ভয়াবহ সংকটে এয়ার ইন্ডিয়া

ভয়াবহ আর্থিক সংকটে পড়েছে ভারতের রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া। অর্থ সংকটের মুখে কর্মীদের পদোন্নতি ও নতুন কর্মী নিয়োগ বন্ধ করে দিয়েছে সংস্থাটি। কারণ কর্মীদের বেতন দেয়ার মতো পর্যাপ্ত অর্থ নেই।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এ বিমান সংস্থার হাতে রয়েছে এখন মাত্র ২ হাজার ৫০০ কোটি রুপি। কিন্তু প্রতি মাসে বেতন বাবদ দিতে হয় ৩০০ কোটি রুপি। তাছাড়া রয়েছে অন্যান্য খরচ। এ অবস্থায় ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে সংস্থার আর্থিক অবস্থা। এ অবস্থায় কর্মীদের বেতন না বাড়িয়ে, নতুন করে কোন নিয়োগ না করে এভাবেই সংস্থার খরচ কমানোর চেষ্টা করছে এয়ার ইন্ডিয়া। জানা গেছে, সরকার ওই বিমান সংস্থাকে সার্বভৌম গ্যারান্টি হিসেবে দিয়েছে সাত হাজার কোটি টাকা যার মধ্যে বিমান সংস্থাটির কাছে রয়েছে আপাতত ২ হাজার ৫০০ কোটি রুপি যা দ্রুত কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। এ ২৫০০ কোটি রুপি খরচ হয়ে যাবে বিভিন্ন ভেন্ডারের পাওনা মেটাতে যার মধ্যে রয়েছে তেল সংস্থা, এয়ারপোর্ট অপারেটর এবং কয়েক মাসের বেতন।

তহবিলের জন্য এয়ার ইন্ডিয়ার মতো রাষ্ট্রায়ত্ত সংস্থাকে কঠিন অবস্থায় মধ্যে দিয়ে কাটাতে হচ্ছে। জারি করা নির্দেশিকাতে এয়ার ইন্ডিয়ার কর্মীদের এই বিষয়ে সাফ জানিয়ে দেয়া হয়েছে। বলা হয়েছে, প্রমোশন ও নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া স্থগিত করা হলো। বিনিয়োগকারীদের ক্ষেত্রে সংস্থার পক্ষ থেকে সব রকম চেষ্টা চালানো হচ্ছে। খুব শীঘ্রই সব সমস্যা কেটে যাবে বলেও কর্মীদের আশ্বাস দেয়া হয়েছে।

মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯ , ৮ শ্রাবন ১৪২৫, ১৯ জিলকদ ১৪৪০

ভয়াবহ সংকটে এয়ার ইন্ডিয়া

সংবাদ ডেস্ক

ভয়াবহ আর্থিক সংকটে পড়েছে ভারতের রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া। অর্থ সংকটের মুখে কর্মীদের পদোন্নতি ও নতুন কর্মী নিয়োগ বন্ধ করে দিয়েছে সংস্থাটি। কারণ কর্মীদের বেতন দেয়ার মতো পর্যাপ্ত অর্থ নেই।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এ বিমান সংস্থার হাতে রয়েছে এখন মাত্র ২ হাজার ৫০০ কোটি রুপি। কিন্তু প্রতি মাসে বেতন বাবদ দিতে হয় ৩০০ কোটি রুপি। তাছাড়া রয়েছে অন্যান্য খরচ। এ অবস্থায় ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে সংস্থার আর্থিক অবস্থা। এ অবস্থায় কর্মীদের বেতন না বাড়িয়ে, নতুন করে কোন নিয়োগ না করে এভাবেই সংস্থার খরচ কমানোর চেষ্টা করছে এয়ার ইন্ডিয়া। জানা গেছে, সরকার ওই বিমান সংস্থাকে সার্বভৌম গ্যারান্টি হিসেবে দিয়েছে সাত হাজার কোটি টাকা যার মধ্যে বিমান সংস্থাটির কাছে রয়েছে আপাতত ২ হাজার ৫০০ কোটি রুপি যা দ্রুত কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। এ ২৫০০ কোটি রুপি খরচ হয়ে যাবে বিভিন্ন ভেন্ডারের পাওনা মেটাতে যার মধ্যে রয়েছে তেল সংস্থা, এয়ারপোর্ট অপারেটর এবং কয়েক মাসের বেতন।

তহবিলের জন্য এয়ার ইন্ডিয়ার মতো রাষ্ট্রায়ত্ত সংস্থাকে কঠিন অবস্থায় মধ্যে দিয়ে কাটাতে হচ্ছে। জারি করা নির্দেশিকাতে এয়ার ইন্ডিয়ার কর্মীদের এই বিষয়ে সাফ জানিয়ে দেয়া হয়েছে। বলা হয়েছে, প্রমোশন ও নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া স্থগিত করা হলো। বিনিয়োগকারীদের ক্ষেত্রে সংস্থার পক্ষ থেকে সব রকম চেষ্টা চালানো হচ্ছে। খুব শীঘ্রই সব সমস্যা কেটে যাবে বলেও কর্মীদের আশ্বাস দেয়া হয়েছে।