বিচারবহির্ভূত হত্যা কি কেউ সমর্থন করে আমরাও করি না

কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাভাবিকভাবে বিচারবহির্ভূত হত্যাকান্ড কি কেউ সমর্থন করে? এটা আমরা করি না। ‘ক্রসফায়ার’ আর ‘এনকাউন্টার’ এক বিষয় নয়, আর তার দলও ‘বিচারবহির্ভূত হত্যা’ সমর্থন করে না বলে জানান তিনি। গতকাল আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় বরগুনায় শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ ওরফে নয়ন বন্ড পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় হাইকোর্টের একটি পর্যবেক্ষণের বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আর্কষণ করলে ওবায়দুল কাদের বলেন, সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটাকে বিচারবহির্ভূত হত্যাকান্ড বলেনি। এখানে এনকাউন্টারের বিষয়টি বলা হয়েছে। ক্রসফায়ার আর এনকাউন্টার এক বিষয় নয়। যেটা হয়েছে সেটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন।’ বরগুনার ঘটনা ‘বিচারবহির্ভূত হত্যাকান্ড’ কি না- সেই প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এটা হাইকোর্টের পর্যবেক্ষণ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে এর কোন স্বীকৃতি নেই। হাইকোর্টের মন্তব্য হাইকোর্ট করতে পারে।’

গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে মন্ত্রী বলেন, গ্যাসের দাম বাড়ানোর কিছু যৌক্তিক কারণ আছে। এটা পুনর্বিবেচনা করা হবে কি-না সেটা সরকারের উচ্চপর্যায়ের ব্যাপার। তবে আমার মনে হয় না বিবেচনার সুযোগ আছে। গ্যাসের জন্য এখনো অনেক ভর্তুকি দিতে হয়।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে ওবায়দুল কাদের বলেন, চীন আমাদের উন্নয়ন সহযোগী। প্রধানমন্ত্রীর সফরে চীনের সঙ্গে ২ বিলিয়ন ডলারের সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এটাকে উড়িয়ে দেয়া যায় না। সমঝোতা হয়েছে উন্নয়নের জন্য। চীন সফরে রোহিঙ্গা ফিরিয়ে নেয়ার বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রী। চীনের কাছ থেকে আশ্বাস পাওয়া গেছে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে মায়ানমারকে চীন চাপ প্রয়োগ করবে। কিন্তু উন্নয়ন বিএনপির নেতারা দেখেন না। উন্নয়ন দেখার জন্য তাদের পাওয়ারের চশমা পড়া দরকার। আসলে বিএনপি ক্ষমতায় থেকে যে প্র্যাক্টিসটা করেছে তারা সেটাই দেখছেন। এখন তারা সেটা করতে পারছেন না বলে এ গাত্রদাহের কারণ।

খালেদা জিয়া দীর্ঘদিন হাসপাতালে আছেন। কোন সমঝোতা হয়েছে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, তিনি কেন এতদিন হাসপাতালে আছেন সেটা কারা কর্তৃপক্ষ বলতে পারবে। একটা মেডিকেল বোর্ড আছে, তিনি কতদিন হাসপাতালে থাকবেন সেটা মেডিকেল বোর্ড দেখবে। তিনি পুরোপুরি সুস্থ হয়ে গেলে হাসপাতালে থাকবেন কি-না সেটা মেডিকেল বোর্ড দেখবে। তবে, খালেদা জিয়া প্যারোল চাইলে সেটা সরকার দেখবে।’ তিনি কি প্যারোল চেয়েছেন এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কেন চাইবেন। প্যারোলের কতগুল শর্ত থাকে। যদি কোন কারণ না থাকে, তাহলে প্যারোল চাইবেন কেন।

পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধী দলের নেতা শেখ হাসিনার ট্রেনে গুলির মামলার রায় নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোন মামলার রায় বিএনপির বিরুদ্ধে গেলে সেটাতে সরকারের হস্তক্ষেপ বলে অভিযোগ করা এটা তাদের গতানুগতিক বক্তব্য। আদালতের কোন বিএনপির বিরুদ্ধে গেলে সেটা সরকারের ওপর চাপানো বিএনপির পুরোনো অভ্যাস। এতে নতুনত্ব কিছু নেই।

