একাদশ সংসদের বাজেট অধিবেশন শুরু মঙ্গলবার

একাদশ জাতীয় সংসদের তৃতীয় ও ২০১৯ সালের বাজেট অধিবেশন আগামী মঙ্গলবার বিকেল ৫টায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী গত ১৩ মে এ অধিবেশন আহ্বান করেন। রীতি অনুযায়ী এবারের অধিবেশন দীর্ঘ হবে। তবে অধিবেশন শুরুর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে।

এ অধিবেশনেই ১৩ জুন ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করার কথা রয়েছে। এটি হবে একাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। এই বাজেট আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট। রাজনৈতিক ক্ষেত্রে নির্বাচনী ইশতেহার আর অর্থনৈতিক ক্ষেত্রে আয়-ব্যয় তথা প্রবৃদ্ধির সুষম বণ্টনে বিশেষ নজর দেয়া হচ্ছে এ বাজেটে। ফলে বাজেট অধিবেশন হিসাবে সংসদের তৃতীয় অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অর্থমন্ত্রী হিসেবে এবারই প্রথম বাজেট বক্তৃতা করবেন আ হ ম মুস্তফা কামাল। পুঁজিবাজারে দরপতন, বিএনপির সংসদে যোগদান, নতুন মন্ত্রিসভা, মেগা প্রকল্প বাস্তবায়ন, মাদক নির্মূলসহ নানা ইস্যুর কারণে এবারের বাজেট বেশ আলোচিত। নতুন বাজেটের আকার হবে প্রায় পাঁচ লাখ ২৫ হাজার কোটি টাকা। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন দেয়ার আগে এর আকারেও পরিবর্তন আসতে পারে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের প্রথম বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে তিন লাখ ৭২ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল তিন লাখ ৩৯ হাজার ২৮০ কোটি টাকা। এক বছরে রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়ছে ৩২ হাজার কোটি টাকা। আয়-ব্যয়ের বিশাল ঘাটতিও হবে এ যাবৎকালের সবচেয়ে বড়, যার পরিমাণ দেড় লাখ কোটি টাকারও বেশি।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন গত ২৪ এপ্রিল শুরু হয়ে ৩০ এপ্রিল শেষ হয়। ৫ কার্য দিবসের ওই অধিবেশনে ৩টি সরকারি বিল পাস হয় এবং একটি বিল উত্থাপন করা হয়। এছাড়া ওই অধিবেশনে সংসদ কার্যপ্রণালী বিধির ১৪৭ (১) বিধিতে সাধারণ আলোচনা শেষে সন্ত্রাস-যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়। দ্বিতীয় অধিবেশন চলাকালে বিএনপি থেকে নির্বাচিত ৫ জন সংসদ সদস্য শপথগ্রহণ করে অধিবেশনে অংশ নেন। এছাড়া গণফোরামের দু’জন সংসদ সদস্যও ওই অধিবেশনে অংশ নেন।

রবিবার, ০৯ জুন ২০১৯ , ২৬ জৈষ্ঠ্য ১৪২৫, ৫ শাওয়াল ১৪৪০

একাদশ সংসদের বাজেট অধিবেশন শুরু মঙ্গলবার

নিজস্ব বার্তা পরিবেশক

একাদশ জাতীয় সংসদের তৃতীয় ও ২০১৯ সালের বাজেট অধিবেশন আগামী মঙ্গলবার বিকেল ৫টায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী গত ১৩ মে এ অধিবেশন আহ্বান করেন। রীতি অনুযায়ী এবারের অধিবেশন দীর্ঘ হবে। তবে অধিবেশন শুরুর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে।

এ অধিবেশনেই ১৩ জুন ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করার কথা রয়েছে। এটি হবে একাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। এই বাজেট আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট। রাজনৈতিক ক্ষেত্রে নির্বাচনী ইশতেহার আর অর্থনৈতিক ক্ষেত্রে আয়-ব্যয় তথা প্রবৃদ্ধির সুষম বণ্টনে বিশেষ নজর দেয়া হচ্ছে এ বাজেটে। ফলে বাজেট অধিবেশন হিসাবে সংসদের তৃতীয় অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অর্থমন্ত্রী হিসেবে এবারই প্রথম বাজেট বক্তৃতা করবেন আ হ ম মুস্তফা কামাল। পুঁজিবাজারে দরপতন, বিএনপির সংসদে যোগদান, নতুন মন্ত্রিসভা, মেগা প্রকল্প বাস্তবায়ন, মাদক নির্মূলসহ নানা ইস্যুর কারণে এবারের বাজেট বেশ আলোচিত। নতুন বাজেটের আকার হবে প্রায় পাঁচ লাখ ২৫ হাজার কোটি টাকা। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন দেয়ার আগে এর আকারেও পরিবর্তন আসতে পারে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের প্রথম বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে তিন লাখ ৭২ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল তিন লাখ ৩৯ হাজার ২৮০ কোটি টাকা। এক বছরে রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়ছে ৩২ হাজার কোটি টাকা। আয়-ব্যয়ের বিশাল ঘাটতিও হবে এ যাবৎকালের সবচেয়ে বড়, যার পরিমাণ দেড় লাখ কোটি টাকারও বেশি।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন গত ২৪ এপ্রিল শুরু হয়ে ৩০ এপ্রিল শেষ হয়। ৫ কার্য দিবসের ওই অধিবেশনে ৩টি সরকারি বিল পাস হয় এবং একটি বিল উত্থাপন করা হয়। এছাড়া ওই অধিবেশনে সংসদ কার্যপ্রণালী বিধির ১৪৭ (১) বিধিতে সাধারণ আলোচনা শেষে সন্ত্রাস-যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়। দ্বিতীয় অধিবেশন চলাকালে বিএনপি থেকে নির্বাচিত ৫ জন সংসদ সদস্য শপথগ্রহণ করে অধিবেশনে অংশ নেন। এছাড়া গণফোরামের দু’জন সংসদ সদস্যও ওই অধিবেশনে অংশ নেন।