বাচসাসের নেতৃত্বে ফালগুনী হামিদ-কামরুজ্জামান বাবু

চলচ্চিত্র সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সংগঠনের (বাচসাস) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি ফালগুনী হামিদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান বাবু। গত শুক্রবার (২৬ জুলাই) দুপুর ১২টা থেকে ৬টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ হয়। সারারাত ভোট গণনা শেষে শনিবার (২৭ জুলাই) সকালে নির্বাচনের ফল প্রকাশ করা হয়েছে। এতে সভাপতি ফালগুনী হামিদ পেয়েছেন ৩৬৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী ফারুক বাবুল পেয়েছেন ৮৬টি ভোট। সাধারণ সম্পাদক পদে কামরুজ্জামান বাবু ১৬১ ভোট পেয়ে জয়ী হয়েছেন ও নিকটতম প্রতিদ্বন্দ্বী শপথ চৌধুরী পেয়েছেন ১৫৯ ভোট।

নির্বাচনে ২১ পদের বিপরীতে মোট ৪৬ জন প্রার্থী অংশ নেন। অন্যান্য বিজয়ী প্রার্থীদের মধ্যে সহসভাপতি বাদল আহমেদ ও সৈকত সালাউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক রিমন মাহফুজ, অর্থ সম্পাদক মঈন আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক রাহাত সাইফুল,

আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক শফিকুল আলম মিলন, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক মুজাহিদ সামিউল্লাহ, সমাজকল্যাণ মহিলা বিষয়ক সম্পাদক শ্রাবণী হাওলাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সুফিয়ান রতন, দফতর সম্পাদক নিপু বড়ুয়া। বিজয়ী নির্বাহী সদস্যরা হলেন- লিটন এরশাদ, আবিদা নাসরিন কলি, ইব্রাহিম খলিল খোকন, অঞ্জন রহমান, রেজাউল করিম রেজা, তুষার আদিত্য, মাহমুদ মানজুর, ইরানী বিশ্বাস, লিটন রহমান।

এবার প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক আলিমুজ্জামান হারু। এছাড়া কমিশনার হিসেবে ছিলেন- এরফানুল হক নাহিদ, মাহাবুবুর রহমান, আলমগীর কানাই চক্রবর্তী ও আবুল হোসেন মজুমদার। নির্বাচিতরা আগামী দুই বছরের জন্য (২০১৯-২১) চলচ্চিত্র সাংবাদিক সংগঠনটির নেতৃত্ব দেবেন। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয় বাচসাস। জন্মলগ্নে এর নাম ছিল ‘পাকিস্তান চলচ্চিত্র সাংবাদিক সমিতি’। দেশ স্বাধীন হওয়ার পর নাম পরিবর্তন করে হয় ‘বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)’।

রবিবার, ২৮ জুলাই ২০১৯ , ১৩ শ্রাবন ১৪২৫, ২৪ জিলকদ ১৪৪০

বাচসাসের নেতৃত্বে ফালগুনী হামিদ-কামরুজ্জামান বাবু

বিনোদন প্রতিবেদক

image

চলচ্চিত্র সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সংগঠনের (বাচসাস) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি ফালগুনী হামিদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান বাবু। গত শুক্রবার (২৬ জুলাই) দুপুর ১২টা থেকে ৬টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ হয়। সারারাত ভোট গণনা শেষে শনিবার (২৭ জুলাই) সকালে নির্বাচনের ফল প্রকাশ করা হয়েছে। এতে সভাপতি ফালগুনী হামিদ পেয়েছেন ৩৬৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী ফারুক বাবুল পেয়েছেন ৮৬টি ভোট। সাধারণ সম্পাদক পদে কামরুজ্জামান বাবু ১৬১ ভোট পেয়ে জয়ী হয়েছেন ও নিকটতম প্রতিদ্বন্দ্বী শপথ চৌধুরী পেয়েছেন ১৫৯ ভোট।

নির্বাচনে ২১ পদের বিপরীতে মোট ৪৬ জন প্রার্থী অংশ নেন। অন্যান্য বিজয়ী প্রার্থীদের মধ্যে সহসভাপতি বাদল আহমেদ ও সৈকত সালাউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক রিমন মাহফুজ, অর্থ সম্পাদক মঈন আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক রাহাত সাইফুল,

আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক শফিকুল আলম মিলন, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক মুজাহিদ সামিউল্লাহ, সমাজকল্যাণ মহিলা বিষয়ক সম্পাদক শ্রাবণী হাওলাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সুফিয়ান রতন, দফতর সম্পাদক নিপু বড়ুয়া। বিজয়ী নির্বাহী সদস্যরা হলেন- লিটন এরশাদ, আবিদা নাসরিন কলি, ইব্রাহিম খলিল খোকন, অঞ্জন রহমান, রেজাউল করিম রেজা, তুষার আদিত্য, মাহমুদ মানজুর, ইরানী বিশ্বাস, লিটন রহমান।

এবার প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক আলিমুজ্জামান হারু। এছাড়া কমিশনার হিসেবে ছিলেন- এরফানুল হক নাহিদ, মাহাবুবুর রহমান, আলমগীর কানাই চক্রবর্তী ও আবুল হোসেন মজুমদার। নির্বাচিতরা আগামী দুই বছরের জন্য (২০১৯-২১) চলচ্চিত্র সাংবাদিক সংগঠনটির নেতৃত্ব দেবেন। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয় বাচসাস। জন্মলগ্নে এর নাম ছিল ‘পাকিস্তান চলচ্চিত্র সাংবাদিক সমিতি’। দেশ স্বাধীন হওয়ার পর নাম পরিবর্তন করে হয় ‘বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)’।