অবরোধের নামে চলতে আগুন সন্ত্রাস

সারাদেশে ৯ যানবাহনে আগুন

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা চলমান অবরোধ কর্মসূচিতে সারাদেশে ৯ যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে রাজধানীর গুলিস্তানে সোয়া ২ ঘণ্টার ব্যবধানে দুইটি বাসে আগুন দেয়া হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, গতকাল দুপুর ১২টা ১৮ মিনিটে গুলিস্তানে হানিফ ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে আমাদের দুটি ইউনিট কাজ করে বাসের আগুন নির্বাপণ করে। এর আগে সকাল ১০টার দিকে গুলিস্তানে বাহন পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৭টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান শিকদার এই তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৬টি বাস এবং একটি পরিত্যক্ত প্রাইভেটকারে আগুন দেয়া হয়েছে। প্রতিটি অগ্নিকা-ে দুটি করে ইউনিট পাঠানো হলেও শুধু চারটি আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসকে কাজ করতে হয়েছে।

গত সোমবার বিকেলে ঢাকার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনে কর্মসংস্থান ব্যাংকের একটি স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ৭টা ৫ মিনিটে আশুলিয়া কবিরপুর বাসস্ট্যান্ডে ইতিহাস নামে একটি বাসে, রাত সাড়ে ৮টায় মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে একটি বাসে, রাত ৮টা ৪০ মিনিটে ফেনীর সালাউদ্দিন রোডে একটি বাসে, রাত ৯টা ৪৭ মিনিটে টিকাটুলীর রাজধানী সুপার মার্কেটের সামনে ডেল্টা লাইফ ইন্সুরেন্সের একটি স্টাফ বাসে, রাত ১২টা ৩৮ মিনিটে রায়েরবাগ এলাকায় একটি বাসে, রাত ২টা ২১ মিনিটে খিলগাঁওয়ের ত্রিমোহনী ব্রিজ এলাকায় (বনশ্রী মেইন রোড) রাস্তার পাশে রাখা পরিত্যক্ত একটি প্রাইভেটকারে আগুন দেয়া হয়।

গত ২৮ অক্টোবর থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তদের দেয়া মোট ২৭৪টি অগ্নিসংযোগের খবর পায় ফায়ার সার্ভিস। এতে ২৭০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিসংযোগ করা যানবাহনের মধ্যে রয়েছে ১৬৮টি বাস, ৪৪টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল এবং ২৭টি অন্যান্য গাড়ি। বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। গতকাল সকাল ৬টায় এ কর্মসূচি শুরু হয়েছে। যা চলবে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত।

image

গতকাল দুপুরে রাজধানীর গুলিস্তান এলাকায় বাসে আগুন -সংবাদ

আরও খবর
কিছুটা দাম কমেছে পেঁয়াজের, সরবরাহ বেড়েছে মুড়িকাটার
বাড়ছে শীতের তীব্রতা, শৈত্যপ্রবাহ শুরু হতে পারে আজ-কাল
১৮ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি সভা সমাবেশ করা যাবে না
হাতে লিখেছিলেন যার নাম, তার হাতেই প্রাণ গেল রুবিনার
সাড়ে ৩ হাজার মামলা পরিচালনায় বেসরকারি প্যানেল আইনজীবী নিয়োগ দিতে চায় শিক্ষা মন্ত্রণালয়
মেজর হাফিজকে বিদেশে যেতে বাধা
মা ও শিশুমৃত্যু কমেছে
পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী নিহত
ইউপিডিএফের ৪ নেতার মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩
নরসিংদী হানাদারমুক্ত দিবস উদযাপন, বিজয় র‌্যালি ও কনসার্ট

বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ , ২৮ অগ্রায়ন ১৪৩০, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৫

অবরোধের নামে চলতে আগুন সন্ত্রাস

সারাদেশে ৯ যানবাহনে আগুন

নিজস্ব বার্তা পরিবেশক

image

গতকাল দুপুরে রাজধানীর গুলিস্তান এলাকায় বাসে আগুন -সংবাদ

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা চলমান অবরোধ কর্মসূচিতে সারাদেশে ৯ যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে রাজধানীর গুলিস্তানে সোয়া ২ ঘণ্টার ব্যবধানে দুইটি বাসে আগুন দেয়া হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, গতকাল দুপুর ১২টা ১৮ মিনিটে গুলিস্তানে হানিফ ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে আমাদের দুটি ইউনিট কাজ করে বাসের আগুন নির্বাপণ করে। এর আগে সকাল ১০টার দিকে গুলিস্তানে বাহন পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৭টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান শিকদার এই তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৬টি বাস এবং একটি পরিত্যক্ত প্রাইভেটকারে আগুন দেয়া হয়েছে। প্রতিটি অগ্নিকা-ে দুটি করে ইউনিট পাঠানো হলেও শুধু চারটি আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসকে কাজ করতে হয়েছে।

গত সোমবার বিকেলে ঢাকার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনে কর্মসংস্থান ব্যাংকের একটি স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ৭টা ৫ মিনিটে আশুলিয়া কবিরপুর বাসস্ট্যান্ডে ইতিহাস নামে একটি বাসে, রাত সাড়ে ৮টায় মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে একটি বাসে, রাত ৮টা ৪০ মিনিটে ফেনীর সালাউদ্দিন রোডে একটি বাসে, রাত ৯টা ৪৭ মিনিটে টিকাটুলীর রাজধানী সুপার মার্কেটের সামনে ডেল্টা লাইফ ইন্সুরেন্সের একটি স্টাফ বাসে, রাত ১২টা ৩৮ মিনিটে রায়েরবাগ এলাকায় একটি বাসে, রাত ২টা ২১ মিনিটে খিলগাঁওয়ের ত্রিমোহনী ব্রিজ এলাকায় (বনশ্রী মেইন রোড) রাস্তার পাশে রাখা পরিত্যক্ত একটি প্রাইভেটকারে আগুন দেয়া হয়।

গত ২৮ অক্টোবর থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তদের দেয়া মোট ২৭৪টি অগ্নিসংযোগের খবর পায় ফায়ার সার্ভিস। এতে ২৭০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিসংযোগ করা যানবাহনের মধ্যে রয়েছে ১৬৮টি বাস, ৪৪টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল এবং ২৭টি অন্যান্য গাড়ি। বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। গতকাল সকাল ৬টায় এ কর্মসূচি শুরু হয়েছে। যা চলবে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত।