আজ জিততে চায় বাংলাদেশ ও ভারত

বাংলাদেশ-ভারত উভয় দলই জয় দিয়ে বিশ্বকাপ মূল পর্ব শুরু করতে চায়। মেগা এ ইভেন্টের আগে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে প্রতিবেশি দুই দেশ। বৃষ্টির কারণে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের প্রথম প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হয়। তাই দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে জয় চায় বাংলাদেশ। জয় পেতে মরিয়া ভারতও। কারণ নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হারতে হয় বিরাট কোহলির দলকে। কার্ডিফে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে এই ম্যাচটি।

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডজকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ফুরফুরে মেজাজেই ইংল্যান্ডের মাটিতে পা রাখে বাংলাদেশ। স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজের বৃষ্টিবিঘ্নিত ফাইনালে ক্যারিবিয়দের ৫ উইকেটের জয়ে সেরার মুকুট মাথায় পড়ে টাইগাররা।

অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপের উদ্দেশ্যে ইংল্যান্ড পৌঁছে বাংলাদেশ দল। মূল পর্বে খেলতে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ ছিল সাকিব-তামিমদের। তাই বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। মূল লড়াইয়ে নামার আগে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন বলে মনে করে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তবে ভারতের সঙ্গে বৃষ্টিকেও প্রতিপক্ষ হিসেবে মাথায় রাখছে টাইগাররা। কারণ আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ নিয়ে চিন্তায় ভারতও। কারণ প্রথম প্রস্তুতি ম্যাচে নিজেদের প্রমাণ করতে পারেনি ভারত। নিউজিল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে ভারতের ব্যাটিং লাইনআপ। নিউজিল্যান্ডের বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্টের বিধ্বংসী বোলিং তোপে ১১৫ রানেই ৮ উইকেট হারায় ভারত। টপ-অর্ডারের চার ব্যাটসম্যান একত্রে করেছেন ২৮ রান। শেষ দিকে রবীন্দ্র জাদেজার ৫০ বলে ৫৪ রান ভারতকে দ্রুত গুটিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। তারপরও ৬৪ বল বাকি রেখে ১৭৯ রানে অলআউট হয় ভারত। বিশ্বকাপ শুরুর আগে আজই শেষ হচ্ছে দলগুলোর অনুশীলন ম্যাচ।

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি পর্ব শুরু করলেও জয় নিয়ে মূল পর্বে খেলতে চায় ভারত। বাংলাদেশের বিপক্ষে জয়ই প্রধান লক্ষ্য বিরাট কোহলি বাহিনীর।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে বাংলাদেশ কোচ স্টিভ রোডসও জানান, ‘ম্যাচটি হলে অবশ্যই ভালো লাগত। দল বেশ ভালো অবস্থায় আছে। ভারতের বিপক্ষে ম্যাচে অনুশীলনের আরেকটি সুযোগ আমাদের আছে। সেদিকে তাকিয়ে আছি আমরা। এই ম্যাচ দিয়ে ভালো প্রস্তুতি নিয়ে আমরা বিশ্বকাপে মাঠে নামব।’ বাসস/ওয়েবসাইট।

মঙ্গলবার, ২৮ মে ২০১৯ , ১৪ জৈষ্ঠ্য ১৪২৫, ২২ রমজান ১৪৪০

আজ জিততে চায় বাংলাদেশ ও ভারত

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

বাংলাদেশ-ভারত উভয় দলই জয় দিয়ে বিশ্বকাপ মূল পর্ব শুরু করতে চায়। মেগা এ ইভেন্টের আগে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে প্রতিবেশি দুই দেশ। বৃষ্টির কারণে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের প্রথম প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হয়। তাই দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে জয় চায় বাংলাদেশ। জয় পেতে মরিয়া ভারতও। কারণ নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হারতে হয় বিরাট কোহলির দলকে। কার্ডিফে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে এই ম্যাচটি।

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডজকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ফুরফুরে মেজাজেই ইংল্যান্ডের মাটিতে পা রাখে বাংলাদেশ। স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজের বৃষ্টিবিঘ্নিত ফাইনালে ক্যারিবিয়দের ৫ উইকেটের জয়ে সেরার মুকুট মাথায় পড়ে টাইগাররা।

অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপের উদ্দেশ্যে ইংল্যান্ড পৌঁছে বাংলাদেশ দল। মূল পর্বে খেলতে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ ছিল সাকিব-তামিমদের। তাই বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। মূল লড়াইয়ে নামার আগে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন বলে মনে করে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তবে ভারতের সঙ্গে বৃষ্টিকেও প্রতিপক্ষ হিসেবে মাথায় রাখছে টাইগাররা। কারণ আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ নিয়ে চিন্তায় ভারতও। কারণ প্রথম প্রস্তুতি ম্যাচে নিজেদের প্রমাণ করতে পারেনি ভারত। নিউজিল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে ভারতের ব্যাটিং লাইনআপ। নিউজিল্যান্ডের বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্টের বিধ্বংসী বোলিং তোপে ১১৫ রানেই ৮ উইকেট হারায় ভারত। টপ-অর্ডারের চার ব্যাটসম্যান একত্রে করেছেন ২৮ রান। শেষ দিকে রবীন্দ্র জাদেজার ৫০ বলে ৫৪ রান ভারতকে দ্রুত গুটিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। তারপরও ৬৪ বল বাকি রেখে ১৭৯ রানে অলআউট হয় ভারত। বিশ্বকাপ শুরুর আগে আজই শেষ হচ্ছে দলগুলোর অনুশীলন ম্যাচ।

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি পর্ব শুরু করলেও জয় নিয়ে মূল পর্বে খেলতে চায় ভারত। বাংলাদেশের বিপক্ষে জয়ই প্রধান লক্ষ্য বিরাট কোহলি বাহিনীর।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে বাংলাদেশ কোচ স্টিভ রোডসও জানান, ‘ম্যাচটি হলে অবশ্যই ভালো লাগত। দল বেশ ভালো অবস্থায় আছে। ভারতের বিপক্ষে ম্যাচে অনুশীলনের আরেকটি সুযোগ আমাদের আছে। সেদিকে তাকিয়ে আছি আমরা। এই ম্যাচ দিয়ে ভালো প্রস্তুতি নিয়ে আমরা বিশ্বকাপে মাঠে নামব।’ বাসস/ওয়েবসাইট।