যেসব সুবিধা থাকছে পোশাক শ্রমিকদের ডিজিটাল ওয়ালেটে

পোশাক শিল্পের শ্রমিকদের জীবনমান উন্নয়নের অংশ হিসেবে ডিজিটাল পদ্ধতিতে তাদের বেতন প্রদানের যৌথ উদ্যোগ নিয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এবং সরকারের আইসিটি বিভাগ। আরএমজি ডিজিটাল ওয়ালেট নামের এই ওয়ালেটটির মাধ্যমে অনলাইনে কেনাকাটা করাসহ বিদ্যুৎ এবং সব সেবার বিল সহজেই পরিশোধ করতে পারবেন গার্মেন্ট শ্রমিকরা।

নতুন এই পদ্ধতিতে শ্রমিকদের ক্রেডিট প্রোফাইল তৈরি হবে, ফলে তারা যেকোন সমস্যায় আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়ার সুবিধা পাবেন। আগামী তিন মাসের মধ্যে স্বল্পপরিসরে পোশাক শিল্পে ডিজিটাল ওয়ালেট চালু বিষয়ে একটি পাইলট প্রকল্প করবে সরকারের আইসিটি বিভাগ। পরে তারা এবং বিজিএমইএ যৌথভাবে এটির বাস্তবায়ন করবে। ইতোমধ্যে দুই পক্ষ এ বিষয়ে একসঙ্গে কাজ করতে বৃহস্পতিবার একটি চুক্তিও করেছে। চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব ও বিজিএমইএর সচিব আবদুর রাজ্জাক। পাইলট প্রকল্পের পর আরও কিছু সুবিধাও এতে যুক্ত হতে পারে বলে জানিয়েছেন বিজিএমইএ নেতারা। বিজিএমইএ’র উত্তরা কার্যালয়ে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এতে সভাপতিত্ব করেন বিজিএমইএ’র সভাপতি ড. রুবানা হক।

রবিবার, ৩০ জুন ২০১৯ , ১৬ আষাঢ় ১৪২৫, ২৬ শাওয়াল ১৪৪০

যেসব সুবিধা থাকছে পোশাক শ্রমিকদের ডিজিটাল ওয়ালেটে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

পোশাক শিল্পের শ্রমিকদের জীবনমান উন্নয়নের অংশ হিসেবে ডিজিটাল পদ্ধতিতে তাদের বেতন প্রদানের যৌথ উদ্যোগ নিয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এবং সরকারের আইসিটি বিভাগ। আরএমজি ডিজিটাল ওয়ালেট নামের এই ওয়ালেটটির মাধ্যমে অনলাইনে কেনাকাটা করাসহ বিদ্যুৎ এবং সব সেবার বিল সহজেই পরিশোধ করতে পারবেন গার্মেন্ট শ্রমিকরা।

নতুন এই পদ্ধতিতে শ্রমিকদের ক্রেডিট প্রোফাইল তৈরি হবে, ফলে তারা যেকোন সমস্যায় আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়ার সুবিধা পাবেন। আগামী তিন মাসের মধ্যে স্বল্পপরিসরে পোশাক শিল্পে ডিজিটাল ওয়ালেট চালু বিষয়ে একটি পাইলট প্রকল্প করবে সরকারের আইসিটি বিভাগ। পরে তারা এবং বিজিএমইএ যৌথভাবে এটির বাস্তবায়ন করবে। ইতোমধ্যে দুই পক্ষ এ বিষয়ে একসঙ্গে কাজ করতে বৃহস্পতিবার একটি চুক্তিও করেছে। চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব ও বিজিএমইএর সচিব আবদুর রাজ্জাক। পাইলট প্রকল্পের পর আরও কিছু সুবিধাও এতে যুক্ত হতে পারে বলে জানিয়েছেন বিজিএমইএ নেতারা। বিজিএমইএ’র উত্তরা কার্যালয়ে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এতে সভাপতিত্ব করেন বিজিএমইএ’র সভাপতি ড. রুবানা হক।