নীলফামারীর জুয়েল হত্যা মামলার ২ আসামি এখনও অধরা

নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নের বিষমুড়ি এলাকায় নলকূপ বসানো নিয়ে বিরোধের জেরে মারপিটে নিহত নলকূপ মিস্ত্রি জুয়েল হোসেন (২২) হত্যা মামলায় চার আসামির মধ্যে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২২ জুন ভারতে পালিয়ে যাওয়ার সময় ডিমলা উপজেলার জুগিরডাঙ্গা এলাকা থেকে বাবা কালা মহির ও ছেলে ইদ্রিশ আলীকে গ্রেপ্তার করা হয়। অপর দুই জন কালা মহিরের ছেলে নুর কালাম ও নুরুজ্জামান এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

নীলফামারী নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি হারুন অর রশিদ গত ২০ জুন নীলফামারী থানায় অভিযোগ করে বলেন, রামনগর ইউনিয়নের বিষমুড়ি এলাকার প্রয়াত অফদ্দি মামুদের ছেলে কালা মহির(৫৪) তার বাড়িতে নলকুল বসানোর জন্য ইটাখোলা ইউনিয়নের শ্রীনাথ এলাকার প্রয়াত সুলতান মিয়ার ছেলে মিস্ত্রি জুয়েল হোসেনকে দায়িত্ব দেয়। গত বৃহস্পতিবার দুপুরে জুয়েল অন্য কাজে ব্যস্ত থাকায় নলকুপ পরে বসানোর কথা বললে কালা মহির, ছেলে ইদ্রিশ আলী, নুর কালাম ও নুরুজ্জামানসহ তার লোকজন ক্ষিপ্ত হয়ে উঠে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা জিআই পাইপ দিয়ে বেধরক মারপিট ও কিলঘুষি মারে। এলাকাবাসী ছুটে এসে গুরুতর আহত জুয়েলকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করায়। পরে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যায়। জুয়েল হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী গত শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাতিবান্ধা মোড়ে নীলফামারী-জলঢাকা সড়ক অবরোধ করে রাখে।

আরও খবর
ভোগান্তির নাম মানপাশা সেতু
উলিপুরে সরকারি দলের রোষানলে খাদ্য পরিদর্শক
নিম্নমানের সামগ্রীতে নির্মাণ হচ্ছে ভবন
কেন্দুয়ায় গার্মেন্ট কর্মীকে গণধর্ষণ মূলহোতা ধৃত
মুন্সীগঞ্জে পবিসের প্রিপেইড মিটার বন্ধে সভা মিছিল
ঝিনাইদহে পুলিশি অভিযানে ধৃত ৫
বাগেরহাটে ভ্যানচালক হত্যা : গ্রেফতার ২
বালিয়াকান্দি-নারুয়া-পাংশা সড়ক এখন মরণফাঁদ
শেরপুরে মোবাইল জুয়ায় আসক্ত তরুণরা : নিঃস্ব শত শত পরিবার
সুদ ব্যবসায়ীর ফাঁদে নিঃস্ব ১০ ব্যবসায়ী
বালিয়াকান্দিতে সালিশে হামলা আহত ৬ ধৃত ১
মির্জাপুর মহিলা কলেজ অধ্যক্ষ বরখাস্ত
ইটভাটার কালো ধোঁয়ায় মরছে গাছ বাড়ছে ব্যাধি
‘আসুন করি পান চাষ সুখে কাটাই বারো মাস’
কালিয়াকৈরে ‘বন্দুকযুদ্ধে’ ১৭ মামলার আসামি নিহত
বাগেরহাটে দুই বাড়িতে ডাকাতি : আটক ২

বুধবার, ০৩ জুলাই ২০১৯ , ১৯ আষাঢ় ১৪২৫, ২৯ শাওয়াল ১৪৪০

নীলফামারীর জুয়েল হত্যা মামলার ২ আসামি এখনও অধরা

জেলা বার্তা পরিবেশক, নীলফামারী

নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নের বিষমুড়ি এলাকায় নলকূপ বসানো নিয়ে বিরোধের জেরে মারপিটে নিহত নলকূপ মিস্ত্রি জুয়েল হোসেন (২২) হত্যা মামলায় চার আসামির মধ্যে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২২ জুন ভারতে পালিয়ে যাওয়ার সময় ডিমলা উপজেলার জুগিরডাঙ্গা এলাকা থেকে বাবা কালা মহির ও ছেলে ইদ্রিশ আলীকে গ্রেপ্তার করা হয়। অপর দুই জন কালা মহিরের ছেলে নুর কালাম ও নুরুজ্জামান এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

নীলফামারী নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি হারুন অর রশিদ গত ২০ জুন নীলফামারী থানায় অভিযোগ করে বলেন, রামনগর ইউনিয়নের বিষমুড়ি এলাকার প্রয়াত অফদ্দি মামুদের ছেলে কালা মহির(৫৪) তার বাড়িতে নলকুল বসানোর জন্য ইটাখোলা ইউনিয়নের শ্রীনাথ এলাকার প্রয়াত সুলতান মিয়ার ছেলে মিস্ত্রি জুয়েল হোসেনকে দায়িত্ব দেয়। গত বৃহস্পতিবার দুপুরে জুয়েল অন্য কাজে ব্যস্ত থাকায় নলকুপ পরে বসানোর কথা বললে কালা মহির, ছেলে ইদ্রিশ আলী, নুর কালাম ও নুরুজ্জামানসহ তার লোকজন ক্ষিপ্ত হয়ে উঠে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা জিআই পাইপ দিয়ে বেধরক মারপিট ও কিলঘুষি মারে। এলাকাবাসী ছুটে এসে গুরুতর আহত জুয়েলকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করায়। পরে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যায়। জুয়েল হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী গত শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাতিবান্ধা মোড়ে নীলফামারী-জলঢাকা সড়ক অবরোধ করে রাখে।