বিমানবিধ্বংসী নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা রাশিয়ার

রাশিয়া নতুন করে বিমানবিধ্বংসী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। গত মঙ্গলবার রাশিয়ার বিমান ও ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী প্রতিরক্ষা কমান্ডের মুখপাত্র কর্নেল পাভেল কুজমিন এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা কথা জানিয়েছেন। কয়েক দফা পরীক্ষার চালানোর পর নতুন এ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, নতুন এ ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে মূলত শত্রুর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য। পরীক্ষার জন্য এ ক্ষেপণাস্ত্র কাজাখস্তানের সারি-শাগান পরীক্ষা কেন্দ্র থেকে ছোড়া হয়েছিল। তবে এ বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু বলা হয়নি। এই কাজাখস্তানের সারি-শাগান পরীক্ষা কেন্দ্র থেকেই মস্কো গত বছর কমপক্ষে পাঁচবার এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।

রুশ মুখপাত্র জানিয়েছেন, নতুন করে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে তবে এরই মধ্যে তা রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র বহরে যুক্ত হয়েছে।

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০১৯ , ২০ আষাঢ় ১৪২৫, ৩০ শাওয়াল ১৪৪০

বিমানবিধ্বংসী নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা রাশিয়ার

সংবাদ ডেস্ক

রাশিয়া নতুন করে বিমানবিধ্বংসী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। গত মঙ্গলবার রাশিয়ার বিমান ও ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী প্রতিরক্ষা কমান্ডের মুখপাত্র কর্নেল পাভেল কুজমিন এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা কথা জানিয়েছেন। কয়েক দফা পরীক্ষার চালানোর পর নতুন এ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, নতুন এ ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে মূলত শত্রুর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য। পরীক্ষার জন্য এ ক্ষেপণাস্ত্র কাজাখস্তানের সারি-শাগান পরীক্ষা কেন্দ্র থেকে ছোড়া হয়েছিল। তবে এ বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু বলা হয়নি। এই কাজাখস্তানের সারি-শাগান পরীক্ষা কেন্দ্র থেকেই মস্কো গত বছর কমপক্ষে পাঁচবার এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।

রুশ মুখপাত্র জানিয়েছেন, নতুন করে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে তবে এরই মধ্যে তা রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র বহরে যুক্ত হয়েছে।