিং টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আনসার-ভিডিপি

সংবাদ স্পোর্টস ডেস্ক

বঙ্গবন্ধু ৮ম প্রেসিডেন্ট কাপ ফেন্সিং টুর্নামেন্টে সর্বাধিক পদক জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

গত ১৫-১৯ নভেম্বর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মোট ১৪টি ক্লাবের দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১০টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৭টি তাম্রসহ মোট ২৩টি পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফেন্সিং দল। অন্যদিকে, ১টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৩টি তাম্র পদক অর্জনের মাধ্যমে রানার্স-আপ হয় মিরপুর ফেন্সিং ক্লাব।

উক্ত প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিয়ার রহমান, বিশেষ অতিথি অর্থ সচিব শেখ মোহাম্মদ সেলিম উল্লাহ ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো. জিয়াউল হাসান। এছাড়া বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠক ও দর্শকরা উপস্থিত ছিলেন।