কাবুলে বিস্ফোরণ : ১৫ জন নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে সরকারি কর্মচারীদের বহনকারী একটি বাসে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ৩০ জন। গত বৃহস্পতিবারের এ ঘটনার পর কাবুলে আরও দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে বলে সরকারি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি বলেন, বাসে বিস্ফোরণটি যেখানে ঘটেছে তার কাছেই আরেকটি বিস্ফোরণ ঘটে, তৃতীয় আরেকটি বিস্ফোরণ নগরীর পূর্বাংশে আঘাত হেনেছে। এ দুটি বিস্ফোরণেও হতাহতের আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।’ খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের কর্মচারীদের বহনকারী বাসটির নিচে একটি চুম্বক বোমা লাগিয়ে দেয়া হয়েছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিস্ফোরণের পর মিনিবাসটিতে আগুন ধরে যায় এবং তিনি বেশ কয়েকজন আহতকেসহ কয়েকটি মৃতদেহ দেখেছেন। কোন জঙ্গি গোষ্ঠী তিনটি বিস্ফোরণের কোনটির দায় স্বীকার করেনি। গাড়ির নিচে বোমা রাখা কাবুলে চালানো হামলাগুলোর একটি পরিচিত ধরন।

শুক্রবার, ২৬ জুলাই ২০১৯ , ১১ শ্রাবন ১৪২৫, ২২ জিলকদ ১৪৪০

কাবুলে বিস্ফোরণ : ১৫ জন নিহত

সংবাদ ডেস্ক |

আফগানিস্তানের রাজধানী কাবুলে সরকারি কর্মচারীদের বহনকারী একটি বাসে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ৩০ জন। গত বৃহস্পতিবারের এ ঘটনার পর কাবুলে আরও দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে বলে সরকারি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি বলেন, বাসে বিস্ফোরণটি যেখানে ঘটেছে তার কাছেই আরেকটি বিস্ফোরণ ঘটে, তৃতীয় আরেকটি বিস্ফোরণ নগরীর পূর্বাংশে আঘাত হেনেছে। এ দুটি বিস্ফোরণেও হতাহতের আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।’ খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের কর্মচারীদের বহনকারী বাসটির নিচে একটি চুম্বক বোমা লাগিয়ে দেয়া হয়েছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিস্ফোরণের পর মিনিবাসটিতে আগুন ধরে যায় এবং তিনি বেশ কয়েকজন আহতকেসহ কয়েকটি মৃতদেহ দেখেছেন। কোন জঙ্গি গোষ্ঠী তিনটি বিস্ফোরণের কোনটির দায় স্বীকার করেনি। গাড়ির নিচে বোমা রাখা কাবুলে চালানো হামলাগুলোর একটি পরিচিত ধরন।