শনিবার, ০৬ জুলাই ২০১৯ , ২২ আষাঢ় ১৪২৫, ২ জ্বিলকদ ১৪৪০

বিচারবহির্ভূত হত্যা কি কেউ সমর্থন করে আমরাও করি না

কাদের

নিজস্ব বার্তা পরিবেশক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাভাবিকভাবে বিচারবহির্ভূত হত্যাকান্ড কি কেউ সমর্থন করে? এটা আমরা করি না। ‘ক্রসফায়ার’ আর ‘এনকাউন্টার’ এক বিষয় নয়, আর তার দলও ‘বিচারবহির্ভূত হত্যা’ সমর্থন করে না বলে জানান তিনি। গতকাল আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় বরগুনায় শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ ওরফে নয়ন বন্ড পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় হাইকোর্টের একটি পর্যবেক্ষণের বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আর্কষণ করলে ওবায়দুল কাদের বলেন, সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটাকে বিচারবহির্ভূত হত্যাকান্ড বলেনি। এখানে এনকাউন্টারের বিষয়টি বলা হয়েছে। ক্রসফায়ার আর এনকাউন্টার এক বিষয় নয়। যেটা হয়েছে সেটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন।’ বরগুনার ঘটনা ‘বিচারবহির্ভূত হত্যাকান্ড’ কি না- সেই প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এটা হাইকোর্টের পর্যবেক্ষণ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে এর কোন স্বীকৃতি নেই। হাইকোর্টের মন্তব্য হাইকোর্ট করতে পারে।’

গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে মন্ত্রী বলেন, গ্যাসের দাম বাড়ানোর কিছু যৌক্তিক কারণ আছে। এটা পুনর্বিবেচনা করা হবে কি-না সেটা সরকারের উচ্চপর্যায়ের ব্যাপার। তবে আমার মনে হয় না বিবেচনার সুযোগ আছে। গ্যাসের জন্য এখনো অনেক ভর্তুকি দিতে হয়।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে ওবায়দুল কাদের বলেন, চীন আমাদের উন্নয়ন সহযোগী। প্রধানমন্ত্রীর সফরে চীনের সঙ্গে ২ বিলিয়ন ডলারের সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এটাকে উড়িয়ে দেয়া যায় না। সমঝোতা হয়েছে উন্নয়নের জন্য। চীন সফরে রোহিঙ্গা ফিরিয়ে নেয়ার বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রী। চীনের কাছ থেকে আশ্বাস পাওয়া গেছে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে মায়ানমারকে চীন চাপ প্রয়োগ করবে। কিন্তু উন্নয়ন বিএনপির নেতারা দেখেন না। উন্নয়ন দেখার জন্য তাদের পাওয়ারের চশমা পড়া দরকার। আসলে বিএনপি ক্ষমতায় থেকে যে প্র্যাক্টিসটা করেছে তারা সেটাই দেখছেন। এখন তারা সেটা করতে পারছেন না বলে এ গাত্রদাহের কারণ।

খালেদা জিয়া দীর্ঘদিন হাসপাতালে আছেন। কোন সমঝোতা হয়েছে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, তিনি কেন এতদিন হাসপাতালে আছেন সেটা কারা কর্তৃপক্ষ বলতে পারবে। একটা মেডিকেল বোর্ড আছে, তিনি কতদিন হাসপাতালে থাকবেন সেটা মেডিকেল বোর্ড দেখবে। তিনি পুরোপুরি সুস্থ হয়ে গেলে হাসপাতালে থাকবেন কি-না সেটা মেডিকেল বোর্ড দেখবে। তবে, খালেদা জিয়া প্যারোল চাইলে সেটা সরকার দেখবে।’ তিনি কি প্যারোল চেয়েছেন এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কেন চাইবেন। প্যারোলের কতগুল শর্ত থাকে। যদি কোন কারণ না থাকে, তাহলে প্যারোল চাইবেন কেন।

পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধী দলের নেতা শেখ হাসিনার ট্রেনে গুলির মামলার রায় নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোন মামলার রায় বিএনপির বিরুদ্ধে গেলে সেটাতে সরকারের হস্তক্ষেপ বলে অভিযোগ করা এটা তাদের গতানুগতিক বক্তব্য। আদালতের কোন বিএনপির বিরুদ্ধে গেলে সেটা সরকারের ওপর চাপানো বিএনপির পুরোনো অভ্যাস। এতে নতুনত্ব কিছু নেই।