স্ত্রীকে খুন করে প্রতিবেশীকে জানিয়ে পালাল স্বামী

রাজধানীর মোহাম্মদপুরে শারমীন আক্তার (১৯) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার ম্যাকাপখান রোডের সাদেক আলী মার্কেটের পেছনে ৮২/১ নং বাসায় এ ঘটনা ঘটে। নিহতের স্বামী খোকন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। পালানোর আগে খোকন স্ত্রীকে কোপানোর কথা প্রতিবেশীদের জানিয়ে যায় বলে জানা গেছে।

মোহাম্মদপুর থানার ওসি গণেশ গোপাল বিশ্বাস জানান, তিন মাস ধরে ওই বাসায় ভাড়া থাকতেন শারমীন ও তার স্বামী অটো রিকশাচালক খোকন। পারিবারিক কলহের জেরে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। সোমবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে শারমিনকে দা দিয়ে কুপিয়ে বাসা থেকে বেরিয়ে যায় খোকন। যাওয়ার সময় সে প্রতিবেশীদের জানায়, শারমিনের সঙ্গে আমার ঝগড়া হয়েছে, আমি তাকে কুপিয়েছি। পরে প্রতিবেশীরা শারমিনকে দুই হাতের রগ কাটা ও শরীরের একাধিক স্থানে জখমসহ উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য শারমীনের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক স্বামী খোকনকেও গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বুধবার, ০৩ জুলাই ২০১৯ , ১৯ আষাঢ় ১৪২৫, ২৯ শাওয়াল ১৪৪০

স্ত্রীকে খুন করে প্রতিবেশীকে জানিয়ে পালাল স্বামী

নিজস্ব বার্তা পরিবেশক

রাজধানীর মোহাম্মদপুরে শারমীন আক্তার (১৯) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার ম্যাকাপখান রোডের সাদেক আলী মার্কেটের পেছনে ৮২/১ নং বাসায় এ ঘটনা ঘটে। নিহতের স্বামী খোকন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। পালানোর আগে খোকন স্ত্রীকে কোপানোর কথা প্রতিবেশীদের জানিয়ে যায় বলে জানা গেছে।

মোহাম্মদপুর থানার ওসি গণেশ গোপাল বিশ্বাস জানান, তিন মাস ধরে ওই বাসায় ভাড়া থাকতেন শারমীন ও তার স্বামী অটো রিকশাচালক খোকন। পারিবারিক কলহের জেরে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। সোমবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে শারমিনকে দা দিয়ে কুপিয়ে বাসা থেকে বেরিয়ে যায় খোকন। যাওয়ার সময় সে প্রতিবেশীদের জানায়, শারমিনের সঙ্গে আমার ঝগড়া হয়েছে, আমি তাকে কুপিয়েছি। পরে প্রতিবেশীরা শারমিনকে দুই হাতের রগ কাটা ও শরীরের একাধিক স্থানে জখমসহ উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য শারমীনের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক স্বামী খোকনকেও গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।